সিমের নাম্বার জানার উপায়

সকল সিমের নাম্বার জানার উপায় ২০২৪

সিমের নাম্বার জানার উপায় – All Operator Sim Number Check Code : আমাদের দেশে বর্তমানে ৬টি মোবাইল ফোন অপারেটর (Grameenphone, Robi, Banglalink, Airtel, Teletalk, Citycell) রয়েছে যেমন টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল।

প্রতিটি মোবাইল ফোন অপারেটরের কিছু ইউনিক USSD Code রয়েছে। সে সকল কোড গুলো ডায়াল করার মাধ্যমে একজন গ্রাহক তার সিম সম্পর্কে কাঙ্খিত তথ্য পেয়ে থাকে। বাংলাদেশের এই ছয়টি মোবাইল ফোন অপারেটরের ওয়েবসাইট এড্রেস, নাম্বার চেক করার কোড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কোড গুলো তুলে ধরা হলো এই লেখাতে।

গ্রামীনফোন(Grameenphone) বা জিপি সিমের নাম্বার জানার উপায়:

  • অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.grameenphone.com
  • মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *566#(প্রিপেইড)
  • আপনি কোন প্যাকেজের মধ্যে আছেন তা জানতে ডায়াল করতে হবেঃ *111*1*6*4#
  • ইন্টারনেট বালান্স ডাটা (MB) জানতে ডায়াল করতে হবেঃ *566*10# অথবা *121*1*4#
  • মিনিট(minute) চেক করতে ডায়াল করতে হবেঃ *566*20# অথবা *566*24#
  • এসএমএস(sms) ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *566*2#
  • এমএমএস(mms) ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *566*14#
  • পর্যাপ্ত টাকা না থাকলে এডভান্স ব্যাল্যান্সের জন্য ডায়াল করতে হবেঃ *1010*1#
  • পোস্টপেইড একাউন্ট ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ 12115 অথবা এসএমএস করতে হবে 2000
  • মোবাইল নাম্বার ভুলে গেলে ডায়াল করতে হবেঃ *2#

এয়ারটেল (Airtel) সিমের নাম্বার জানার উপায়:

  • অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.bd.airtel.com
  • মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *778#
  • বোনাস চেক করতে ডায়াল করতে হবেঃ *778*1# অথবা *778*7#
  • এসএমএস(sms) চেক করতে ডায়াল করতে হবেঃ *778*2#
  • মূল ইন্টারনেট ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *8444*88#
  • ফ্রি এসএসএম(sms) দেখতে ডায়াল করতে হবেঃ *778*6#
  • ফ্রি মিনিট(minute) দেখতে ডায়াল করতে হবেঃ *778*5#
  • বোনাস মিনিট(minute) দেখতে ডায়াল করতে হবেঃ *778*3#
  • বোনাস এমএমএস(mms) দেখতে ডায়াল করতে হবেঃ *778*8#
  • মোবাইল নাম্বার ভুলে গেলে ডায়াল করতে হবেঃ *2#

রবি (Robi)

  • অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.robi.com.bd
  • মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *222#(প্রিপেইড)
  • ইন্টারনেট বালান্স ডাটা (MB) জানতে ডায়াল করতে হবেঃ *8444*88#
  • মিনিট(minute) চেক করতে ডায়াল করতে হবেঃ *222*3#
  • এসএমএস(sms) ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *222*11#
  • এমএমএস(mms) ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *222*13#
  • মোবাইল নাম্বার ভুলে গেলে ডায়াল করতে হবেঃ *2#
  • রবির সকল সার্ভিস একত্রে পেতে USSD কোডঃ *১২৩#
  • রবি সর্বশেষ রিচার্জের পরিমাণ জানার কোডঃ *৭৭৭#
  • রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ *৪#
  • রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোডঃ *২২২*১৬#
  • রবি বান্ডেল চেক কোডঃ *১২৩*৩#
  • রবি কলরেট জানার কোডঃ *৬#
  • রবি বোনাস ব্যালেন্স চেক করার কোডঃ *২২২*১#
  • রবি সিম 4.5জি কি-না, তা চেক করার কোডঃ *১২৩*৪৪#
  • রবি সিমের প্যাকেজ চেক কোডঃ *১৪০*১৪#
  • রবি হেল্প লাইন কোড ও নাম্বারঃ ১২৩ ও ০১৮১৯-৪০০৪০০
  • রবি কমপ্লেইন সেন্টারঃ ১৫৮
  • রবি এফএনএফ মেনু চেকঃ *১৪০*৫#
  • রবি আজকের অফার জানতে কোডঃ *৯৯৯# বা *৯৯৯*১#

বাংলালিংক (Banglalink) সিমের নাম্বার জানার উপায়

  • অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.banglalink.com.bd/en
  • মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *124#
  • বর্তমান প্যাকেজ জানতে ডায়াল করতে হবেঃ *121*2*1#
  • পর্যাপ্ত টাকা না থাকলে এডভান্স ব্যাল্যান্সের জন্য জন্য ডায়াল করতে হবেঃ *874#
  • এডভান্স ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *874*0#
  • মিনিট/এসএমএস চেক করতে ডায়াল করতে হবেঃ *124*2#
  • বোনাস দেখতে করতে ডায়াল করতে হবেঃ *124*3#
  • ইন্টারনেট ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *124*5#
  • মোবাইল নাম্বার ভুলে গেলে ডায়াল করতে হবেঃ *511#

টেলিটক (Teletalk):

  • অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.teletalk.com.bd
  • মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *152#(প্রিপেইড)
  • ইন্টারনেট বালান্স ডাটা (MB) জানতে ডায়াল করতে হবেঃ U > Send 111
  • মোবাইল নাম্বার ভুলে গেলে ডায়াল করতে হবেঃ *551#

আরো দেখুন: অতিরিক্ত সিম বন্ধ করার নিয়ম

এক নজরে সকল সিমের নম্বর জানার শর্ট কোড
GP and Skitto: *2#
Robi: *140*2*4# অথব *2#র্
Airtel: *2#
Banglalink: *511*1#
Citycell: Type MDN & send it to 7678

2 thoughts on “সকল সিমের নাম্বার জানার উপায় ২০২৪”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version