নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১-Nibondon Odidoptor niog biggopti: আইন মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধন অধিদপ্তর এর ০৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী নিবন্ধন অধিদপ্তরেরর আওতায় জেলা পর্যায়ে জেলা রেজিস্ট্রার/সাব-রেজিস্ট্রার অফিস গুলোতে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে চাকরির জন্য আবেদন করতে আহবান করা হয়েছে। তবে প্রার্থীগণ অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। নিচে নিবন্ধন অধিদপ্তর জব সার্কূলার এর সকল তথ্য তুলে ধরা হলো-
নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিষ্ঠানের নাম | নিবন্ধন অধিদপ্তর |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদ সংখ্যা | ১২টি |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
ওয়েবসাইট | rd.gov.bd |
আবেদনের শেষ তারিখ | ২৬ সেপ্টেম্বর, ২০২১ |
বয়স সীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শেণী পাস |
আরো পড়ুন: আজকের চাকরির খবর
অফিস সহায়ক
- পদ সংখ্যা: ১০টি
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস
- জাতীয় বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
নৈশ প্রহরী
- পদ সংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস
- জাতীয় বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Directorate of Registration Job Circular 2021
আবেদনের কিছু গুরুত্বপূণ শর্তাবলী
বয়স সীমা: প্রার্থীর বয়স ২৬-০৯-২০২১ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: সাদা কাগজে স্বহস্থে লিখিত আবেদন পত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয়তা নিজ জেলা, ধর্ম, নির্ধারিত তারিখ অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করে আবেদনপত্র তৈরি করতে হবে।
আবেদন প্রেরণের ঠিকানা: মহা পরিদর্শক, নিবন্ধন বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর, ১৪, আব্দুল গনি রোড ঢাকা-১০০০ বরাবরে অফিস চলাকালীন সময়ে সাধারণ ডাকযোগে পৌছাতে হবে। নির্ধারিত তারিখের পরে জমাকৃত আবেদন কোনভাবেই গ্রহণ করবে না নিবন্ধন অধিদপ্তর।
আরও দেখতে পারেন-
- Comment on Manipuri Meitei Names | Monipuri Baby Names by Juyel Ahmed Liton
- Comment on Manipuri Meitei Names | Monipuri Baby Names by Gautam konjengcha
- Comment on মেয়েদের ইসলামিক নাম অর্থসহ (২৫০০+) মুসলিম মেয়ে শিশুর নাম by Nurul
- Comment on E-Porcha খতিয়ান অনুসন্ধান বা অনলাইনে পর্চা দেখা by Juyel Ahmed Liton
আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:
- সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত)
- সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি (সত্যায়িত)
- নাগরিকত্বের সনদের কপি (সত্যায়িত)
- চারিত্রিক সনদপত্র
- শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হালনাগাদকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের কপি। (সত্যায়িত)
- আবেদনকারীর নাম ও বর্তমান ঠিকানা লিখিত এবং ৫ টাকার ডাক টিকেট সহ একটি ফেরত খাম (খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: সকল সত্যায়িত কপির ক্ষেত্রে- ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম পদবী সম্বলিত সীলসহ) সত্যায়িত হতে হবে।
নিবন্ধন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর যাবতীয় আপডেট যেমন- নিয়োগ পরীক্ষার নোটিশ (এমসিকিউ, লিখিত, ভাইভা ও ব্যবহারিক) এ সংক্রান্ত সকল তথ্য প্রকাশ করা হবে এই পেজে। তাই নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং লাইক দিয়ে রাখুন ফেসবুক পেজে।