কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় ২০২৪ | অনলাইনে টাকা ইনকাম করার নিয়ম: ‘কিভাবে টাকা ইনকাম করা যায় ২০২৪’ আর্টিকেলে আপনাকে স্বাগত। ‘কিভাবে টাকা ইনকাম করা যায়’ তা নিয়ে আপনি ভাবছেন। ‘কিভাবে টাকা ইনকাম করা যায়’ এই চিন্তার সমাধান দিতে এই আর্টিকেল পুরোটা পড়ুন।
অনেকভাবেই টাকা ইনকাম করা যায়। তবে বর্তমানে সবচেয়ে সহজ ভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়। আপনারা যারা অনলাইনে টাকা ইনকাম করতে চাচ্ছেন। তারা ড্রপশিপিং ব্যবসায় চেষ্টা চালিয়ে দেখতে পারেন। এই ব্যবসায় পুঁজি লাগে না। পুঁজি ছাড়া ব্যবসা অর্থাৎ লোকসানের ঝামেলা পোহাতে হবে না। এটাতে দরকার আপনার ধৈর্য ও সময়। এই ড্রপশিপিং ব্যবসায় শপিফাই shopify খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে। shopify এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তার জীবিকার ব্যবস্থা করেছে।
এই ব্যবসা এত জনপ্রিয়তা লাভ করার কারণ হচ্ছে এটা করতে তেমন কোন পুঁজি লাগে না। এখানে লোকসানের সম্ভাবনাও খুব কম। ঘরে বসে কাজ করা যায়। প্রাথমিকভাবে কোন কাজের লোকের প্রয়োজন পড়ে না। আপনি চাইলে একাই একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন।
কিভাবে টাকা ইনকাম করা যায় ২০২৪
আর্টিকেলে আপনাদের জানাবো ‘কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়’। অনলাইনে ড্রপ শিপিং ব্যবসা যদি করতে টাকা ইনকাম করতে হলে আপনাকে আগে বুঝতে হবে ড্রপশিপিং ব্যবসা কী?
ড্রপ শিপিং ব্যবসা হচ্ছে একটি বিনা পুঁজির ব্যবসা। অন্যের দোকানের পণ্যের বিজ্ঞাপন আপনি আপনার দোকানে কিছু মূল্যবৃদ্ধি করে সাজিয়ে রাখবেন। কাস্টমার আপনার দোকানে এসে সেই পণ্য দেখে অর্ডার দেবে। আপনি সে পণ্যটি অর্ডার দেবেন মূল দোকানদারকে এবং ডেলিভারির ঠিকানা দিয়ে দিবেন কাস্টমারের। অতঃপর কাস্টমার প্রেমেন্ট করলে অন্যের মূল দাম দোকানদারকে চুকিয়ে বাকি যে টাকা থাকে সেটাই আপনার লাভ।
সংক্ষেপে বললে ড্রপ শিপিং ব্যবসা হচ্ছে এক প্রকার ব্রোকার ব্যবসা। এর মাধ্যমে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন।
এটা মূল সুবিধা হচ্ছে, এই ব্যবসা করতে হলে আপনার কোন বাস্তবিক দোকানের প্রয়োজন হবে না। ইন্টারনেটের কল্যাণে আপনি ভার্চুয়াল দোকান তৈরি করবেন। যার ফলে আপনার দোকান ভাড়া এবং স্টাফের বেতন দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি আপনার ঘরে বসেই এই ব্যবসা করতে পারবেন। তবে এটার জন্য প্রয়োজন সময় ও ধৈর্য।
আপনাকে ইন্টারনেট ও কম্পিউটারের ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। নচেৎ অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন না।
শপিফাই এর মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করার জন্য–
- প্রথমেই আপনাকে Shopify ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে আপনি আপনার ইমেইল ও পাসওয়ার্ড এর মাধ্যমে একটি একাউন্ট ও স্টোরের নাম ক্রিয়েট করে নেবেন।
- এরপর Shopify এর ফরমগুলো পূরণ করবেন।
- Shopify অ্যাপ স্টোর থেকে Oberlo অ্যাপটি ডাউনলোড করুন।
- এরপর loox- photo review অ্যাপটি ডাউনলোড করুন।
- এবার আপনি কাস্টমাইজ থিম অপশনে চলে যান। সেখানে অনেক ফ্রি থিম পেয়ে যাবেন। সেখান থেকে আপনি যেকোনো একটি থিম নির্বাচন করুন।
- আলি এক্সপ্রেসে আপনার একটি একাউন্ট করতে হবে। যদি আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সেখানে গিয়ে পণ্য নির্বাচন করুন। পণ্যটি ক্রয়ের তালিকা সংযোজন করলে সেটা Oberlo -তে চলে আসবে।
- এবং Oberlo থেকে আপনার Shopify স্টোরে নিয়ে যান
- সেখানে আপনি আপনার লাভ লস হিসাব করে পণ্যের মূল্য নির্ধারণ করুন।
- অতঃপর কাস্টমারের অর্ডারের অপেক্ষা করুন এবং টাকা ইনকাম করুন।
কম সময়ে টাকা ইনকাম করার উপায়
টাকা ইনকাম করার অসংখ্য মাধ্যম রয়েছে। তবে প্রতিটি মাধ্যম একেক জন মানুষের জন্য একেক রকম হয়। প্রত্যেকে একই ধরনের আর্থিক অবস্থা, মেধা, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম দক্ষতার অধিকারী হয় না। বাস্তবিকভাবে বিভিন্ন বৈধ ব্যবসা করে টাকা উপার্জন করা যায়। অর্থ উপার্জনের জন্য হাঁস-মুরগির খামার, কবুতর পালন, খাবারের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান, কোম্পানি স্টক লট পণ্যের ব্যবসা, শিক্ষকতা ইত্যাদি যেকোনো কিছুই করা যেতে পারে। পাশাপাশি অনলাইন থেকেও বেশ কিছু মাধ্যমে ভালো অর্থ উপার্জন করা যায়। কিভাবে টাকা ইনকাম করা যায়, তার কিছু অনলাইনভিত্তিক মাধ্যম হলো:
- বিভিন্ন মার্কেটপ্লেস, যেমন- Fiverr, Upwork, design99 ইত্যাদি সাইটে সেলার হিসেবে কাজ করে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম।
- Microwork সাইট থেকে, Online Survey করে, অনলাইনে টিউটর হয়ে, রিসেলিং ব্যবসা করে কিংবা কন্টেন্ট রাইটিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম।
- ফেসবুক মনিটাইজেশন নিয়ে ইন-স্ট্রিম এড, ব্র্যান্ডেড কনটেন্ট ও সাবস্ক্রিপশন গ্রুপ/ ফ্যান সাবস্ক্রিপশন থেকে অনলাইনে টাকা ইনকাম করা যায়।
- ইনস্টাগ্রাম থেকে কোন প্রোডাক্ট বা সার্ভিসের স্পন্সারশিপ করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম।
- মাইক্রোওয়ার্ক সাইট থেকে অনলাইনে টাকা ইনকাম।
- ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম।
- রিসেলিং করে টাকা ইনকাম।
- অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম।
- ডাটা এন্ট্রি করে অনলাইনে টাকা ইনকাম।
- ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, Search Engine Optimization করে টাকা ইনকাম করা যায়।
- ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে ইনকাম।
এছাড়াও আরও বহু উপায়ে দ্রুত টাকা ইনকাম করা সম্ভব।
আরো পড়ুন: অনলাইনে ইনকাম করার পদ্ধতি
আপনারা এখন জানলেন ‘কিভাবে টাকা ইনকাম করা যায় ২০২৪। এরপরও হয়তো আপনাদের মনের মাঝে আমি কিছু প্রশ্ন থেকে যায়। সে সকল প্রশ্নের উত্তর জন্য আমরা আছি আপনাদের পাশে।
Probangla -তে শপিফাই এর মাধ্যমে ‘কিভাবে টাকা ইনকাম করা যায়’ সে সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আপনি সেখানে গিয়ে শপিফাই এর মাধ্যমিক ‘কিভাবে টাকা ইনকাম করা যায়’ তা শিখতে পারবেন।
‘কিভাবে টাকা ইনকাম করা যায় ২০২৪’ আর্টিকেল ধৈর্য ধরে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমি কাজ করব
নাইম সিকদার আমি