Sylhet Board HSC Result 2021
আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা কোথায় কিভাবে সিলেট বোর্ডের এইচএসসি ফলাফল ২০২০ দেখতে হয় তা সম্পর্কে জানেন না । আবার অনেকেই রয়েছেন যারা কিনা গুগলের সাহায্যে সার্চ দিয়ে সিলেট বোর্ডের এইচএসসি ফলাফল বের করে থাকেন । ফলাফলের দিন আপনি গুগলে Sylhet Board HSC Result 2021 লিখে সার্চ দিলেন। তখন গুগল আপনাকে এমন একটা সাইটকে সামনে নিয়ে আসবে যেটাতে আপনি খুঁজলেও রেজাল্ট বা ফলাফল পাবেন না।
তাই এই www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এইচ এস সি ফলাফল দেখতে পারবেন। সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২০ কবে দিবে, এইচএসসি পরীক্ষা ২০২০ রেজাল্ট, নাম্বার সহ সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২০, সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম, sms এর মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়ম, রেজাল্ট দেখার উপায়, সিলেট বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট। তাহলে আপনি ঠিক ওয়েবসাইটে এসেছেন। probangla.com ওয়েবসাইট থেকে আপনি ফলাফল সম্পর্কিত সকল আপডেট জানতে পারবেন।
অধ্যাদেশ জারি হওয়ার পরপরই সারা বাংলাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০ প্রকাশিত হবে। আশা করা যায় আগামী ৩০/৩১ জানুয়ারি এইচএসসি ফলাফল প্রকাশ হতে পারে। একই দিনে অন্যান্য সকল শিক্ষা বোর্ডের সাথে একযোগে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০ প্রকাশিত হবে। তাই সিলেট বোর্ডের সকল এইচএসসি পরীক্ষার্থীদের অন্যান্য বোর্ডের সাথে একসাথে এইচএসসি ফলাফল দেখুন। সবাই জানে যে এ বছর করোনা মহামারীর জন্য সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এইচএসসি ফল প্রকাশে বিলম্ব হয়েছে। সিলেট বোর্ডের ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান দেখে নিতে পারবেন এই পোস্ট থেকে।
শিক্ষা বোর্ডের ফলাফল সাইট থেকে সিলেট বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২১ পেতে নিচের প্রক্রিয়াগুলো অনুসরণ করুন
- প্রথমে শিক্ষা বোর্ডের রেজাল্ট সাইটে যান www.educationboardresults.gov.bd
- সিলেট বোর্ডের এইচএসসি ফলাফল ২০২০ দেখতে নিম্নলিখিত ধাপগুলো আপনি পূরণ করতে হবে:
- পরীক্ষা (Examination): ড্রপ ডাউন মেনু থেকে আপনার পছন্দসই পরীক্ষার ধরন নির্বাচন করুন -এইচএসসি / দাখিল (HSC / Dakhil )
- Year: বছর নির্বাচন করুন- ২০২০
- Board: এই অপমন হতে আপনি আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করুন – যেমন Sylhet Board
- Roll: এই অপশনে আপনি রোল নম্বর টাইপ করুন।
- Reg: No: এই ঘরে আপনার সিলেট বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
- যোগফল: এই অপশনে ২ টি সংখ্যা দেখাবে এই দুটি সংখ্যার যোগফল পাশে থাকা ঘরে লিখুন।
- তারপর Submit বাটনে ক্লিক করুন
শিক্ষা বোর্ডের বিকল্প ফলাফল দেখার সাইট থেকে সিলেট বোর্ডের এইচএসসি ফলাফল ২০২০ পেতে নিচের পদ্ধতি অনুযায়ী আপনি কাজটি সম্পন্ন করুন:
- প্রথমে শিক্ষা বোর্ডের বিকল্প রেজাল্ট সাইটে যান: https://eboardresults.com/app/
- এইচএসসি / এইচএসসি / জেএসসি / ইকুভালেন্ট রেজাল্ট (HSC / Alim / Equivalent Result) বাটনে ক্লিক করুন
- Examination: এই অপশন থেকে আপনি HSC / Alim / Equivalent
- Year: এই অপশন হতে 2020 নির্বাচন করুন
- বোর্ড (Board): মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন– সিলেট বোর্ড (Comilla Board)
- Result Type : এই অপশনে আপনি Individual Result সিলেক্ট করুন।
- রোল (Roll): এই ঘরে আপনার সিলেট বোর্ডের রোল নম্বর লিখুন
- রেজিঃ (Registration (Optional): এই অপশনে রেজিস্ট্রেশন নম্বর লিখুন তবে এই অপশনে না দিলেও হবে।
- নিরাপত্তা কী (Security Key): বক্সে ক্যাপচা টাইপ করুন।
- সব শেষে Get Result বাটনে ক্লিক করুন
- ব্যস এবার আপনি ফলাফলটি দেখতে পাবেন।
এইচএসসি রেজাল্ট ২০২০ পূর্ণ মার্কশীট সহ ফলাফল দেখতে রেজাল্ট প্রকাশের সময় হতে ২/৩ ঘন্টা পর চেষ্টা করুন।
মোবাইল এসএসএম এর মাধ্যমে আপনার সিলেট বোর্ডের এইচএসসি ফলাফল ২০২০ জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন
- আপনার মোবাইল এর মেসেজ অপশনে যান
- নিউ মেসেজ অপশনে যান
- মেসেজ এ লিখুন HSC
- তারপর স্পেস দিন এবং টাইপ করুন সিলেট বোর্ডের প্রথম ৩ অক্ষর। উদাহারণ: SYL
- এখন স্পেস দিন এবং আপনার রোল নম্বর টাইপ করুন – ইংরেজিতে
- এরপর স্পেস দিন এবং আপনার পরীক্ষার সাল টাইপ করুন যেমন– 2020
- সবশেষে মেসেজ টি পাঠিয়ে দিন ১৬২২২এই নম্বরে
- উদাহরণ: HSC SYL 456789 2020 > এবং সেন্ড করুন 16222 এই নাম্বারে
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে সিলেট বোর্ডের এইচএসসি ফলাফল ২০২০
আরও পড়ুন-