৪২তম বিসিএস (বিশেষ) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 42 BCS Circular 2020

৪২তম বিসিএস (বিশেষ)

৪২তম বিসিএস (বিশেষ) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ – 42th BCS Circular 2020 ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪২তম বিসিএসে ২ হাজার জনকে নিয়োগ দেয়া হবে। বি.সি.এস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২০০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, কর্মকর্তার অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যািদি কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

বয়সসীমা: ০১ নভেম্বর ২০২০খ্রি. তারিখে প্রার্থীর বয়স: ২১ হতে ৩০ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ০২ নভেম্বর ১৯৯৯ এবং সর্বোচ্চ ০২ নভেম্বর ১৯৮৮ পর্যন্ত)। প্রার্থীর বয়স কম বা বেশি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন: ৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০

প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইন আবেদন শুরুর তারিখ: ০৭ ডিসেম্বর ২০২০, সকাল ১০.০০ ঘটিকা।
অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২০, সন্ধ্যা ৬.০০ঘটিকা।

42th BCS Circular 2020

অফিসিয়াল বিজ্ঞপ্তি-bcs circular

bcs job circular

bcs recruitment

 

bcs 2020

bcs job notice

বিসিএস সার্কুলার

বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি

bcs 2020

Apply Now

 

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *