পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (৫১০টি পদে)

পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। কমিউনিটি ম্যানেজার -১ (CM-1) ৫১০টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পদক্ষেপ এনজিও। আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৭ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরী এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালী পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে উপযুক্ত প্রার্থীদের আবেদন করতে আহবান করা হচ্ছে।

পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পলরী কর্ম- সহায়ক ফাউডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত বেসরকারী উন্নয়ন সংস্থা।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ মাত্রার স্কেলে ২.৫০ এবং ৪ মাত্রার স্কেলে ২.২৫ থাকতে হবে। নিয়মিত অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।

বেতন/ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি

শিক্ষানবীশকালে মাসিক মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিল সহ) : ২৫,৬০০/- টাকা
চাকুরী নিয়মিতকরণের ক্ষেত্রে মাসিক মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিল সহ): ২৭,৪৮০/- টাকা
[কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী মাসিক ১৮০০/- টাকা আবাসন ভাতা প্রাপ্য হবে।

এছাড়া চাকুরিতে যোগদান থেকেই সিটি কর্পোরেশন, উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু/দুর্ঘটনা / চিকিৎসা জনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন। সফলভাবে শিক্ষানবীশকাল (৬ মাস) সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকুরি নিয়মিতকরণ সহ প্রভিডেন্ট ফাণ্ড, গ্রাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি প্রাপ্য হবেন।

দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ :

এলাকা জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, LEAP, রেমিট্যান্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা। এছাড়া সমিতি, এলাকা/কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।

উক্ত পদের জন্য আরো প্রযোজ্য:

বয়স: ২৪ বছর থেকে ৩২ বছর
কর্মস্থল: সারাদেশে পদক্ষেপ-এর যে কোনো ব্রাঞ্চ অফিস
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার, কম্পিউটারে এম.এস অফিস ও অটোমেশন বিষয়ক কাজ জানা আবশ্যক। ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে চলমান অভিজ্ঞতা, মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানী ভাতা প্রদান করা হবে। এছাড়া ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে চলমান অভিজ্ঞদের বেলায় বর্তমানে প্রাপ্ত বেতনের প্রত্যয়ন/প্রমাণপত্রের আলোকে পারস্পরিক আলোচনার ভিত্তিতে বেতন- ভাতা নির্ধারন করা হবে।

আবেদন প্রক্রিয়া

ক) আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উলেক্ষখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ/ ছাড়পত্র/শেষ বেতনের প্রত্যয়নপত্র, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে

আগামী ৩১/১০/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং-৫৪৮, রোড নং-১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌছাতে হবে।

খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
গ) শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচী দরখাস্তের প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে। ঘ) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- টাকা (অফেরৎযোগ্য) জমা দিতে হবে।
ঙ) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থার অনুকূলে ‘স্টাফ সেভিংস ডিপোজিট’ খাতে ৮,০০০/- টাকা নগদে জমা দিতে হবে যা চাকুরি শেষে (নিয়মিত / স্থায়ীকরণ হবার শর্তে) লভ্যাংশসহ ফেরতযোগ্য।
চ) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
এছাড়া প্রার্থীর আপনজন/আত্মীয়দের মধ্য থেকে আরো দুইজন ব্যক্তিকে (সরকারী/আধা সরকারী/বেসরকারী চাকুরীজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে। (ছ) নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

পদক্ষেপ নিয়োগ বিজ্ঞপ্তি

পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সতর্কতাঃ

পদক্ষেপ এর চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে উলেক্ষখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পর স্টাফ সেভিংস ডিপোজিট ব্যতিত আর কোন ধরনের অর্থ নেয়া হয় না। তাই কোথাও অন্য যে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। যে কোন আবেদনপত্র গ্রহণ / বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি www.padakhep.org এই ঠিকানাতেও পাওয়া যাবে।

[ইতিপূর্বে সংস্থায় সন্তোষজনক কর্মকুশলতা প্রদর্শনকারী যোগ্য কর্মীগণ আবেদন করতে পারবেন।]

পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর যাবতীয় তথ্যাদি পেতে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top