ট্রাভেল ইন্সুরেন্স

ট্রাভেল ইন্সুরেন্স কী? | কেন ট্রাভেল ইন্সুরেন্স করতে হয়?

ট্রাভেল ইন্সুরেন্স : মানব জীবন খুবই ব্যস্ত জীবন। শত ব্যস্ততার মধ্যেও মানুষ একটু মুক্ত হতে চায়। মুক্ত জীবন উপভোগ করতে চায়। যখন আপনি ভ্রমণে বের হন তখনই আপনি স্বাধীনতার আসল সুখ অনুভব করতে পারবেন। ভ্রমণ করলে জীবনের একঘেয়েমিতা কাটার পাশাপাশি অনেক শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জন হয়। পরিবারের সাথে ভ্রমণ করলে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হয়। বিশ্বের নানান আশ্চর্যজনক বস্তু দেখার মাধ্যমে মনে প্রশান্তি পাওয়া যায়। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটি জিনিস বড় বাধা হয়ে দাঁড়ায়। আর সেটা হচ্ছে জান ও মালের নিরাপত্তা।

ভ্রমণ করতে গেলে অনেক সময় জীবনের ঝুঁকি থাকে। টাকা-পয়সা, ভিসা পাসপোর্ট সহ জরুরী কাগজপত্র, কাপড়-চোপড়ের ব্যাগ ইত্যাদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে পরিতাণের কি কোনো উপায় নেই? যেভাবে লাইফ ইন্সুরেন্স আপনার জীবনে নিরাপত্তা নিয়ে কাজ করে। তেমনি ট্রাভেল ইন্সুরেন্স আপনার ভ্রমণের নিরাপত্তা নিশ্চিত করে।

ভ্রমণের শুরু থেকে শেষ অবধি আপনার কোনো ক্ষয়ক্ষতি হলে সেটার ক্ষতিপূরণ দেবে। এর জন্য আপনাকে ট্রাভেল ইন্সুরেন্স কোম্পানি থেকে পলিসি ক্রয় করতে হবে। এগুলো সাধারণত এককালীন হয়। লাইফ ইন্সুরেন্স এর মতো প্রতি মাসে বা বছরে টাকা দিতে হয় না। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পলিসি রয়েছে। কোনো দেশে কম টাকায় পলিসি ক্রয় করা যায় আবার কোনো দেশে বেশি টাকায় ক্রয় করা লাগে। এমন অনেক দেশ রয়েছে যেখানে ট্রাভেল ইন্সুরেন্স ছাড়া ভ্রমণ করতে দেয় না। ট্রাভেল ইন্সুরেন্স করা থাকলে নিশ্চিন্তে ভ্রমণ করা যায়।

ট্রাভেল ইন্সুরেন্স অথবা ভ্রমণ বীমা কী?

ট্রাভেল ইন্সুরেন্স হল ভ্রমণকারীর সাথে ইন্স্যুরেন্স কম্পানির একটি চুক্তি। আপনি ভ্রমণ করতে গিয়ে যদি আহত হন অথবা আপনার মূল্যবান সামগ্রী চুরি হয়ে যায়, তাহলে আপনাকে ট্রাভেল ইন্সুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। চিন্তামুক্তভাবে ভ্রমণ করার জন্য এর চেয়ে ভালো অপশন আর নেই। ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। বলা তো যায় না কখন কী বিপদ চলে আসে। তাই ট্রাভেল ইন্সুরেন্স করাটা খুবই জরুরী।

ট্রাভেল ইন্সুরেন্স কভারেজ

ট্রাভেল ইন্সুরেন্স কোম্পানি গুলো সাধারণত যে সকল বিষয়ের উপর ক্ষতিপূরণ প্রদান করে থাকে তা নিম্নে দেওয়া হলো। তবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্যাকেজ বা অফার দিয়ে থাকে। তাই কিছু ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে। কিন্তু সবগুলোর মধ্যে মোটামুটি এগুলো কমন।

  • দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী মোট অক্ষমতা
  • জরুরী চিকিৎসা খরচ
  • জরুরী দাঁতের খরচ
  • দেরিতে ট্রিপ
  • হাসপাতালে নগদ অনুমোদন
  • ব্যক্তিগত দায়
  • ব্যাগ এবং ব্যক্তিগত ডকুমেন্টসের ক্ষতি
  • হাইজ্যাক দুর্যোগ ভাতা

ট্রাভেল ইনস্যুরেন্স কত প্রকার?

বিভিন্ন প্রকারের ট্রাভেল ইন্সুরেন্স হয়ে থাকে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ট্রাভেল ইন্সুরেন্স পলিসি ক্রয় করতে পারেন।

শিক্ষার্থীদের ট্রাভেল ইন্সুরেন্স (Student Travel Insurance)

শিক্ষার্থীদের ট্র্যাভেল ইন্সুরেন্স: ভ্রমণের চেয়ে শিক্ষার্থীরা সাধারণত লেখাপড়ার জন্যই বিদেশে গিয়ে থাকে। বিদেশে থাকা-খাওয়ার নিরাপত্তা জনিত বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়। চুরি ছিনতাইয়ের ভয় থাকে। বিদেশ-বিভূঁইয়ে নিশ্চিন্তে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই স্টুডেন্ট ট্রাভেল ইন্সুরেন্স করা প্রয়োজন।

ঘরোয়া ভ্রমণ বীমা (Domestic Travel Insurance)

ঘরোয়া ভ্রমণ বীমা: আপনি যদি হিন্দুস্তানের কোনো জায়গায় ভ্রমণ করতে চান, তাহলে এই ভ্রমণ বীমার সুবিধা আপনি উপভোগ করতে পারবেন। এই বীমা পলিসির অধীনে মেডিক্যালের জন্য ডাক্তারি ও আর্থিক সহায়তা, ব্যাগ চুরি হয়ে যাওয়া, ট্রিপ বাতিল হয়ে যাওয়া অন্তর্ভুক্ত রয়েছে। এটা সাধারণত ভারতীয়রা স্বদেশে ভ্রমণের জন্য করে থাকে।

পারিবারিক ট্রাভেল ইন্সুরেন্স (Family Travel Insurance)

পারিবারিক ট্র্যাভেল ইন্সুরেন্স: পারিবারিক ট্রাভেল ইন্সুরেন্সটি পরিবারের যেকোনো সদস্যের জন্য সরাসরি ক্রয় করা যাবে। এই বীমা পলিসি দুর্ঘটনাজনিত খরচ, হাসপাতালের খরচ, এবং ব্যগ চুরি হয়ে যাওয়া ইত্যাদি ক্ষতিপূরণ দিয়ে থাকে।

বয়স্ক নাগরিকদের জন্য ভ্রমণ বীমা (Senior Citizen Travel Insurance)

বয়স্ক নাগরিকদের জন্য ভ্রমণ বীমা: এই ট্রেভেল বীমা পলিসি ৬১ থেকে ৭০ বছর বয়সী মানুষের ভ্রমণের জন্য বীমা পলিসি। এটি চিকিৎসার খরচ, স্বাস্থ্যসেবা ইত্যাদি সুবিধার কভারেজ সরবরাহ করে। যারা ভারতে চিকিৎসার জন্য যাবেন তারা অবশ্যই এই ট্রাভেল ইন্সুরেন্স করে যাবেন।

গ্রুপ ভ্রমণ বীমা (Group Travel Insurance)

গ্রুপ ভ্রমণ বীমা: আপনারা যদি দল বেঁধে ভ্রমণ করতে যান অর্থাৎ ২০ জন বা তার বেশি লোকজনের গ্রুপ হয় এবং আপনার ভ্রমণে যাওয়ার পরিকল্পনা আছে। তাহলে আপনি এই গ্রুপ ভ্রমণ বীমা পলিসি ক্রয় করতে পারেন। এটি ভ্রমণ বাতিল, লাগেজ চুরি, চিকিৎসা এবং দেরীতে ভ্রমণ ইত্যাদি ক্ষতিপূরণ দিয়ে থাকে।

এশিয়া ভ্রমণ বীমা (Asia Travel Insurance)

এশিয়া ভ্রমণ বীমা: আপনি যদি এশিয়ার কোনো দেশে ভ্রমণ করতে চান (উত্তর কোরিয়া ব্যতিত) তাহলে আপনি এই এশিয়া ভ্রমণ বীমা পলিসি ক্রয় করতে পারেন। এই এশিয়া ভ্রমণ পলিসি আপনার চিকিৎসা এবং অন্যান্য ক্ষয়ক্ষতি মূলক খরচ বহন করা হয়।

কাস্টমাইজড ট্রাভেল বীমা (Customised Travel Insurance)

কাস্টমাইজড ট্রাভেল বীমা: অনেকে আছে যারা ট্রাভেল ইন্সুরেন্স নিজের মতো করে করতে চায়। এতে করে দেখা যায় পলিসি কেনার ক্ষেত্রে টাকা কম খরচ হয়। যেমন কেউ শুধু চায় মেডিকেল খরচ। অথবা কেউ শুধু চায় লাগেজ হারানোর খরচ। আপনি চাইলে আপনার পছন্দমত ট্রাভেল ইন্সুরেন্স কাস্টমাইজ করে নিতে পারবেন।

ট্রাভেল ইন্সুরেন্স কেনার সুবিধাসমূহ

চিকিৎসা খরচ: বিদেশে আপনি আপনার মনোরঞ্জনের জন্য যাবেন। কিন্তু সেখানে গিয়ে হঠাৎ যদি আপনি সড়ক দুর্ঘটনায় পতিত হন। কিংবা আপনার পূর্বের কোনো রোগ হঠাৎ আক্রমণ করে বসে। তখন আপনি কী করবেন? এই সমস্যা থেকে সমাধানের জন্য ট্রাভেল ইন্সুরেন্স আপনাকে জরুরী চিকিৎসা খরচ দেবে। ২৪ ঘন্টা মেডিকেল সাপোর্ট পাবেন।

লাগেজ হারানো: ভ্রমণ করতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে। কখনো সেটা শারীরিক কখনো বা অর্থনৈতিক। আপনি আপনার মূল্যবান জিনিসপত্র আপনার লাগেজে রাখবেন এটাই স্বাভাবিক। কিন্তু যদি কখনো সেটা চুরি অথবা ছিনতাই হয়ে যায় অথবা হারিয়ে যায় তখন কী করবেন? এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এর ক্ষতিপূরণ প্রদান করবে।

আরো পড়ুন: ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম

ফ্লাইট বাতিল: প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় ফ্লাইট বাতিল হয়ে যায়। এর ফলে আপনার বুকিং করা হোটেল এর টাকা লস হতে পারে। এছাড়া বিভিন্ন আনুষঙ্গিক ক্ষতি আপনার হবে। এই ক্ষতিগুলোর ক্ষতিপূরণ দেওয়ার জন্য রয়েছে ট্রাভেল ইন্সুরেন্স কোম্পানি। তাহলে আপনাকে ফ্লাইট বাতিল সংক্রান্ত সকল ক্ষতিপূরণ প্রদান করবে।

পরিশেষে একটি কথাই বলবো, আপনারা যারা ভ্রমণপিপাসু তারা অবশ্যই ভ্রমণ করার পূর্বে ট্রাভেল ইন্সুরেন্স করে নেবেন। কেননা বিদেশে কখন কী ঘটে যায়। সেখানে চেনা পরিচিত লোক নেই বললেই চলে। তাই বিপদ আপদে আর্থিক সহায়তার জন্য ট্রাভেল ইন্সুরেন্স আপনার একমাত্র ভরসা। এছাড়া বিভিন্ন দেশ আছে যেগুলোতে ট্রাভেল ইন্সুরেন্স করা ছাড়া আপনাকে ভ্রমণ করার অনুমতি দেবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top