বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি BSCIC Job Circular 2021
BSCIC Job Circular 2021
BSCIC Job Circular : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে ৪২টি পদে মোট ১৩৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ-মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি 2021
ক্রমিক নং | পদের নাম | পদ সংখ্যা |
১ | মহাব্যবস্থাপক (General Manager) | ০১টি |
২ | আঞ্চলিক পরিচালক (Regional Director) | ০১টি |
৩ | উপ-মহাব্যবস্থাপক (Deputy General Manager) | ০৯টি |
৪ | সহকারী মহাব্যবস্থাপক (Assistant General Manager) | ০২টি |
৫ | ব্যবস্থাপক (Manager) | ০৩টি |
৬ | উপ-নিয়ন্ত্রক (Deputy Controller) | ০১টি |
৭ | উপ-প্রধান প্রকৌশলী (Deputy Engineer) | ০২টি |
৮ | উপ-ব্যবস্থাপক (Deputy Manager) | ১০টি |
৯ | বিশেষজ্ঞ (Spacialist) | ০২টি |
১০ | সহকারী প্রধান নিরীক্ষা কর্মকর্তা (Assistant Chief Audit Officer) | ০১টি |
১১ | নির্বাহী প্রকৌশলী (Excutive Engineer) | ০২টি |
১২ | সহকারি নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) Assistant Controller (Accounts and Finance) | ০১টি |
১৩ | সহযোগী অনুষদ সদস্য (Associate Faculty Member) | ০৩টি |
১৪ | ডাটা এনালিস্ট (Data Analyst) | ০১টি |
১৫ | প্রযুক্তি কর্মকর্তা (Technolgy Officer) | ০১টি |
১৬ | পরিকল্পনা কর্মকর্তা (Planning Officer) | ০১টি |
১৭ | সম্প্রসারণ কর্মকর্তা (Extension Officer) | ২০টি |
১৮ | প্রমোশন কর্মকর্তা (Promotion Officer) | ১৬টি |
১৯ | প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer) | ০২টি |
২০ | গবেষণা কর্মকর্তা (Research Officer) | ০১টি |
২১ | জরীপ ও তথ্য কর্মকর্তা (Survey and Information Officer) | ০১টি |
২২ | হিসাব রক্ষণ কর্মকর্তা (Accounts Officer) | ০৩টি |
২৩ | অডিট অফিসার (Audit Officer) | ০১টি |
২৪ | লাইব্রেরিয়ান (Libratian) | ০১টি |
২৫ | সহকারি অনুষদ সদস্য (Assistant Faculty Member) | ০২টি |
২৬ | কর্মীব্যবস্থাপনা কর্মকর্তা (Personnel Officer) | ০১টি |
২৭ | ড্রাফটসম্যান (Draftsman) | ০১টি |
২৮ | কারিগরি কর্মকর্তা (Technical Officer) | ০২টি |
২৯ | হিসাব সহকারী (Accounts Assistant) | ০১টি |
৩০ | নিরীক্ষা সহকারী (Audit Assistant) | ০২টি |
৩১ | ক্যাশিয়ার (Cashier) | ০২টি |
৩২ | নিরাপত্তা পরিদর্শক (Security Inspector) | ০২টি |
৩৩ | স্টোর সহকারী (Store Assistant) | ০১টি |
৩৪ | মাননিয়ন্ত্রণ সহকারী (Quality Control Assistant) | ০২টি |
৩৫ | ক্লিনিক্যাল সহকারী (Clinical Assistant) | ০১টি |
৩৬ | ক্রাফটসম্যান (Craftsman) | ০১টি |
৩৭ | নকশা সহকারী (Design Assistant) | ০১টি |
৩৮ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist) | ২৫টি |
৩৯ | সিরিপশনিস্ট (Receptionist) | ০২টি |
৪০ | টেলিফোন অপারেটর (Telephone Operator) | ০৫টি |
৪১ | ডার্করূম সহকারী (Darkroom Assistant) | ০১টি |
৪২ | ডেসপাচ রাইডার (Despatch Rider) | ০১টি |
মোট | ১৩৯ |
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021
আবেদন নিয়ম: bscic.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু সময়: 08 মার্চ ২০২১ তারিখে (সকাল ১০:০০ টা) আবেদন শুরু হবে।
আবেদন শেষ সময়: ০৭ এপ্রিল ২০২১ তারিখে (বিকাল ০৫:০০ টা) পর্যন্ত আবেদন চলবে।
আরো পড়ুন: চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত দেখুন:
BSCIC job
অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী
http://bscic.teletalk.com.bd ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
bscic.teletelk.com.bd
SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান
পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জ সহ) এবং ৪ ও ৫ নং পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জ সহ) প্রদান করতে হবে।
১ম এসএমএস
BSCIC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BSCIC ABCDEF and Send 16222
২য় এসএমএস
BSCIC<space>YES<space>Pin Number লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BSCIC YES 12345678 and Send 16222
বেসিক নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড
পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কিত নোটিশ http:// bscic.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইলে জানানো হবে। তারপর http:// bscic.teletalk.com.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে।