যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী পদ গুলোতে জনবল নিয়োগ দেয়া হবে। ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে ২ টি পদে মোট ০৪ জনকে নিয়োগে দেয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

প্রতিষ্ঠানের নামযুব ও ক্রীড়া মন্ত্রণালয় 
চাকরির ধরনসরকারি চাকরি 
ক্যাটাগরি০২ টি
মোট পদ সংখ্যা০৪টি
বয়সসীমা১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি এবং স্নাতক
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে
আবেদন শুরুর তারিখ১১ অক্টোবর, ২০২১
আবেদনের শেষ তারিখ৩১ অক্টোবর, ২০২১
আবেদন লিংকhttps://moysports.gov.bd

দেখে নিন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ও সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি।
বেতন স্কেল ১১ হাজার হতে ২৬ হাজার ৫৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৩ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
বেতন স্কেল ৮ হাজার ২০০ হতে ২০ হাজার ১০টাকা।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আরও দেখতে পারেন: 

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

০১ থেকে ০৪ নং পদ পর্যন্ত:

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নােয়াখালী, -রাঙ্গামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নীলফমািরী, পঞ্চগড়, নড়াইল, -সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ভােলা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। (এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন)।

০৫ থেকে ০৯ নং পদ পর্যন্ত:

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নােয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগা, চাপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও| সুনামগঞ্জ। (এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে। বাংলাদেশের সকল জেলা : আবেদন করতে পারবেন)।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ এ আবেদন করার নিয়মাবলি ও শর্তাবলি :

  •  ০১। ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://ds.teletalk.com.bd এই ওয়বসাইট/লিংকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা নিম্নরূপ :

      • (i) Online- এ আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ও সময় : ১৪/০৯/২০২০ খ্রি. সকাল ১০.০০ টা।
      • (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৫/১০/২০২০ খ্রি. বিকাল ০৫.০০ টা।
      • (iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২। (বাহত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
      • (খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০। pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
      • (গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
      • (ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে। সংরক্ষণ করবেন।
      • (ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র নির্ভুলভাবে Submit করা হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ০১-০৪ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২.০০ টাকাসহ মােট ১১২/- (একশত বার টাকা এবং ০৫-০৯নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬ (ছয়) টাকাসহ মােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনুধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online এর আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। মােবাইলে পরীক্ষার ফি প্রেরণের পদ্ধতি নিম্নরূপ :
      • প্রথম SMS:DS<space>User ID লিখে Sendকরতে হবে 16222 নম্বরে। Example : DSABCDEF Reply : Applicant’s Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DS<Space>YesSpace>PIN and send to 16222.
      • দ্বিতীয় SMS: DS<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। WWW.prebd.com Example: DS YES 12345678 Reply: Congratulaions Applicant’s Name, payment completed successfully for DS Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
      • (চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ds.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইর ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। |
      • (ছ) SMS- এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন ।
      • (জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
      • (i) User ID GAT 176 DS<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: DS Help User ABCDEF & send to 16222
      • (ii) PIN Number জানা থাকলে DS<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.
      • Example: DS Help PIN 12345678 & send to 16222.
      • ০২। ১৩তম গ্রেড হতে ২০তম গ্রেডের নিয়োগ সংক্রান্ত সকল সরকারী নিয়মাবলি অনুসরণপূর্বক কেবল যোগ্য প্রার্থীর বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে।
      • ০৩। আবেদনপত্র যদি কোন তথ্য গোপন করে এবং পরবর্তীতে তা শনাক্ত হয় সেক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগাদেশ বাতিল করা হবে।
      • ০৪। আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ দাবী করলে তা গ্রহণযোগ্য হবে না।
      • ০৫। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
      • ০৬। ০৫/১০/২০২০ খ্রি. পর্যন্ত :
      • ক) সাধারণ প্রার্থীদের বয়সমীমা ১৮-৩০ বছর ;
      • খ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সমীমা ১৮-৩২ বছর।
      • গ) বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। |
      • ০৭। আবেদনকারীগণকে লিখিত/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
      • ০৮। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। |
      • ০৯। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং উক্ত প্রার্থীদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার ছাড়পত্র সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে। অন্যথায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।
      • ১০। মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীকে
      • (ক) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র
      • (খ) ইউনিয়ন পরিষদচেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কমিশনার/মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র
      • (গ) প্রথম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র
      • (ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনপত্রসহ প্রয়োজ্য অন্যান্য সনদ/প্রত্যায়নপত্রের মূলকপি সাথে আনতে হবে। তাছাড়া কোটাধারীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদর্শন করতে হবে এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *