আপনার ভ্যাকসিন সার্টিফিকেটের ভূল সংশোধন বা তথ্য পরিবর্তন করতে চাচ্ছেন? তাহলে জেনে নিন, ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ সম্পর্কে।
বর্তমানে যেকোন দেশের একজন নাগরিকের গুরুত্বপূর্ণ একটি নথিপত্র হলো করোনা ভ্যাকসিন সার্টিফিকেট (Vaccine Certificate) বা টিকা সনদ। কিন্তু এই ভ্যাকসিন সার্টিফিকেটে টিকা গ্রহীতার নাম, মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট/ জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের প্রয়োজন হয়। তাই আপনার প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ নিয়েই আজকের বিস্তারিত আলোচনা।
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে হয় কেন?
করোনা কালীন সময়ে ভ্যাকসিন গ্রহন করা প্রতিটি মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য বাধ্যতামূলক। এমনকি যদি কোন ব্যক্তি ভ্যাকসিন এর ডোজ গুলো সম্পন্ন না করে থাকে তাহলে সেই ব্যক্তি অন্যান্য মানুষের জন্যও ঝুকিপূর্ণ।
বর্তমানে সরকারি বিভিন্ন সেবা গ্রহন, বিদেশ যাওয়া ইত্যাদি কাজের জন্য ভ্যাকসিন সার্টিফিকেট থাকা প্রায় বাধ্যতামূলক। তাই ভ্যাকসিন গ্রহন করেছে এই মর্মে সতর্কতা অবলম্বনের যে সরকারিভাবে ভ্যাকসিন সার্টিফিকেট বা করোনা টিকা সনদ প্রদান করে থাকে।
ভ্যাকসিন সার্টিফিকেটে আপনার ব্যক্তিগত আইডেন্টিটি অনুযায়ী তথ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তথ্য ভূল লিপিবদ্ধ হলে দ্রুত ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে হয়।
নিম্নোক্ত কারনে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে হয়:
- সুরক্ষা সার্ভারে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে।
- জাতীয় পরিচয়পত্রের তথ্য ভূল থাকলে।
- জন্ম তারিখ ভূল লিপিবদ্ধ হলে।
- নামের বানান ভূল থাকলে।
- ভ্যাকসিন কার্ডের সাথে অনলাইনে পাসপোর্ট নাম্বার এড করতে চাইলে।
ইত্যাদি নানা প্রয়োজনে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ অনুসরন করে টিকা কার্ড সংশোধন করতে হয়।
করোনা ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩
করোনা টিকা কার্ড বা টিকা সনদ সংশোধন করতে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধনের আবেদন ফরম ব্যক্তির সঠিক তথ্য দিয়ে পূরণ করে কার সাথে নির্ধারিত এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রোগ্রামারের কাছে আবেদন দাখিল করতে হবে।
তারপর সে তথ্য যাচাই করে হালনাগাদের মাধ্যমে ৭ কর্ম দিবসের মধ্যে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার কার্যক্রম শুরু করা হবে। নির্ধারিত বিভিন্ন তথ্যের ক্ষেত্রে জেলা আইসিটি অফিসের কর্মকর্তাকে সুরক্ষা টিম এর কাছে ডকুমেন্ট হস্তান্তর করতে হয়। তারপর, তথ্য ব্যবস্থাপনা করে আপনার কাঙ্খিত তথ্যটি সংশোধন করা হয়।
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী সাধারণ মানুষের সুবিধার জন্যই বাংলাদেশ আইসিটি অধিদপ্তরের সাহায্যে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার উপায় রয়েছে। বিশেষ প্রয়োজনে/ বিদেশগামী হলে সকল ডকুমেন্টস সহ সরাসরি আইসিটি জেলা অফিসে উপস্থিত হয়ে ১-২ দিনের মধ্যেই তথ্য সংশোধন করতে পারবেন।
এছাড়াও, সরাসরি সুরক্ষা সার্ভারের হেল্প সেন্টার এর ইমেইলে- support.surokkha@doict.gov.bd এই মেইলে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ও সংশোধনের ধরন উল্লেখ করে ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারেন। এক্ষেত্রে, ১০ দিনের মধ্যে আপনার তথ্য সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অন্যভাবে ঘরে বসে অনলাইনে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ নেই।
ভ্যাকসিন সার্টিফিকেটে কি কি তথ্য সংশোধন করা যায়
বাংলাদেশের সুরক্ষা সার্ভারে তিনটি ডকুমেন্টের সাহায্যে নিবন্ধন করা যায়। প্রতিটি ডকুমেন্টের ক্ষেত্রে ভ্যাকসিন সার্টিফিকেটের ভিন্ন ভিন্ন তথ্য সংশোধনের প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে নিম্নোক্ত তথ্যগুলো সংশোধন করা যায়:
- মোবাইল নাম্বার পরিবর্তন
- করোনা ভ্যাকসিনের ডোজেন নাম ও তারিখ পরিবর্তন
- জাতীয় পরিচয়পত্র নাম্বার সংশোধন
- টিকা গ্রহীতার নাম
- ডোজ এর তথ্য রিসেট
- নিবন্ধনের সকল তথ্য রিসেট
- নিবন্ধনের সাথে পাসপোর্ট নাম্বার সংযোজন
- পূর্বের দেওয়া পাসপোর্ট নাম্বার পরিবর্তন (একই ব্যক্তির পাসপোর্ট রিনিউ করা হলে)
- পাসপোর্ট নাম্বারে ভুল থাকলে তা সংশোধন
- লিঙ্গ পরিবর্তন
- জন্ম সনদ নাম্বার সংশোধন
উপরোক্ত বিষয়গুলো ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী আবেদন করে সংশোধন করা যায়।
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে কি কি লাগে
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড)/ জন্ম সনদ/ পাসপোর্ট দিয়ে নিবন্ধন করে থাকলে ভিন্ন ভিন্ন ডকুমেন্টস এর প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সম্পর্কে ধাপে ধাপে সুরক্ষা সার্ভারের সাপোর্ট টিম কর্তৃক- ‘সুরক্ষা তথ্য সংশোধনী নির্দেশিকা’ প্রদান করা হয়েছে। টিকা সনদ সংশোধনে নিচের ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়:
জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিষ্ট্রেশন করলে
সংশোধনের ধরন | প্রয়োজনীয় কাগজপত্র |
মোবাইল নাম্বার | ১.ভ্যাকসিন কার্ডের কপি ২. জাতীয় পরিচয়পত্রের কপি ৩. পূর্বে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার ৪. নতুন মোবাইল নাম্বার |
ডোজের নাম ও তারিখ/ ডোজ রিসেট/ পূনরায় সব রিসেট | ১.মূল টিকা কার্ডের কপি ২. সুরক্ষা টিকা কার্ডের কপি ৩.জাতীয় পরিচয়পত্রের কপি ৪. ভ্যাকসিন প্রদানের কেন্দ্রের প্রত্যয়নপ্ত্র |
পাসপোর্ট | ১.ভ্যাকসিন কার্ডের কপি ২. জাতীয় পরিচয়পত্রের কপি ৩. পুরাতন পাসপোর্টের কপি ৪. নতুন পাসপোর্টের কপি। |
জাতীয় পরিচয়পত্র নাম ও জন্ম তারিখ | ১. ভ্যাকসিন কার্ডের কপি ২. জাতীয় পরিচয়পত্রের কপি ৩. সংশোধিত জাতীয় পরিচয়পত্রের কপি ( বিঃদ্রঃ ১৩ বা ১৫ ডিজিট NID এর জন্ম তারিখ পরিবর্তন হলে জেলা আইসিটি কর্মকর্তা কর্তৃক সুরক্ষা টিমের নিকট ডকুমেন্টস প্রেরন করতে হবে) |
পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করলে
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে নিম্নোক্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়-
সংশোধনের ধরন | প্রয়োজনীয় কাগজপত্র |
মোবাইল নাম্বার/ ডোজের নাম ও তারিখ পরিবর্তন | পূর্বের সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে। এক্ষেত্রে, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে পাসপোর্ট প্রয়োজন হবে। |
টিকা গ্রহীতার নাম/ টিকা গ্রহীতার জন্ম তারিখ | ১.ভ্যাকসিন কার্ডের কপি ২. পাসপোর্টের কপি ৩. BMET তথ্য সংশোধনের প্রমাণক |
লিঙ্গ | ১. ভ্যাকসিন কার্ডের কপি ২. পাসপোর্টের কপি |
পাসপোর্ট নাম্বার পরিবর্তন | ১. ভ্যাকসিন কার্ডের কপি ২. পুরাতন পাসপোর্টের কপি ৩. নতুন পাসপোর্টৈর কপি |
পাসপোর্ট নাম্বার সংশোধন | ১. ভ্যাকসিন কার্ডের কপি ২. পাসপোর্টের কপি ৩. সংশোধিত পাসপোর্ট সম্বলিত BMET রেজিস্ট্রেশন কার্ড ৪. ভুল পাসপোর্ট সম্বলিত BMET রেজিস্ট্রেশন কার্ড |
এছাড়াও, আপনি কোন তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন এবং সে অনুযায়ী কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তা নিম্নের লিংকে ভিজিট করে পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন,
সুরক্ষা-তথ্য-সংশোধনী-নির্দেশিকা:- ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন।
ভ্যাকসিন সার্টিফিকেটে টিকা কেন্দ্র পরিবর্তন
আইসিটি জেলা অফিসে আবেদনের পর, টিকা কেন্দ্র পরিবর্তনের জন্য Management Information System (MIS), স্বাস্থ্য অধিদপ্তরের যোগাযোগের নিমিত্ত info@dghs.gov.bd তে আইসিটি জেলা অফিসের প্রোগ্রামার আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টস প্রেরণ করবেন।
ভ্যাকসিন ডোজের টিকা কেন্দ্র পরিবর্তন করা সুরক্ষা টিম কর্তৃক মাঝে মাঝে সাময়িকভাবে বন্ধ করা হয়। তবে, পরিবর্তন করার সুযোগ হলে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে, যেমন-
- যে ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তার কপি (জন্ম সনদ, এনআইডি, পাসপোর্ট)
- সুরক্ষা টিকা কার্ডের কপি
- টিকা কেন্দ্রের প্রত্যয়ন পত্র
সহ আইসিটির জেলা কার্যালয়ে আবেদন করতে হবে। অতঃপর, আপনার স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরনের পর প্রয়োজনীয়তার কথা বিবেচনা ও ডকুমেন্টস যাচাই করে টিকা কেন্দ্র পরিবর্তন করা হবে।
সংশোধিত ভ্যাকসিন সার্টিফিকেট চেক
করোনা টিকা সনদ বা ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করলে আইসিটি জেলা অফিস থেকে নির্ধারিত সময় চাওয়া হবে। উক্ত সময়ের পর ‘সুরক্ষা’ সার্ভারে পূর্বের নিবন্ধনকৃত তথ্য দিয়ে লগইন করে আপনার সংশোধিত ভ্যাকসিন সার্টিফিকেট চেক করতে পারবেন।
করোনা ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন আবেদন ফরম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক খুলনা ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধনের জন্য একটি আবেদন পত্র প্রণয়ন করা হয়েছে। আবেদন ফরমের PDF ডাউনলোড করতে এই লিংকে ভিজিট করুন- ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন আবেদন ফরম।
আবেদন ফরম্যাট নমুনা-

ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী আবেদন পত্রটির PDF ফাইল উপরের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে অন্যান্য ডকুমেন্টসহ আইসিটি জেলা অফিসে জমা দিতে হবে।
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ’s)
টিকা সনদের মোবাইল নাম্বার পরিবর্তন করবো কিভাবে?
সুরক্ষা সার্ভারে রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে, টিকা সনদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জেলা আইসিটি অফিসার প্রোগ্রামারের কাছে আবেদন করে নাম্বার পরিবর্তন করতে পারবেন।
অথবা,
সরাসরি সুরক্ষা সার্ভারের হেল্প সেন্টার এর ইমেইলে- support.surokkha@doict.gov.bd – প্রয়োজনীয় তথ্য দিয়ে ইমেইল করেও নাম্বার পরিবর্তন করতে পারবেন।
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে কত টাকা লাগে?
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে কোন সরকারি ফি প্রদান করতে হয় না। তবে, আর্জেন্ট প্রয়োজনে জেলা আইসিটি অফিসে নির্ধারিত ফি প্রদান করতে হয়।
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে কতদিন সময় লাগে?
ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ অনুযায়ী আবেদনের পর ৭ থেকে ১০ কার্যদিবস সময় লাগে। এক্ষেত্রে, বিদেশগামী হলে তাৎক্ষণিক প্রয়োজনে আইসিটি জেলা অফিসে উপস্থিত হয়ে ১-২ দিনের মধ্যেই তথ্য সংশোধন করতে পারবেন।
টিকা সনদের ভুল সংশোধন না করলে কি সমস্যা হয়?
করোনা কালীন সময়ে বিভিন্ন সরকারি সুবিধা ভোগ, যাতায়াত এবং বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য টিকা সনদ থাকা আবশ্যক। তাই, টিকা সনদটি আপনার জন্ম সনদ, এনআইডি, পাসপোর্ট এর তথ্য অনুযায়ী না হলে কিংবা অন্য কোন তথ্য ভুল থাকলে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।
আশা করছি, ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৩ আর্টিকেলটি পড়ে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।