বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর জন্য শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০১ জনকে নিয়োগ দেবে কর্তৃপক্ষ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চাকরির সার্কুলারের পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ-মহিলা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সার্কুলারে আবেদন করা যাবে ০৪/১০/২০২১ তারিখ পর্যন্ত । বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। এছাড়াও সরকারি-বেসরকারি, এনজিও নিয়োগ সহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
BCSIR Job Circular 2021
|
আরো দেখুন: আসন্ন সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী
হিসাবরক্ষক
- পদ সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিকম বা সমমান ডিগ্রীধারী।
- দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার পাবে।
- বয়সসীমা: ১৮-৩০ বছর।
বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ফি প্রদান প্রক্রিয়া: বাংলাদেশের যে কোন তফসিলী ব্যাংক থেকে ১০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রকল্প পরিচালক,ইনস্টিটিউট অব বায়োইকুভ্যালেন্স স্টাডিজ এন্ড ফার্মাসিউটিক্যাল সাইন্সেস প্রতিষ্ঠাকরণ প্রকল্প, বিসিএসআইআর, ঢাকা অনুকুলে চাকরির পরীক্ষার ফি বাবদ আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদন পদ্ধতি: প্রকল্প পরিচালক বরাবরে প্রার্থীদের নাম, পিতা ও মাতার নাম ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্মতারিখ, বয়স উল্লেখ করে আবেদন করতে হবে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগের পদসংক্রান্ত তথ্যাবলী
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর পদের নাম, শূন্যপদ সংখ্যা, বেতন ও বিষয় নিম্নে উপস্থাপন করা হলো।
ক্র: নং | পদের নাম | বিষয় | পদ সংখ্যা | বেতন স্কেল |
১ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | কেমিষ্ট্রি | ২০টি | ২২,০০০-৫৩,০৬০/- |
২ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | ফার্মেসি | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
৩ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | বায়োকেমিষ্ট্রি/বায়োকেমিষ্ট্রি মলিকিউলার বায়োলজি | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
৪ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | মাইক্রোবায়োলজি | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
৫ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | জেনেটিক ইঞ্জিনিয়ারিং/জেনেটিক ইঞ্জিনিযারিং এন্ড বায়োটেকনোলজি | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
৬ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | এপ্লাইড ফিজিক্স ইলেক্ট্রনিক্স/ইলেকিট্রক্যাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
৭ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
৮ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | ম্যাটেরিয়াল সাইন্স/ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
৯ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | লেদার/লেদার প্রোডাক্টস/ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
১০ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | ফিশারিস/এ্যাকোয়াকালচার এন্ড ফিশারিজ | ০২টি | ২২,০০০-৫৩,০৬০/- |
১১ | সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) | ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জনিয়ারিং | ০১টি | ২২,০০০-৫৩,০৬০/- |
১২ | রিসার্চ কেমিষ্ট (স্থায়ী) | কেমিষ্ট্রি | ০২টি | ১২,৫০০-৩০,২৩০/- |
১৩ | রিসার্চ ফিজিসিষ্ট (স্থায়ী) | ফিজিক্স | ০১টি | ১২,৫০০-৩০,২৩০/- |
১৪ | রিসার্চ বোটানিষ্ট (স্থায়ী) | বোটানি | ০১টি | ১২,৫০০-৩০,২৩০/- |
১৫ | রিসার্চ ফার্মাকোলজিস্ট (স্থায়ী) | ফার্মেসি | ০১টি | ১২,৫০০-৩০,২৩০/- |
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:
- ০১ থেকে ১১নং পদের জন্য:- সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) সহ এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনটিতেই তুতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলিবে না।
- ১২ থেকে ১৫ নং পদের জন্য:- সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি। শিক্ষাজীবনের কোন স্তরেই তৃতী শ্রেণি বা বিভাগ থাকা চলিবে না।
বয়সসীমা: ১ জুন ২০২১ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধি প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2021
আবেদন পদ্ধতি: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীকে bcsir11.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরন করতে হবে। আবেদন প্রক্রিয়া নিচে ধাপে ধাপে তুলে ধরলাম।
১) প্রথমে bcsir11.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করুন।
২) “Application Form” এ ক্লিক করুন।
৩) আপনার যোগ্যতা অনুযায়ী পদটি সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
৪) তারপর আপনার সম্মুখে প্রদর্শিত হবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আবেদন ফর্মটি। প্রদর্শিত আবেদন ফরমটি সঠিক তথ্য প্রদান করে পূরণ করুন।
৫) “Validation Code” টি সঠিকভাবে লিখুন তারপর ঠিক মার্ক দিন এবং “Next” এ ক্লিক করুন।
৬) এই ধাপে পূর্বের দেওয়া তথ্যগুলো সঠিক কি/না তা যাচাই করুন এবং নিচে রঙ্গিন ছবি (৩০০ X ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষরের স্ক্যান কপি (৩০০ X ৮০ পিক্সেল) নির্ধারিত স্থানে Upload করুন।
বি:দ্র: ছবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ যথাক্রমে ১০০ কেবি এবং ৬০ কেবি এর মধ্যে হতে হবে।
আবেদন ফি জমাদান পদ্ধতি
বিজ্ঞপিতে উল্লিখিত ০১ থেকে ১১ নং ক্রমিকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৪৪৫/- টাকা এবং ১২ থেকে ১৫ নং ক্রমিকের পদের জন্য ২২৩/- টাকা অনাধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
- প্রথম SMS: BCSIR11<স্পেস>User ID লিখে এসএমএস send করতে হবে 16222 নম্বরে।
উদাহারণঃ BCSIR11 123456 - দ্বিতীয় SMS: BCSIR11<স্পেস>YES<স্পেস>PIN লিখে এসএমএস send করতে হবে 16222 নম্বরে।
উদাহারণঃ BCSIR11 YES 12345678
প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত SMS পাওয়ার পর প্রার্থী bcsir11.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ এ যুক্ত হতে পারেন।