Bombay Sweets Job Circular

বম্বে সুইট্স এ নিয়োগ বিজ্ঞপ্তি Bombay Sweets Job Circular 2020

বম্বে সুইট্স এ চাকরি

Bombay Sweets Job Circular: বম্বে সুইট্স এন্ড কোং লিঃ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা থাকলে আপনিও হতে পারেন বম্বে সুইট্স এন্ড কোং লি: এর একজন সেলস এন্ড মার্কেটিং কর্মকর্তা । সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

Bombay Sweets Job Circular 2020

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বম্বে সুইট্স এন্ড কোং লিঃ এ সেলস এন্ড মার্কেটিং বিভাগে নিম্নোক্ত শর্তসাপেক্ষে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল।

বম্বে সুইট্স নিয়োগ বিজ্ঞপ্তি’র বিস্তারিত বিবরণ

প্রাথমিক দায়িত্ব: স্টেশনারি, মুদি ও টংসহ সবধরনের দোকান থেকে অর্ডার নেয়া এবং সে মোতাবেক পণ্য সরবরাহ নিশ্চিত করা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পণ্য সজ্জা (মার্চেন্ডাইজিং) করতে হবে।

যোগ্যতা: নূন্যতম এইচ.এস.সি পাশ (স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ (ঢাকা): ০৮/১২/২০২০
কর্মস্থল: ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সাভার এবং গাজীপুর অঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ (ঢাকা): ১২/১২/২০২০, ১৯/১২/২০২০ এবং ২৬/১২/২০২০।
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
সময়: সকাল ৯:০০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে।
স্থান: ক-৬৩, কুড়াতলী (ইন্টা: কনভেনশন সিটি বসুন্ধুরার বিপরীতে, খিলক্ষেত, ঢাকা-১২২৯

ইন্টারভিউয়ের তারিখ (সিলেট): ০৪/১২/২০২০
কর্মস্থল: সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
সময়: সকাল ৯:০০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে।
স্থান: হোটেল গার্ডেন ইন, সিলেট জালালাবাদ গ্যাস স্টেশেনের বিপরীতে, উপশহর, সিলেট।

ইন্টারভিউয়ের তারিখ (চট্টগ্রাম): ১১/১২/২০২০
কর্মস্থল: পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী অঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সময়: সকাল ৯:০০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে।
স্থান: মেসার্স লোহাপাড়া ট্রেডার্স, ১৬১/শাদত ম্যানশন, বিএসআরএম হেড অফিসের পাশে, সদরঘাট রোড, চট্টগ্রাম।

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন-

বম্বে সুইট্স এ নিয়োগ বিজ্ঞপ্তি
বম্বে সুইট্স এ নিয়োগ বিজ্ঞপ্তি

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *