সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর জন্য শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০৯টি ক্যাটাগরিতে মোট ৭৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ-মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
সুপ্রিম কোর্ট নিয়োগ ২০২২
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ নিয়োগে আবেদন করা যাবে ১২ মে ২০২২ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য | |
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সুপ্রিম কোর্ট |
চাকরির ধরন | সরকারী চাকরি |
পদ সংখ্যা | ৭৩টি |
পদের নাম | বিভিন্ন পদ |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১১ এপ্রিল ২০২২ |
আবেদন শুরুর তারিখ | চলমান |
আবেদনের শেষ তারিখ | ১২ মে ২০২২ |
আবেদন ফি | ১০০ ও ৫০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | www.supremecourt.gov.bd |
আরও পড়ুন: চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরেণের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তমতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে-
শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য
১। স্টেনোগ্রাফার
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক / সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি এবং ইংরেজি ও বাংলায় সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দের গতি থাকতে হবে।
২। স্টেনোটাইপিস্ট
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক / সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় টাইপিং এর প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি এবং ইংরেজি ও বাংলায় সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৭০ ও ৪৫ শব্দের গতি থাকতে হবে।
৩। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক / সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় টাইপিং এর প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি এবং ইংরেজি ও বাংলায় সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দের গতি থাকতে হবে।
৪। সাঁট মুদ্রাক্ষরিক/ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক / সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় টাইপিং এর প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি এবং ইংরেজি ও বাংলায় সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দের গতি থাকতে হবে।
৫। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক / সমমানের ডিগ্রী।
সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি এর আরো শূন্যপদ সমূহ
৬। মুদ্রাক্ষর তথা অফিস সহকারি
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক / সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৭। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক / সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৮। ফটোস্ট্যাট মেশিন অপারেটর
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ ফটোস্ট্যাট মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে।
৯। অফিস সহায়ক/ এম এল এস এস
পদ সংখ্যাঃ ৪৮ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস/ সমমানের ডিগ্রী।
আবেদন যোগ্যতা ও পদ্ধতি
বয়সসীমা
১২/০৫/২০২২ তারিখে প্রার্থীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তি্যোদ্ধাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইট (www.supremecourt.gov.bd) হতে ডাউনলোডকৃত আবেদনপত্রের নির্ধারিত ফরম ও প্রবেশপত্র /উক্ত ডাউনলোডকৃত ফরম ও প্রবেশপত্রের ফটোকপি পূরণ করে আবেদন করা যাবে। নির্ধারিত ফরমে আবেদনপত্র ও প্রবেশপত্র স্বহস্তে পূরণ আগামী ১২/০৫/২০২২ খ্রি. তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারী ডেপুটি রেজিষ্ট্রার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগ, ঢাকা-১০০০ বরাবরে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌছাতে হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2022
[button color=”primary” size=”medium” link=”https://drive.google.com/file/d/11CphN78fr91EUR6WCTOfb_bTqKfDqe1g/view?usp=sharing” icon=”” target=”false” nofollow=”false”]আবেদন ফরম ডাউনলোড করুন [/button]
[button color=”primary” size=”medium” link=”https://drive.google.com/file/d/1KQMtt9j4-pol90_GnIfkViJk7F2m_pJL/view?usp=sharing” icon=”” target=”false” nofollow=”false”]প্রবেশ পত্র ডাউনলোড করুন[/button]
আবেদন পত্রে সঙ্গে যে সকল কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:
প্রার্থীর সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও সংশ্লিষ্ট ট্রজারী চালানের কপি সংযুক্ত করতে হবে। ছবি ও ট্রেজারী চালান ব্যতীত অন্য কোন কাগজপত্র আবেদনপত্রের সাথে দাখিলের প্রয়োজন নেই।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি এর আবেদন ফি:
০১ – ০৮ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/- টাকা এবং ০৯ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে ১-৬১২১-০০১০-২০৩১ নং কোডের অনুকূলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে জম করে ট্রেজারী চালানের মূলকপি এবং ১০/- টাকার ডাকটিকেটযুক্ত নিজ বর্তমান ঠিকানা সম্বলিত ৯”৫”-৪” সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে দিতে হবে। উক্ত ফেরত খামের ডানপাশে অবশ্যই পদের নাম, নিজ জেলা ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা উল্লেখ করতে হবে।
সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর আবেদন ফরম এবং যাবতীয় তথ্য প্রস্তুত করার পর ডাকযোগে প্রেরণ করার পূর্বে ভালো ভাবে যাচাই করে নিন।