youtubedown

গুগলের বেশিরভাগ সার্ভিস ১ ঘণ্টার জন্য ডাউন ছিল | YoutubeDown

আজ ১৪ ডিসেম্বর, ২০২০ তারিখ সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা সময় ধরে গুগলের বিশ্বব্যাপী আউটেজের শিকার হয়েছে ইউটিউব, প্লে স্টোর, জিমেইল এবং আরো অন্যান্য সার্ভিসসহ গুগলের বেশিরভাগ সার্ভিস সমূহ।

YoutubeDown

DownDetector এবং গুগলের অফিসিয়াল আপটাইম চেকার টুল দ্বারা যাচাই বাচাই বা ভেরিফাই করা হয়েছে যে, গুগলের অধিকাংশ সার্ভিস বর্তমানে গ্লোবাল আউটেজের শিকার। গুগলের কিছু কিছু সার্ভিস এখনো ঠিকভাবে প্রবেশ করা সম্ভব হলেও বেশিরভাগ সার্ভিসই বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়াসহ পৃথিবীর অধিকাংশ দেশ থেকেই অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে না।

গুগলের সার্ভিসগুলো ডাউন হওয়ার ৭ মিনিটের মাথায় টুইটারে #YouTubeDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হয়ে গিয়েছে। গুগলের অফিসিয়াল ডাউন ডিটেক্টর ওয়েবসাইটটি থেকে জানা গিয়েছে যে গুগল এই আউটেজ সম্পর্কে অবগত আছে এবং তারা যত দ্রুত সম্ভব গুগলের সকল সার্ভিস আবার লাইভ করার চেষ্টা করছে।

আপডেট : বর্তমানে গুগলের সকল সার্ভিস লাইভ রয়েছে !

আজকের গুগল ট্রেন্ডিং কীওয়ার্ডের কিছু লাইভ সার্চ সম্পর্কে ভিডিওটি: 

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pro Bangla-প্রো বাংলা