Tag Archives: সরকারি চাকরি

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছে ৩০৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর। (Somajseba Odhidoptor Job Circular 2022 অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ১৮ জুলাই ২০২৪ পর্যন্ত । সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ সরকারের সকল অধিদপ্তরের ন্যায় এটি একটি অধিদপ্তর যার নাম সমাজসেবা অধিদপ্তর। যা দেশে কল্যাণমূলক ও সচেতনতামূলক সকল কর্মসূচি সম্পাদন করে থাকে। এই অধিদপ্তর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এবং এর সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।

১৯৬১ সালের ২রা জানুয়ারি সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সমাজসেবা ভবন ১৯৯৯ এ প্রতিষ্ঠিত। ২০১২ সালের ৪ জুন হতে ২রা জানুয়ারিকে সমাজসেবা দিবস হিসাবে ঘোষণা দিল বাংলাদেশ সরকার।

প্রতিষ্ঠানের নামসমাজসেবা অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশ০৯ জুন ২০২৪
চাকরির ধরনসরকারি চাকরি / ফুলটাইম
মোট ক্যাটাগরি০১টি
মোট পদের সংখ্যা২০৯টি
কর্মস্থলসকল জেলা 
শিক্ষাগত যোগ্যতাবিজ্ঞপ্তিতে দেখুন
বয়স সীমাকমপক্ষে ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর
অফিসিয়াল ওয়েবসাইটwww.dss.gov.bd
আবেদন ফিনির্ধারিত ফি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শুরুচলমান
অনলাইন আবেদনের শেষ তারিখ১৮ জুলাই ২০২৪

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পূনঃনির্মাণ এর সহকারী প্রকল্প পরিচালক মোঃ এমরান খান স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর। যার শূন্যপদ সহ সকল তথ্যাদি নিম্নে আলোচনা করা হলো-

আবেদনপত্রে যা উল্লেখ করতে হবে

সাদা কাগজে লিখিত আবেদনপত্র নিম্নলিখিত বিবরণ ও কাগজপত্রাদিসহ উল্লিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে-
নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, জন্ম তারিখ, ২৮/০২/২০২২ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র,অভিজ্ঞতা সনদপত্র, কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

ছবি ও সকল সনদপত্রের অনুলিপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। তাছাড়া খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করে প্রেরণ করতে হবে।

আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক ০৬ (ছয়) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেটযুক্ত একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে দিতে হবে।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর যাবতীয় আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন, ধন্যবাদ।

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট “সহকারী শিক্ষক” পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ১৩ তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনিসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে (dpe.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। English Versiton

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ১৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও (প্রাথমিক শিক্ষক  নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৩-Primary Job circular-2023) বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

নিয়োগ দাতা প্রতিষ্ঠানপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর
চাকরির ধরনসরকারি চাকরি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ
পদ সংখ্যাঅনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যতাস্নাতক / সমমান
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইন
আবেদনের শেষ তারিখ১৪ এপ্রিল ২০২৩ রাত ১১:৫৯ মিনিট
আবেদনের লিংকhttp://dpe.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসােইটdpe.gov.bd
আবেদন ফি২২০ টাকা

পদের নাম : সহকারী শিক্ষক
বেতন স্কেল: টাকা ১১০০০-২৬৫৯০/- (জাতীয় বেতনস্কের, ২০১৫ অনুযায়ী)
গ্রেড: ১৩
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪ স্কেলে কমপক্ষে ২.২৫ এবং ৫ স্কেলে কমপক্ষে ২.৮০) সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
বয়সসীমা: ২৪/০৩/২০২3 তারিখে বয়স সর্বনিম্ন ২১ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর।

প্রাইমারি শিক্ষক  নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৩

প্রাইমারি নিয়াগ প্রাইমারি নিয়াগ 2023 প্রাথমিক নিয়াগ 2023

Primary job circular

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শর্তাবলী:

(২) আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৩০ মার্চ ২০২৩ (সকাল ১০:৩০ হতে) এবং শেষ হবে ১৪ এপ্রিল ২০২৩ (রাত ১১:৫৯-এ)।

(৩) http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে Application Form পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে Application Form পূরণ করে Submit করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর User ID সহ Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।

(৪) আবেদন ফি জমা দানের পূর্বে Draft Applicant’s Copy একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোন ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির ৩নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন করে Application Form সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন User ID সংবলিত Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।

(৫) নির্ভুলভাবে পূরণকৃত Application Form-এর বিপরীতে প্রদত্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে Draft Applicant’s Copy-তে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যেকোন টেলিটক প্রি-প্রেইড মোবাইল নম্বর হতে SMS-এর মাধ্যমে অফেরতযোগ্য ২০০.০০ (দুইশত) টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ২০.০০ (বিশ) টাকাসহ একত্রে মোট ২২০.০০ (দুইশত বিশ) টাকা পরিশোধ করতে হবে।

এসএমএস এর মাধ্যমে যেভাবে ফি প্রদান করবেন

(৬) আবেদন ফি পরিশোধের পরে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে আবেদনকারীকে User ID-সহ একটি Password দেয়া হবে। এরপরে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের Download Applicant’s Copy” ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত User ID ও Password Submit করে Paid স্ট্যাটাস সম্পন্ন Fina Applicant’s Copy পাওয়া যাবে যা প্রিন্ট করে নিয়োগ প্রক্রিয়ার শেষাবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোন তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে Application Form পূরণের সুযোগ থাকবে না।

(৭) পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। User ID এবং Password পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিংকে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে।

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আবেদনের নিয়ম

(৮) আবেদনকারী যে উপজেলা/থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা/থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা/থানায় নিয়োগ দেয়া হবে।

(৯) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী মেধাক্রমানুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে (উপজেলা/থানাভিত্তিক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্য পদসমূহ পূরণ করা হবে। মেধা তালিকার অবশিষ্ট প্রার্থী দ্বারা জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ এর পদসমূহ পূরণ করা হবে।

(১০) বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। তবে এ দু’টি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা/থানার কোটায় বিবেচিত হবে।

(১১) ২৪ মার্চ ২০২৩ তারিখে বয়স সর্বনিম্ন ২১ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে।

(১২) অসত্য/ভুয়া তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগপ্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আবেদনে নিজ জেলা, থানা/উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

(১৩) আবেদনপত্রে পোষ্য কোটা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় পোষ্য কোটার স্বপক্ষে সনদ দাখিল করলেও তাকে পোষ্য কোটায় অন্তর্ভুক্ত করা হবে না!

(১৪)। আবেদনপত্রে পোষ্য কোটা দাবী করা সত্বেও পোষ্য কোটার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

(১৫) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯-এর ব্যাখ্যা অনুযায়ী “পোষ্য” অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান, যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা, ক্ষেত্রমত, তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন। মৌখিক পরীক্ষার সময় পোষ্য প্রার্থীদেরকে ২৫ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত তিনি পোষ্য ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। কোন প্রাথী উল্লিখিত সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

(১৬) আবেদনপত্রে পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

(১৭) লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (অথবা এসএমএস-এর মাধ্যমে নির্দেশিত হলে অনলাইনে) দাখিল করতে হবে:

(ক) অনলাইন-এ দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২(দুই) কপি ছবি:
(খ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র;
(গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি;
(ঙ) পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক (২৫ অক্টোবর ২০২০ তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়) প্রদত্ত পোষ্য সনদপত্র;
(চ) সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর প্রমাণের ক্ষেত্রে: (1) মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র, এবং (II) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ছ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;

(১৮) প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদুর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের নীচে নামসহ সীল থাকতে হবে।

(১৯) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩

(২০)। Online-এ আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে vas.quervf@teletalk.com.bd ই-মেইল ঠিকানায় অথবা যেকোন টেলিটক নম্বর হতে টেলিটকের কাস্টমার কেয়ার 121 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের Help ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের ঠিকানা পাওয়া যাবে।

Primary Job Circular 2023 – dpe.teletalk.com.bd

Govt. Primary job circular 2023 published on Primary Education Ministry official website www.dpe.gov.bd / dpe.teletalk.com.bd vacant post of “Primary Assistant Teacher”. বিজ্ঞপ্তিটি বাংলায় দেখুন

Primary Job Circular 2023

Primary New Job Timeline
Application Start : 10 March 2023
Application last Date: 24 March 2023
Application Link : dpe.teletalk.com.bd

Primary Job Update News

Recently DPE authority declared a notice about 32 thousand primary teacher recruitment. To fillup the vacant post  of “Assistant Teacher” of Primary School in the Primary Education Department.

Primary job circular

Primary Job Application 2023- dpe.teletalk.com.bd

How to apply for primary assistant teacher and online application instructions. So today we will give you the proper instruction.

Online Application Submission System:

  • At first go to DPE job application official website dpe.teletalk.com.bd
  • After enter this website you will see a “Apply Now” button and click on this.
  • Now fill up your correct information what they want.
  • After form fill up Preview your all application information.
  • Now upload colour photograph(300×300 pixel) and Signature (300×80 pixel)
  • Now click on ” Submit’ Button .
  • After successfully application submission you will get User ID and Password.
  • Keep your User ID and Password safely for further use.

How to Pay For Primary Job By SMS?

(i) SMS method:
DPE< Space>User ID send it to 16222
Reply Applicant’s Name, Tk. 166.50- will be charged as application fee. Your PIN is (12345678). To Pay Fee: Type DPE< Space>Yes< Space>PIN and send it to 16222.

(ii) SMS method:
DPE< Space> Yes < Space>PIN – send it to 16222 Number
An Example Here: DPE YES 12345678
Reply Example Here: Congratulations Applicant Name, payment completed successfully for DPE Application for XXXX User ID is (ABCDEF) an,d Password XXXX

Post Related Things: Primary Job Circular 2020 has been published, Primary School Teacher Job Circular 2020, primary job circular 2020, Primary School Job Circular 2020, http://dpe.teletalk.com.bd, dpe.teletalk.com.bd, dpe teletalk apply, DPE Job Circular 2020, Primary School Assistant Teacher Job Circular 2020, primary teacher circular 2020, DPE New Job Circular 2020, primary school teacher job circular 2020, DPE School Teacher Job Circular 2020, Govt. Primary School Teacher Job Circular 2020, Primary School New Job Circular 2020, Primary School Job Circular has published

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: গণপূর্ত অধিদপ্তরের শূন্য পদসমূহে ০৭ টি ক্যাটাগরিতে মোট ৪৪৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবেন আগামী ৩১ মে ২০২২ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ ২০২২

প্রতিষ্ঠানের নামগণপূর্ত অধিদপ্তর
চাকরির ধরনসরকারি চাকরি 
জেলাসকল জেলা 
মোট ক্যাটাগরি০৭টি
মোট পদের সংখ্যা৪৪৯ টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক
বয়স সীমাকমপক্ষে ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর
অফিসিয়াল ওয়েবসাইটwww.pwd.gov.bd
আবেদন ফি১০৪ টাকা
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শুরু১৭ এপ্রিল, ২০২২ 
অনলাইন আবেদনের শেষ তারিখ৩১ মে, ২০২২

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালযেল স্মারক নং ২৫.০২.০০০০.০১৪.১১.০১৬.১৫.৩৮৩ তারিখ ০৪/১০/২০২০খ্রিঃ এর পরিপ্রক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের ০৬/০৪/২০২২ তারিখের ২৫.৩৬.০০০০.২১১.১১.৪০২.২২-৩৫ নং স্মারকের আলোকে নিম্নবর্ণিত (৩য় শ্রেণির) শূণ্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ/মহিলা উভয় প্রার্থীদের নিকট হতে শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন আহবান করা যাচ্ছে।

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

ষ্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ২৪টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে।
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪

জরিপকারী
পদের সংখ্যাঃ ১৪টি
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমা ধারী।
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪

নকশাকার
পদের সংখ্যাঃ ১০৬টি
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতনঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫

কার্য সহকারী
পদের সংখ্যাঃ ২৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ১৮০টি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

হিসাব সহকারী
পদের সংখ্যাঃ ১০১টি
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

ট্রেসার
পদের সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যতাঃ ড্রয়িং বিষয়সহ এস.এসি.সি পরীক্ষায় উত্তীর্ণ
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

আবেদন সংক্রান্ত সকল তথ্য

গণপূর্ত অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী আবেদন সংক্রান্ত সকল বিষয়ে এই সেকশনের নিম্নে আলোচনা করা হয়েছে।

বয়স সীমা

১৭ এপ্রিল ২০২২ খ্রি: তারিখে প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর এবং ক্রমিক ১ ও ৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের সময়সীমা

Online-এ আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু১৭ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০.০০ টা
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ সময়৩১ মে ২০২২ তারিখ বিকাল ০৫.০০ টা।

অনলাইনে আবেদন করার নিয়ম

গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনে ইছুক প্রার্থীগণ http://rectruitment.pwd.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে Online এ Apply করতে হবে।

বর্তমানে উক্ত ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না তাই কিভাবে আবেদন করবেন সেটি ধাপে ধাপে দেখানো সম্ভব হচ্ছে না। তবে আবেদন প্রক্রিয়া আরম্ভ হলে আমরা স্ক্রিনশট সহকারে দেখিয়ে দিবো কিভাবে অনলাইনে আবেদন করবেন।

অনলাইনে আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি

পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং সার্ভিস চার্জ ৪ (চার) মোট ১০৪ (একশত চার) টাকা অনলাইনে জমা দিতে হবে।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত যাবতীয় তথ্য pwd.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত সকল যোগাযোগ সম্পন্ন করা হবে তাই উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

এসএমএস এ প্রেরিত আবেদন কোড ব্যবহার করে পরীবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রাথী ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রবেশপত্রটি MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।

বিঃদ্রঃ আবেদন করার পূর্বে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ভাল করে এবং যত্ন সহকারে পড়ে নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-BRTA Job Circular : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ ৭ ক্যাটাগরিতে মোট ২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও।

আবেদন করা যাবে ২০ মার্চ ২০২২ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও (BRTA Job Circular) বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)
চাকরির ধরনসরকারি চাকরি
ওয়েবসাইটhttp://brta.gov.bd
ক্যাটাগরি০৭টি
পদের সংখ্যা২২ জন
বসয়সীমা১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণি হতে স্নাতক
আবেদন শুরুর তারিখ২০ মার্চ, ২০২২ 
আবেদনের শেষ তারিখ২৬ এপ্রিল, ২০২২
আবেদনের মাধ্যমঅনলাইন 
আবেদন লিংকbrta.teletalk.com.bd

বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ ২০২২

বিআরটিএ নিয়োগ ২০২২

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ ২০২২

পদের নামঃ উচ্চমান সহকারি / কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০২ জন
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী

পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৩ জন
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক/সমমানের ডিগ্রী

পদের নামঃ অডিটর
পদ সংখ্যাঃ ০১ জন
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রী

পদের নামঃ মেকানিক্যাল এসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ০৭ জন
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি (SSC) পাস
অন্যান্য যোগ্যতাঃ অটোমোবাইল/অটোমোটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ

পদের নামঃ অফিস সহকারি ( কম্পিউটার অপারেটর )
পদ সংখ্যাঃ ০৩ জন
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (HSC) পাস

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৫ জন
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস

পদের নামঃ নিরাপত্তা প্রহরি
পদ সংখ্যাঃ ০১ জন
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/অষ্টম শ্রেণী পাস

বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি এর গুরুত্বপূর্ণ শর্তাবলী

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://brta.teletalk.com.bd অথবা www.brta.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০ মার্চ, ২০২২ সকাল ১০:০০ঘটিকা।

Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮ এপ্রিল, ২০২২ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার জমা দিতে পারবেন।

Online আবেদনপত্র প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB।

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি (Picture) এবং স্বাক্ষর (Signature) upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন, পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তােলা রঙিনছবি, নির্ভুলতথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

ক্রমিক ১-৫নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ১২/-(বার টাকা মাত্র) সর্বমোট ১১২/- (একশত বার টাকা মাত্র) এবং ক্রমিক ৬-৭নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয় টাকা মাত্র) সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন টাকা মাত্র) অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

whyorwhen

বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সকল আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিন।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি- Police Job

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এ বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে আগামী ০৮ মে ২০২১ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
চাকরির ধরন: সরকারি চাকরি
আবেদন নিয়ম:নিচে দেখুন
মোট পদ সংখ্যা: ০৭ টি।
অফিসিয়াল ওয়েব সাইটে:www.police.gov.bd
প্রকাশের তারিখ:
আবেদন শেষ তারিখ:৩১ মে ২০২১

পুলিশ কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট অধীনে– পিকেট সিকিউরিটি এন্ড লজিস্টিক লিমিটেড এ নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগ করা হবে।

  • ম্যানেজার (অপারেশনস)
  • এসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশনস)
  • এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন এন্ড ফিন্যান্স)
  • রিক্রটিং অফিসার
  • ডিউটি অফিসার
  • সিকিউরিটি প্রশিক্ষক
  • ড্রাইভার

আবেদনের প্রক্রিয়া: আগামী ৩১ মে ২০২১ খ্রি. তারিখের মধ্যে বিডি জবস (www.bdjobs.com) এর মাধ্যমে আবেদন করতে হবে।

পুলিশ কল্যাণ ট্রাস্ট নিয়োগ

পুলিশ কল্যাণ ট্রাস্ট চাকরি

আরো পড়ুন: 

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১পুলিশ কল্যাণ ট্রাস্ট চাকরির বিজ্ঞপ্তি

চাকুরী সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিডি জবস www.bdjobs.com) এ পাওয়া যাবে।

কর্তৃপক্ষকোন কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা মৌখিক পরীক্ষায় আমন্ত্রণ জানাতে বাধ্য নয়। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীগণকে মোবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

probangla-Facebook-page

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি | BKKB Job Circular 2020

BKKB Job Circular: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি ০৭ ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ৩৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

Bangladesh Karmachari Kallyan Board BKKB Job Circular 2020

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান। বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় | ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ভান্ডাররক্ষক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) | সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; | (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও | টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) ৮ম শ্রেণি পাশসহ হালকা গাড়ি চালনার লাইসেন্স থাকা সাপেক্ষে ১৬তম গ্রেড; এবং (খ) ৮ম শ্রেণি পাশসহ ভারী গাড়ি চালনার লাইসেন্স থাকা সাপেক্ষে ১৫তম গ্রেড।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ডেসপাস রাইডার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বাের্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক | স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী; | (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: ক্যাশ সরকার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

আবেদন নিয়ম: http://bkkb.teletalk.com.bd এ-র মধ্যেমে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

অনলাইন আবেদন শুরু তারিখ: ০১ ডিসেম্বর ২০২০ সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২০ বিকাল ০৫:০০ টা সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

Online Apply

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

bkkb job circular

Bangladesh Karmachari Kallyan Board BKKB Job Circular

probangla-Facebook-page

শিশু কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি – Shishu Kallyan Trust Job circular-2020

Shishu Kallyan Trust Job circular 2020

শিশু কল্যাণ ট্রাস্ট এ ০৩টি ক্যাটাগরিতে মোট ৪৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ১৬ অক্টোবর ২০২০ হতে ১২ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

Shishu Kallyan Trust SKT Job circular-2020

পদের নাম পদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন ও গ্রেড
হিসাবরক্ষক০১ টি(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং (খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান। হতে বেসিক কম্পিউটার। কোর্সে উত্তীর্ণ।১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)
সহকারী শিক্ষক৪৪ টি(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের। সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)
অফিস সহায়ক০১ টি(ক) কোন স্বীকৃত বোর্ড বা । প্রতিষ্ঠান হইতে অন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।৮২৫০-২০১০০/- (গ্রেড-২০)

আবেদনের শর্তাবলীঃ

(২) এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইন-এ দরখাস্ত করতে হবে। সে লক্ষ্যে http://skt.teletalk.com.bd এবং WWW.skt.gov.bd ওয়েবসাইটে লগ-ইন করলে বিস্তারিত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
(৩) অনলাইন-এ আবেদন শুরুর তারিখ ১৬-১০-২০২০ (সকাল-১০:৩০ মিনিট হতে), শেষ তারিখ ১২-১১-২০২০ (বিকাল ৫.০০ টা পর্যন্ত)।
(৪) প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য অফেরতযোগ্য সার্ভিস চার্জসহ ১১২.০০ (একশত বার) টাকা এবং ৩ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ (ছাপ্পান্ন) টাকা যেকোন টেলিটক মোবাইল নম্বর হতে SMS-এর মাধ্যমে যথাসময়ে প্রেরণ করতে হবে।
(৫) ২৫/০৩/২০২০ তারিখে প্রার্থীর বয়স হিসাব রক্ষক ও অফিস সহায়ক পদের জন্য ১৮ থেকে ৩০ বছর এবং সহকারী শিক্ষক পদের জন্য ২১ থেকে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(৬) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
(৭) কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করতে পারবে।
(৮) চূড়ান্ত নিয়োগের সময় পদসংখ্যা হ্রাসবৃদ্ধি পেতে পারে।

Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

facebook page