টাকার বাহারী নাম সম্পর্কিত আলোচনায় আপনাকে স্বাগতম। টাকা বিভিন্ন স্থানে বিভিন্ন বহন করে থাকে। আজকের আর্টিকেলটি টাকা তোর কত বাহারী নাম এ সম্পর্কে।
মসজিদে অথবা মাদ্রাসায় দিলে দান। কল্যাণমূলক কাজে দিলে অনুদান। মন্দিরে দিলে চাঁদা/দক্ষিণা। স্কুলে দিলে ফিস, স্কুল থেকে পেলে বৃত্তি। জামাইকে দিলে পন, স্ত্রীকে দিলে দেনমোহর, তালাক দিলে খোরপোশ। কাউকে দিলে ধার, ব্যাংক থেকে নিলে ঋণ, আদালতে দিলে জরিমানা, সরকারকে দিলে কর। অবসরে নিলে পেনশন, অপহরণে দিলে মুক্তিপণ।
টাকার বাহারী নাম
হোটেল বয়কে দিলে টিপস, কর্মচারীকে দিলে বেতন। শ্রমিককে দিলে মজুরী, বয়স্কদের দিলে ভাতা। অবৈধভাবে পেলে ঘুষ, অনুপ্রাণিত করতে দিলে ভর্তৃকী, ফকিরকে দিলে ভিক্ষা। খুশী হয়ে দিলে বখশিশ, ব্যবহারের পর দিলে ভাড়া। বিশেষভাবে দিলে গিফট, অতিরিক্ত কাজ করলে ওভারটাইম।
নষ্ট করে দিলে ক্ষতিপূরণ, মানত করলে সাদাকা, বিশেষ পর্বে দিলে সেলামী। অর্ডারের সময় দিলে অগ্রীম এবং বিশেষ সময় দিলে আশীর্বাদ।
আমাদের টাকার রেট সম্পর্কিত লেখাটিও পড়তে পারেন।
আশা করছি, আজকের টাকার বাহারী নাম সম্পর্কে লেখাটি পড়ে মজা পেয়েছেন। টাকা তোর কত বাহারী নাম লেখাটি শুধুমাত্র মজা দেওয়ার জন্য, ধন্যবাদ।