সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ,
হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ,
বেচে থাক হাজার বছর<<শুভ জন্মদিন>>..
একটা কথা বলার ছিল, কি করে বলি
বলছিলাম যে, আমি তোমাকে বলতে চাই
হ্যাপি বার্থডে !
নতুন সকাল, নতুন দিন,
নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ।
তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।
।। শুভ জন্মদিন ।।
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন
শুভ জন্মদিন
তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই,
হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।
শুভ জন্মদিন !
আজকের এই বিশেষ দিন-এ
হয়ে ওঠ আরও নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
দিনের শেষে বলছি তোমায় ! জন্মদিনের শুভেচ্ছা !
জন্মদিনে কি বা দেব তোমায় উপহার,
বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পেয়ার !
শুভ জন্মদিন !
সমুদ্রের ঢেউ ফুলের সুগন্ধ
আর রাতের তারারা- সবাই
জড়ো হয়েছে তোমাকে
একসাথে বলতে—
শুভ জন্মদিন
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন
হোক তোমার, পুরন হোক প্রতিটি
স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো
হাজার বছর ।
শুভ জন্মদিন
সূর্যের মত উজ্জ্বল হও,
সাগরের মত হও চঞ্চল ।
আকাশের মত হও উদার,
আর ঢেউ এর মত উচ্ছল ।
শুভ জন্মদিন
স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পুরন হোক
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা ভরে যাক ।
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য ।
শুভ জন্মদিন
আর একটা বছর এসে গেলো,
বেড়ে যাবে আর একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি,
তোমার জন্মদিনের সাথী,
শুভ জন্মদিন ।
অন্ধকারে তুমি আমার পথ দেখানো আলো
অনেক মন্দের মাঝে তুমি একটু খানি ভালো
তুমি আমার মাঝ নদীতে ছোট্ট কাঠের ভেলা
জৈষ্ঠ্যের রোদ্দুরেতে মিষ্টি সাঁঝ বেলা
তুমি আমার প্রিয় মানুষ করো শুধু ভান
সীমাহীন ভালোবাসার ছোট্ট অভিমান
শুভ জন্মদিন
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,
পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁছে থাকো হাজার বছর ।
।। শুভ জন্মদিন ।।
আধার ভেঙ্গে সূর্য হাসে
বিশ্বভুবন আলোয় ভাসে ।
পাক-পাখালি ধরলো গান
নদীর বুকে ওই কলতান ।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি ।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল ।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন
Leave a Reply