কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি : কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এ ০৪টি পদে মোট ০৯ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। tmed niyog biggopti সার্কুলার অনুযায়ী পদসমূহে যোগ্যতা থাকা শর্তে আবেদন করতে পারেন আপনিও। অনলাইনে আবেদন করা যাবে ২৫ মে ২০২১ পর্যন্ত। tmed job circular 2021 সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ক্র: নং | পদের নাম | বেতন স্কেল | গ্রেড | পদ সংখ্যা |
১ | কম্পিউটার অপারেটর | ১১০০০-২৬৫৯০/- | ১৩ | ০২টি |
২ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর | ১১০০০-২৬৫৯০/- | ১৩ | ০২টি |
৩ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৯৩০০-২২৪৯০/- | ১৬ | ০২টি |
৪ | অফিস সহায়ক | ৮২৫০-২০০১০/- | ২০ | ০৩টি |
মোট | ০৯টি |
আবেদনের যোগ্যতা
মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
শিক্ষাগত যোগ্যতা:
(০১) বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
(০২) স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। তাছাড়া, সাঁটলিপি পরীক্ষার গতি ইংরেজিতে কমপক্ষে গতি প্রতি মিনিটে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে।
(০৩) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
(০৪) এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।
বয়সসীমা: ১৫ এপ্রিল ২০২১ তারিখে প্রার্থীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তি্যোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন:
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ
আবেদন পদ্ধতি: http://tmed.teletalk.com.bd ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান
পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জ সহ) এবং ৪নং পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জ সহ) প্রদান করতে হবে।
১ম এসএমএস
TMED<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: TMED ABCDEF and Send 16222
২য় এসএমএস
TMED<space>YES<space>Pin Number লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: TMED YES 12345678 and Send 16222