সাধারণ আনসার নিয়োগ ২০২২

সাধারণ আনসার নিয়োগ ২০২২: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুসঙ্গ সাধারণ আনসার। সারাদেশে প্রায় ৫০ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে। প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত আনসার সদস্য।

আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। (Ansar VDP) তে আবেদন করতে পারবেন আগামী ০১ এপ্রিল ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত ।

সাধারণ আনসার নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার 
চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী
পদ সংখ্যাঅনির্দিষ্ট
বয়সসীমা ১৮-২২ বছর 
পদের সংখ্যা৮৪০ টি
পদের নামআনসার ব্যাটালিয়ন
শিক্ষাগত যোগ্যতা এসএসসি 
আবেদন ফি২০০ টাকা
আবেদন পদ্ধতি অনলাইনে (ansarvdp.gov.bd)
আবেদন শুরুর তারিখ১৯ জুন, ২০২২
আবেদনের শেষ তারিখ০৭ জুলাই, ২০২২

আরো দেখুন: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার 

সাধারণ আনসার পদের জন্য আবেদন করার যোগ্যতা
লিঙ্গ: পুরুষ
বয়স: ১৮ বছর তারিখে ৩০ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম জেএসসি পাশ হতে হবে।
শারিরীক যোগ্যতা: উচ্চতা- সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বকের মাপ- ৩০/৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি- ৬/৬
কোন দূরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই এ নির্বাচন করা হবে না।
অগ্রাধিকার: অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের।
জাতীয়তা: বাংলাদেশী
বেতন ও সুযোগ সুবিধা: প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৩,০৫০/ টাকা (সমতল এলাকায়) এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) এবং ৯,৭৫০/- টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা। দুই ইউনিট রেশন ভর্তূকি মূল্যে প্রদান করা হবে।

কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা।

আনসার ভিডিপি বাহিনীতে নিয়োগ এর অনলাইন আবেদনের নিয়ম

যেকোন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।

অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।

  • যাচাই-বাছাইয়ে অংশগ্রণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
    শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ফটোকপি
  • চারিত্রিক সনদপত্রের মূলকপি ও ফটোকপি
  • নাগরিকত্ব সনদপত্রের মূলকপি ও ফটোকপি
  • অনলাইন রেজিষ্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূলকপি ও ফটোকপি
  • সদ্যতোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি যা প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যািয়িত
    সকল প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আনসার নিয়োগ ২০২২

সাধারণ আনসার নিয়োগ ২০২২: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুসঙ্গ সাধারণ আনসার। সারাদেশে প্রায় ৫০ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে।
সাধারণ আনসার নিয়োগ ২০২২

আনসার নিয়োগ ২০২২ সার্কুলার

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সাধারণ আনসার নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি ভালো করে দেখে শুনে আবেদন করুন অনলাইনের মাধ্যমে। 

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *