তাসমি নামের অর্থ কি ? | Tasmi Name Meaning in Bengali

নুষের জীবনে নাম একটি অতুলনীয় বিষয়। তাই সন্তান জন্মের পর পরই যে বিষয় গুরুত্ব দিতে হয় সেটি হচ্ছে সন্তানটির নাম রাখা। আর এই কাজটি করতে খুবই নিখ্যুত ভাবে কারণ এই নামটির মাধ্যমেই ঐ সন্তানটিকে পরবর্তীতে সবার নিকট পরিচিতি লাভ করবে। সুতরাং নাম রাখার ক্ষেত্রে যত্নশীল হতে হবে যাতে নাম যেন শ্রুতি মধুর এবং চমৎকার হয়। আমরা আজ যে নামটি নিয়ে আলোচনা করবো তা হলো তাসমি বা তাছমি। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন অনলাইন মিডিয়াতে সবাই এ নামটি যেভাবে খোঁজ করছে – তাছমি নামের অর্থ কি? তাসমি নামের অর্থ কি? তাছমি কি ইসলামিক নাম, Tasmi Name Meaning in Bengali, Tasmi নামের অর্থ ইত্যাদি।

তাসমি নামের অর্থ কি

আরবি ভাষার একটি নামই হচ্ছে তাসমি। তাসমি নামটি অতি সুন্দর এবং চমৎকার একটি নাম। তাসমি নামের অর্থ- প্রতিযোগিতামূলক, আত্মবিশ্বাস, অধ্যয়নশীল

তাসমি নামের বৈশিষ্ট্য

নামতাসমি / তাছমি (Tasmi)
অক্ষরত (T)
লিঙ্গমেয়ে/মহিলা
বাংলা অর্থতাছমি নামের কোন অর্থ খোঁজে পাওয়া যায়নি।
ইংরেজি অর্থN/A
উচ্চারণশ্রুতি মধুর এবং সহজ
দেশবাংলাদেশ, পাকিস্তান, ভারত
ইংরেজি বানানTasmi
নামের দৈর্ঘ্য বাংলা৩ অক্ষরের একটি শব্দ
নামের দৈর্ঘ্য ইংরেজি৫ অক্ষরের একটি শব্দ

আরও পড়ুন: মেয়েদের ইসলামিক নাম

তাসমি দিয়ে নাম (প্রচলিত)

ফাতেহা তাবাসসুম তাছমি, তাসমি খাতুন, তাসমি হাসান, তাসমি সুলতানা, তাসমি পারভীন, তাসমি আলম, তাসমি আক্তার, তাসমি খাতুন , তাসমি বেগম, তাসমি খান, তাসমি চৌধুরী, তাসমি রহমান,তাসমি সরকার,Tasmi Khan, তাসমি হোসেন, তাসমি হক, তাসমি মাহতাব, তাসমি নাওয়ার, উম্মে আক্তার তাসমি , ছামিয়া খান তাসমি , আফিয়া তাসমি , তাসমি আহমেদ, তাসমি আলী, তাসমি শেখ, শেখ তাছমি, তাসমি মুহাম্মদ, তাসমি সাবেরা।

শেষ কথাঃ তাসমি নামটি অতি চমৎকার এবং খুবই সুন্দর অর্থবহ একটি নাম। আপনার পছন্দ হলে সন্তানের জন্য নামটি রাখতে পারেন।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *