আজকের লেখাটি চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম সম্পর্কে। যোগদান পত্র লিখার সময় কি কি খেয়াল রাখা প্রয়োজন। তাছাড়া এখানে যোগদান পত্রের নমুনা পিডিএফ ও ওয়ার্ড ফাইল আকারে শেয়ার করা হলো।
সরকারি কিংবা বেসরকারি যেকোন প্রতিষ্ঠানে নতুন চাকরিতে যোগদান করতে হলে অফিসিয়াল ভাবে যোগদান পত্র জমা দিতে হয়। তাই আজ আমরা দেখিয়ে দেবো চাকরির যোগদান পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
আশা করছি, যারা কখনও যোগদান পত্র লিখেন নাই, তারাও এই আর্টিকেল পড়ার পর সুন্দর এক যোগদান পত্র লিখতে পারবেন। কখনো যোগদান পত্র লিখেননি, তাদের কাজে লাগবে।
বেসরকারি সব প্রতিষ্ঠানে যোগদানপত্র আবশ্যিক না হলেও, সরকারি চাকরীতে অবশ্যই যোগদান পত্রের বাধ্যবাধকতা রয়েছে। পূর্বে কোন কাজে যোগদান না করে থাকলে যোগদান পত্র লিখতে তাকে হিমশিম খেতে হতে পারে।
যোগদান পত্র কিভাবে লিখবেন, কি কি বিষয় উল্লেখ করবেন তার সম্পূর্ণ একটি নমুনা নিচে দেয়া হলো। নমুনাটি অনুসরণ করে আপনি আপনার যোগদান পত্র লিখে নিতে পারবেন।
সহকারী শিক্ষক চাকরির যোগদান পত্র লেখার নিয়ম
তারিখ: ২৭ মার্চ ২০২৩ খ্রিঃ
বরাবর
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মৌলভীবাজার।
বিষয়ঃ যোগদানপত্র গ্রহণের আবেদন।
সবিনয় নিবেদন এই যে, আমাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মৌলভীবাজার এর ২৩ জানুয়ারি ২০২০ তারিখের ৩৮.০১.৫০০০.২০১.১১.০০১.১৯ নম্বর স্মারকপত্র মোতাবেক মৌলভীবাজার জেলায় সহকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদানের জন্য নিয়োগপত্র প্রদান করা হয়েছে। উক্ত নিয়োগপত্রের সকল শর্ত মেনে আজ ২৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলাম।
এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি হয়।
আপনার অনুগত
স্বাক্ষর
(………………………………………)
রোল:………………………
উপজেলা:………………….
জেলা: মৌলভীবাজার।
মোবাইল নম্বর: ………………………..
সংযুক্তি:
১. পুলিশ ভেরিফিকেশন ফরম (পূরণকৃত) ০৩ (তিন) সেট।
২. সিভিল সার্জন, মৌলভীবাজার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদ ০১ (এক) খানা।
MS-Word ফাইল আকারে ডাউনলোড করুন– সহকারী শিক্ষক চাকরির যোগদান পত্রের নমুনা বাংলায়
PDF ফাইল আকারে ডাউনলোড করুন– সহকারী শিক্ষক চাকরির যোগদান পত্রের নমুনা বাংলায়
সরকারি চাকরির যোগদান পত্র লেখার নিয়ম
তারিখ: ২৭-০৩-২০২৩ খ্রি.
বরাবর
মহা পরিচালক
সমাজসেবা অধিদপ্তর,
আগারগাঁও, শেরেবাংলা নগর,
ঢাকা-১২০৭।
মাধ্যমেঃ যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়: সহকারী পরিচালক পদে যোগদান।
মহোদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, মহোদয়ের দপ্তরের স্মারক নং-৪৪.০৩.০০০০.০২. ১১.০০৪.১৮-৪৯৯, তারিখ: ০৭ মার্চ, ২০২৩ মারফত আমাকে সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতে সহকারী পরিচালক পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
তার প্রেক্ষিতে আমি আজ ২৭-০৩-২০২৩ খ্রি. তারিখ পূর্বাহে সমাজসেবা অধিদপ্তরের সদর দপ্তরে সহকারী পরিচালক পদে যোগদানপত্র দাখিল করছি।
এমতাবস্থায়, আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক-
স্বাক্ষর
(নাম)
মোবাইল-
MS Word ফাইল হিসেবে ডাউনলোড করুন– সরকারি চাকরির যোগদান পত্রের নমুনা ডাউনলোড
PDF ফাইল আকারে ডাউনলোড করুন– সরকারি চাকরির যোগদান পত্রের নমুনা ডাউনলোড
বেসরকারি চাকরির যোগদান পত্র লেখার নিয়ম
তারিখঃ ২৭/১২/২০২৩ খ্রিঃ
বরাবর,
অধ্যক্ষ মহোদয়,
দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদরাসা, রবিরবাজার।
ডাকঃ পৃথিমপাশা, উপজেলাঃ কুলাউড়া,
জেলাঃ মৌলভীবাজার।
বিষয়ঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান পত্র।
জনাব,
আমি নিম্ন স্বাক্ষরকারী (নাম) ……………………, পিতার নামঃ ……………………….., মাতার নামঃ………………….., গ্রামঃ ………….ডাকঃ…………………..উপজেলাঃ কুলাউড়া, জেলাঃ মৌলভীবাজার।
আপনার গত ১৯/০৩/২০২৩ খ্রিঃ তারিখে নিয়োগ পত্রের মর্মানুসারে আমি অদ্য ২৭/০৩/২০২৩খ্রিঃ তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকার সময় আপনার প্রতিষ্ঠানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান করিলাম।
অতএব, প্রার্থনা যে অনুগ্রহপূর্বক আমার যোগদান পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত
সাক্ষর:
(নাম):
মোবাইল নম্বরঃ
MS-Word ফাইল আকারে ডাউনলোড করুন– সহকারী শিক্ষক চাকরির যোগদান পত্রের নমুনা বাংলায়
PDF ফাইল আকারে ডাউনলোড করুন– সহকারী শিক্ষক চাকরির যোগদান পত্রের নমুনা বাংলায়
আরো পড়ুন: আবেদনপত্র লেখার নিয়ম
মাতৃত্বকালীন ছুটির পর যোগদান পত্র লেখার নিয়ম ও নমুনা
বরাবর;- জেলা প্রশাসক মৌলভীবাজার
বিষয়ঃমাতৃত্বকালীন ছুটির পর কর্মস্থলে যোগদানের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে,আমি মৌমিতা বেগম,জেলা প্রশাসকের কার্যালয়ে সংস্থাপন বিভাগ, মৌলভীবাজার কর্মরত আছি।গত ২৭ ই ফেব্রুয়ারি,২০২২ তারিখের……………………………. নম্বর স্মারক মোতাবেক ২৭.০২.২০২১ হতে ২৬.০৮.২০২২ তারিখ পর্যন্ত ছয় (৬) মাস মাতৃত্বকালীন ছুটি ভোগ শেষে ২৮.০৮.২০২২ ইং তারিখে,আমি পুনরায় কর্মস্থলে যোগদান করলাম।
অতএব, মহাদয়ের নিকট আমার বিনীত আর্জি এই যে,আমার কর্মস্থলে যোগদানের পত্রটি গ্রহন করে যোগদানের অনুমতি প্রদানে বাধিত করবেন।
আপনার অনুগত
মৌমিতা বেগম
স্বাক্ষর
শেষ কথা
চাকরি জীবন শুরু করার পূর্বে অতিব জরুরী একটি যোগদান পত্র। আশা করছি আজকে যোগদান পত্র লেখার নিয়ম সম্পর্কে আপনি জানতে পেরেছেন। বাস্তব জীবনে আপনার প্রয়োজনে নিজেই লিখে নিতে পারবেন এখন থেকে যোগদান পত্রটি। তাছাড়া আমাদের দেওয়া যোগদান পত্রের নমুনা কপি ডাউনলোড করে আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন।