পরিবার পরিকল্পনা ক্লিনিক জব সার্কুলার প্রকাশ করল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা- এর একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এ নিয়োগ সম্পর্কে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এর নিয়ন্ত্রণাধীন মডেল পরিবার ক্লিনিকের ৩য় শ্রেণির রাজস্ব খাতভুক্ত জনবল নিয়োগ দেওয়া হবে।
এতে বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ বা স্ব হস্তে লিখিত দরখাস্ত আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে ডাকযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে গ্রহণ করা হবে।