প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে ০৮টি ক্যাটাগরিতে মোট ২৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদসমূহে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ১৬ মে ২০২২ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নামপ্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
চাকরির ধরণসরকারি চাকরি
আবেদন যোগ্য জেলাসমুহবাংলাদেশের সকল জেলা
ওয়েবসাইটwww.blri.gov.bd
ক্যাটাগরি০৮টি
মোট পদ সংখ্যা২৯টি
বয়সসীমা১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম – স্নাতক
আবেদনের মাধ্যমঅনলাইনে 
আবেদন শুরু তারিখ২৪ এপ্রিল, ২০২২
আবেদনের শেষ তারিখ১৬ মে, ২০২২

আরো দেখুন: সরকারি চাকরির খবর ২০২২

পদ সমূহঃ প্রোগ্রামার- ০১ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা – ১৮ জন,উপ-সহকারি প্রকৌশলী-০১ জন, ফটোগ্রাফার- ০১ জন, গাড়িচালক-০২জন, ফটোকপি অপারেটর-০১জন, ল্যাবঃ এটেনডেন্ট- ০২জন, অফিস সহায়ক-০৩জন।

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নেবর্ণিত শূণ্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হহতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আরও দেখতে পারেন: 

https://probangla.com/category/govt-job-bd/

আবেদন পদ্ধতি

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪/০৪/২০২২, সকাল ১০টা।

আবেদনপত্র পূরনের শেষ তারিখ ও সময়: ১৬/০৫/২০২২, বিকাল ৫টা।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ http://blri.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের পূর্বে আবেদনকারীগণ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ পিক্সেল এবং ৮০ পিক্সেল) ও সাম্প্রতিক তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

আবেদন ফি- ক্রমিক ১ হতে ৫ নং পর্যন্ত ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৬ ও ৮ নং পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জ সহ) ।

শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টা এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ২৮ মার্চ, ২০২২
আবেদনের শেষ তারিখঃ১৬ মে ২০২২
আবেদন লিংকঃhttp://blri.teletalk.com.bd

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্রান্ত সকল আপডেট তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ– এ লাইক দিয়ে রাখুন। 

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pro Bangla-প্রো বাংলা