সিলেটি মাত/সিলেটী ভাষা/সিলেটি কথা

সিলেটি মাত (সিলেটি কথা) / সিলেটি ভাষা

আপনি যদি সিলেট ঘুরতে আসেন, তাহলে অবশ্যই সিলেটি মাত/সিলেটি ভাষা/সিলেটি কথা জানা থাকা প্রয়োজন। সিলেটের ভাষায় কথা বলা বা বুঝা অন্যান্যা জেলার মানুষের জন্য কঠিন একটি বিষয়। তাই সিলেট আসার আগে কমন কিছু সিলেটি মাত (কথা) শিখে নিন। অবশ্যই কাজে লাগবে।

সিলেটি মাত (সিলেটি কথা)

  • আপনে কই যাইতা? ( আপনি কোথায় যাবেন)
  • আমি মাধবকুন্ড যাইতাম ( আমি মাধবকুন্ড যাবো)
  • কই তাকি আইছইন? (কোথা থেকে আসছেন)
  • আমি ঢাকা থাকি আইছি (আমি ঢাকা থেকে আসছি)
  • এই যাইবায় নি বা মাধবকুন্ডত? (এই যাবেন নাকি মাধবকুন্ডে)
  • জিওয় যাইমু (হ্যাঁ যাবো) ভাড়া খত বা? ( ভাড়া কত টাকা)
  • খালি যাওয়া না যাওয়া-আওয়া? ( শুধু যাবেন নাকি গিয়ে আবার আসবেন)
  • ভাড়া ১০০ ওইবো ( ভাড়া ১০০ টাকা দিবেন)
  • অত বেশি খেনে? (এত বেশি কেন)
  • ইগুতো নরমাল রেট (এটা নরমাল ভাড়া)
  • একটু খমানি যায় নানি? (একটু কমানো যায়না)
  • না ভাই কম ওইতো নায় (না ভাই কম হবেনা)
  • না রেবা ইলা ওইতো নায় (না এটা হবেনা)
  • আচ্ছা তুড়া কম দিলাইবা (আচ্ছা একটু কম দিয়ে দিবেন)
  • কাঠালতলীর রাস্তা কোনবায় দি ভাই? ( কাঠালতলীর রাস্তা কোনটা ভাই)
  • ওবায়দি সুজা যাক্বা (এদিক দিয়ে সোজা যাবেন)
  • ইতার দাম কিলা? (এটার দাম কত)
  • অত দাম কেনে বা? (এত দাম কেন)
  • কিছু কমানি যায় নানি (কিছু কমানো যায় না)
  • না ভাই পারতাম নায় (না ভাই পারবোনা)
  • আচ্ছা তে আর নিমু কিলা রেবা (তাহলে আর নেই কি করে)

খাবার সংক্রান্ত সিলেটি কিছু কথা

  • বক্কা খাইয়া যাইবা (বসেন খেয়ে যাবেন)
  • কিতা আছে তরকারী? (কি আছে তরকারী)
  • আপনি কিতা দিয়া খাইবা? (আপনি কি দিয়ে খাবেন)
  • ঝাল ফ্রাই আছে… আছে আপনে কিতা খাইবা? (ঝাল ফ্রাই… আছে আপনি কি খাবেন)
  • আমারে ঝাল ফ্রাই দিলাইয়ো (আমাকে ঝাল ফ্রাই দিবেন)
  • লগে আর কিচ্ছু খাইবা নি? (সাথে আর কিছু খাবেন)
  • না আর কিচ্ছু খাইতাম নায় (না আর কিছু খাবোনা)
  • বিল কত টাকা ওইছে বা? (বিল কত টাকা হয়েছে)
  • ভাই হোটেলোর ভাড়া কত? (ভাই হোটেলের ভাড়া কত)
  • আইজ আমরা হোটেল ছাড়ি দিমু (আজ আমরা হোটেল ছেড়ে দিবো)
  • ইকান থাকি সিলেট যাইতাম কিলা? (এখান থেকে সিলেট যাবো কিভাবে)
  • সিএনজিয়ে গেলে কত টাকা ভাড়া ওইবো (সিএনজিতে গেলে কত টাকা ভাড়া লাগবে)
  • আপনে কিতা কইন আমি বুজিয়ার না (আপনি কি বলেন আমি বুঝি না)
  • আচ্ছা ভাই তে যাই এখন (ওকে ভাই তাহলে এখন আসি)

সিলেটি আরো কিছু মজার শব্দ

সিলেটি ভাষা শুদ্ধ ভাষা
হুরু হুরুতা / গেদা ছাবালছোট বাচ্চা
ছিপচামচ
আখলবুদ্ধি
বারিকছোট
ছালমতরকারী
হেরানক্লান্ত
বেঙ্গাসমস্যা
টেঙ্গাটক
হেঙ্গাবিয়া
বেসেবাসাহসী
ডাটটাসোজা
খচুয়াসবুজ
বিয়ানসকাল
হাইঞ্জাসন্ধা
মেকুরবিড়াল
উন্দালরান্নাঘর
কুটারুম/বাশের লাটি
পুয়াছেলে
বেটিমহিলা
পুুড়িমেয়ে
জোয়ানযুবক
মুতপ্রশ্রাব
আঘাটয়লেট
কই/খানোকোথায়
দামান্দবর
লততার/লতা
ইলাএ রকম

শুধু সিলেটি ভাষায় কিছু কথা

  • আইচ্চা হুনো তে
  • কিতা খও তে
  • তুমার ফাও ইকান কিতা? বিষ-বেদনা করে নানি ইকানো?
  • আন্দু, বিষ করতো কেনে আমার ফাও ও?
  • না, তুমিনু আমার মনর মাঝে আটা-আটি খররায় বাক্কাদিন থাকি, অউ জিকাইয়ার।
  • দুরো, নবডং কুনানর!

সিলেটি মাত কথা ভিডিওতে দেখুন

সিলেটি কথা বার্তা

আশা করছি আমাদের সিলোটি মাত (সিলেটি কথা) / সিলেটি ভাষা লেখাটি পড়ে আপনি উপকৃত হবে। এবার সিলেট ভ্রমণ করতে আসলে এই কথাগুলো অনেক কাজে লাগবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top