রবিরবাজার এর ইতিহাস ঐতিহ্য

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত রবিরবাজার। বাজারটি (Rabirbazar) মৌলভী রবি খাঁর নামানুসারে নামকরণ করা হয় রবিরবাজার। রবিরবাজার (Robirbazar) কুলাউড়া উপজেলার অন্যতম এবং বৃহৎ একটি বাজার, এ বাজারটি পৃথিমপাশা ইউনিয়নে অবস্থিত।

ইতিহাস ও নামকরণ

রবিরবাজার ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে অনেক পুরানো। উইকিপিডিয়া’র একটি তথ্য অনুযায়ী ১৭৫৬ সালে মৌলভী রবি খা প্রতিষ্ঠিত প্রায় তিনশত বছরের পুরনো “রবির হাট” আজ বিশাল বাজারে পরিণত হয়েছে। তাই মৌলভী রবি খা এর নামানুসারেই এ বাজারের নাম শুরুতে দেয়া হয় “রবির হাট” । পরবর্তীতে রবির হাট থেকে রবিরবাজার করা হয়।

রবিরবাজারের আয়তন

উত্তর-দক্ষিণ দিকে প্রায় মাইলখানেক বিস্তৃত, পূর্ব-পশ্চিমে ছাড়িয়েছে ইউনিয়নের সীমানা। উত্তর-দক্ষিণে রবিরবাজারের আয়তন পূর্বে প্রায় এক কিলোমিটার ও পশ্চিমে বিজলি পর্যন্ত বেড়েই চলছে।

(Rabirbazar) অবস্থান

রবিরবাজার কুলাউড়া উপজেলার সবচেয়ে বড় পাইকারী ও খুচরা বাজার। রবিরবাজারে প্রায় ১৫০০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এতে রয়েছে ব্যাংক, বিমা, এনজিও প্রতিষ্ঠান সহ নানা অফিসসমূহ। দু’টি ডায়গনস্টিক সেন্টার ও ১টি কমিউনিটি ক্লিনিক সহ বহু ডাক্তার এবং ফার্মেসী। এই বাজার খাসিয়া পান, ফার্নিচার ও কুটির শিল্পের জন্য প্রসিদ্ধ।

rabirbazar
rabirbazar

সবজি, ফল, ফার্মের মুরগি, মাছের ব্যবসার জন্য নামাবাজার বিদ্যমান। এছাড়াও রয়েছে কামারপট্টি, কুমারের জিনিসপত্র। হার্ডওয়্যার, স্যানিটারি, ইলেট্রিক, ইলেক্ট্রনিকস শপ, মোবাইল, মোবাইল সামগ্রীর দোকান, অনলাইন সংক্রান্ত কাজের এবং প্রিন্ট মিডিয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি কম্পিউটার দোকান। রবিরবাজারে বিবাহ ও নিকাহ রেজিষ্ট্রার কার্যালয়ও রয়েছে। কয়েকটি লাইব্রেরী এবং খাবারের জন্য কয়েকটি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং বেঙ্গল, ফিজা, রাজমহল, স্বাদ এর মত ব্রান্ডও এ বাজারে আছে। তাছাড়া জুতা, জামা-কাপড়ের দোকান, শপিং সিটি বিদ্যমান। এখানে সাপ্তাহিক বাজার বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার। এ দুই দিনে গরু-মহিষ, ছাগল, দেশি মোরগ, কবুতর ইত্যাদি পাওয়া যায়।

সরকারী অফিস সমূহ

বাণিজ্যিক প্রতিষ্ঠান (Robirbazar)

মৌলভীবাজার জেলার তথা কুলাউড়া উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে এখানে অনেক বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তন্মধ্যে অগ্রণী ব্যাংক লিঃ, পূবালী ব্যাংক লিঃ, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকের অফিস রবিরবাজারে অবস্থিত। রয়েছে এনজিও হিসাবে- ব্র্যাক এনজিও, আশা এনজিও, ব্যুরো বাংলাদেশ, টিএমএসএস, পাঁতাকুঁড়ি, আগ্রহ উন্নয়ন সংস্থা। তাছাড়া প্রচেষ্টা এনজিও এর হেড অফিস এখানে অবস্থিত। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, সিটি ব্যাংক এজেন্ট, এশিয়া ব্যাংক এজেন্ট, ইউসিবি ব্যাংক এজেন্ট ও ইসলামী ব্যাংকের এজেন্ট অফিস এখানে রয়েছে। বেশ কয়েকটি ট্রাভেলসও রয়েছে রবিরবাজারে।

ঐতিহ্যবাহী রবিরবাজার

পৃথিমপাশা ইউনিয়নের মধ্যে অবস্থিত রবিরবাজার কুলাউড়া উপজেলার বৃহৎ একটি বাজার। লংলা পরগনার রাজধানীও বলা হয় রবিরবাজারকে। রবিরবাজারের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত ৬টি ইউনিয়ন- ১২নং পৃথিমপাশা ইউনিয়ন, ১৩নং কর্মধা ইউনিয়ন, ০৮নং রাউৎগাঁও ইউনিয়ন, ০৯নং টিলাগাঁও ইউনিয়ন, ১০নং হাজিপুর ইউনিয়ন ও ১১নং শরিফপুর ইউনিয়ন। অত্র এলাকার বাসিন্দা ব্যতিত সমগ্র দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটে এই বাজারে। বিভিন্ন নৃগোষ্ঠী ক্রেতাদের কারনে এ বাজার বৈচিত্র্যময় হয়ে ওঠে। বিশেষ করে কাঁচা বাজার, কুটির শিল্প ও ফার্নিচারের জন্য বিখ্যাত এ রবিরবাজার। আপনি বাজারে প্রবেশ করার পর বুঝতে পারবেন না যে, এখন রাত নাকি দিন। কারণ এখানে ক্রেতা বিক্রেতার সমাগম দিবা-রাত্রি প্রায় সমান। বর্তমান সময়ে গভীর রাতের ব্যবসা চাহিদাটা ক্রমশ কমছে।

রবিরবাজার জামে মসজিদ

ঐতিহ্যাবাহী রবিরবাজার জামে মসজিদ (Rabirbazar Jame Mosque) এর প্রতিষ্ঠাতা পৃথিমপাশা গ্রামের ছোট সাহেব বাড়ীর বেগম তালিব-উন নিসা খাতুন। রবিরবাজার জামে মসজিদ এ বাজারকে পরিচিত করেছে দেশ ও বিদেশে। রবিরবাজার জামে মসজিদ সর্বজন প্রিয়। তাই প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন রবিরবাজার মসজিদে। প্রতি সপ্তাহে এ মসজিদের দান বাক্স খুলে পাওয়া যায় সোনা, রোপা, বিভিন্ন দেশের মুদ্রা ও টাকা মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকা।

রবিরবাজার জামে মসজিদ
রবিরবাজার জামে মসজিদ

এ মসজিদে প্রায় ১০ হাজার মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন। রবিরবাজার মসজিদটি এ বাজারের বিশাল আয়তন জুড়ে রয়েছে। এ মসজিদের জমানো টাকার লভ্যাংশ দিযে এলাকার বিভিন্ন মসজিদের শৌচাগার নির্মানের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও আরেকটি মসজিদ রয়েছে রবিরবাজার মাদ্রাসায়।

ভিডিও চিত্রে রবিরবাজার মসজিদ

শিক্ষা ব্যবস্থা

পিছিয়ে নয় শিক্ষার দিক থেকে, রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় (সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‍সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), ৩টি কিন্ডার গার্টেন স্কুল (পুষ্প নিকেতন স্কুল সুলতানপুর, নোবেল একাডেমি ও প্রচেষ্টা চাইল্ড কেয়ার হোমস) একটি বালিকা স্কুল (সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়), একটি স্কুল এন্ড কলেজ (আলী আমজদ স্কুল এন্ড কলেজ) রয়েছে ১টি মাদ্রাসা (দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা রবিরবাজার) ও একটি ডিগ্রি কলেজ (লংলা আধুনিক ডিগ্রি কলেজ)। এছাড়াও দুইটি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যথা- নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার ও অ্যাবাকাস আইসিটি ট্রেনিং সেন্টার।

যোগাযোগ

ট্রেনযোগে ঢাকা থেকে কুলাউড়া রেলওয়ে স্টেশনে নেমে যান। তারপর কুলাউড়া থেকে বাসযোগে অথবা সিএনজি তে রবিরবাজারে আসা যায়। উল্লেখ্য আবশ্যক, মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ৪৭ কিলোমিটার পূর্বে এই রবিরবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top