রবি মিনিট চেক

রবি মিনিট চেক করার নিয়ম ২০২৪

আপনি যদি রবি সিম গ্রাহক হন এবং আপনার সিমের মিনিট ব্যালেন্স চেক করতে চান, তাহলে এখানে জেনে নিন রবি মিনিট চেক কোড ২০২৪ সম্পর্কে।

রবি বাংলাদেশের দ্বিতীয় সেরা মোবাইল অপারেটর। কোটি কোটি গ্রাহককে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে এই সংস্থাটি। গ্রাহকদেরকে সকল সার্ভিস সহজ ও সাবলীলভাবে পৌঁছে দিতে রবি অপারেটরের কিছু গুরুত্বপূর্ণ কোড রয়েছে। তন্মধ্যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোড হলো রবি মিনিট চেক কোড (robi minute check)। অনেকেই জানে না কিভাবে USSD কোড ব্যবহার করে রবি মিনিট ব্যালেন্স চেক করা যায়। তাই রবি মিনিট ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে এই লেখাতে।

রবি মিনিট চেক করার নিয়ম | রবি মিনিট চেক করে কিভাবে? 

২টি উপায়ে রবি সিমের মিনিট চেক করা যায়। যথা:

  • মোবাইলে USSD কোড ডায়াল করে।
  • My Robi অ্যাপ ব্যবহার করে।

এই দুটি উপায়ে খুব সহজে রবি সিমের মিনিট ব্যালেন্স চেক করতে পারলেও মাই-রবি অ্যাপস থেকে চেক করলে কোন কোড জানতে হয় না। এছাড়াও একইসাথে রবি সিমের সকল সেবা পাওয়া যায়। তবে সেক্ষেত্রে স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়।

রবি মিনিট চেক করার কোড ২০২৪ | Robi minute check code

রবি USSD কোড ডায়াল করে যেকোনো মোবাইল ফোন থেকেই (বাটন ফোন/স্মার্ট ফোন) মিনিট ব্যালেন্স চেক করা যায়। 

রবি সিমের মিনিট চেক করার কোড হলো – *২২২*২#  বা *২২২*৯#। 

এই দুইটি কোড থেকে যেকোনো একটি কোড ব্যবহার করেই আপনি রবি মিনিট চেক করতে পারবেন। USSD কোডের সাহায্যে রবি সিমের মিনিট ব্যালেন্স জানতে ধাপগুলো অনুসরন করুন:

  • আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করুন।
  • এবার ডায়াল প্যাড থেকে *২২২*২# বা *২২২*৯# ডায়াল করুন।
  • তারপর কল বাটনে ক্লিক করে, মোবাইলের সিম স্লট থেকে ‘রবি’ সিলেক্ট করুন।
  • কল করে কিছুক্ষণ অপেক্ষা করুন (২-৩ সেকেন্ড)

ব্যাস, কিছুক্ষণের মধ্যেই আপনার রবি সিমের মিনিট ব্যালন্স ও মেয়াদের তথ্যসহ একটি এসএমএস পাবেন।

রবি মিনিট চেক কোড ২০২

রবি মোবাইল অপারেটর ব্যবহারকারীদের মধ্যে অনেকেই মিনিট অফার ক্রয় করে থাকে। ফ্লেক্সিলোড করার সময় মোবাইলে মিনিট ব্যালেন্স আছে কি-না, কথা বলার সময় কত মিনিট অবশিষ্ট আছে, মিনিটের মেয়াদ কত তা জানার প্রয়োজন হয়। 

এ সময় রবি মিনিট ব্যালেন্স চেক কোড (robi minute check code) ডায়াল করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। মিনিট ব্যালেন্স চেক করতে রবি অপারেটরের কোড হলো *২২২*২# বা *২২২*৯#।

রবি মিনিট চেক নাম্বার 

রবি মিনিট চেক করার USSD কোডকেই রবি মিনিট চেক নাম্বার বলা হয়। এই নাম্বার ব্যবহার করে আপনার সিমে থাকা মিনিটের পরিমাণ, মেয়াদ ও মিনিট অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিস্তারিত তথ্য পেতে আপনার রবি সিম থেকে, *২২২*২# বা *২২২*৯# এই দুটি নাম্বারের যে কোন একটি ডায়াল করুন।

আরও পড়ুন: অতিরিক্ত সিম বন্ধ করার নিয়ম

My Robi অ্যাপের মাধ্যমে মিনিট ব্যালেন্স চেক

রবি সিম অপারেটর কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন হলো My Robi অ্যাপ। রবি সিমের সকল গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে মাই-রবি অ্যাপে। 

আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন এবং মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে খুব দ্রুত My Robi অ্যাপ্সের মাধ্যমে মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন। তার জন্য মাই-রবি অ্যাপ ইন্সটল করে, তাতে লগইন করতে হবে। সম্পূর্ণ কার্যক্রমটি নিচে ধারাবাহিকভাবে দেখানো হলো:

ধাপ ১: মাই-রবি অ্যাপ ইন্সটল করুন

My Robi অ্যাপ ইন্সটল করার জন্য,

https://play.google.com/store/apps/details?id=net.omobio.robisc – এই লিংকে ভিজিট করুন। এবার ইন্সটল (Install) বাটনে ক্লিক করে, মাই-রবি অ্যাপ ইন্সটল করে অ্যাপস ওপেন (Open) করুন।

মাই-রবি অ্যাপ ইন্সটল করুন (রবি মিনিট check)
মাই-রবি অ্যাপ ইন্সটল করুন

ধাপ ২: সাইন ইন করুন

মাই-রবি অ্যাপে সাইন ইন করার জন্য আপনার একটি ভ্যালিড রবি গ্রাহক নাম্বার দিতে হবে। আপনার সিমের নাম্বারটি লিখে, ‘Request OTP’ বাটনে ক্লিক করুন।

robi minute check
robi minute check

ধাপ ৩: ওটিপি যাচাই

সাইন ইন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ৬ সংখ্যার OTP (One Time Password) পাঠানো হবে। সেই ওটিপি টি লিখে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

মিনিট চেক

ধাপ ৪: রবি মিনিট ব্যালেন্স চেক করুন 

এবার আপনি মাই-রবি অ্যাপের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। এখানে আপনার মেইন ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স এবং মিনিট ব্যালেন্স দেখতে পাবেন। 

বর্তমানে robi minute check, MB check, Balance check, SMS check এবং বিভিন্ন অফার কিনতে সর্বোত্তম মাধ্যম হচ্ছে My Robi এপ্স। রেগুলার মূল্যের চেয়ে কম মূল্যে এখান থেকে ভালো মিনিট অফার কিনতে পারবেন।

রবি মিনিট ব্যালেন্স চেক
রবি মিনিট ব্যালেন্স চেক

রবি মিনিট অফার | Robi Minute Offer

রবি মিনিট অফার চেক করার মতোই USSD কোড ডায়াল করে রবি মিনিটের অফার চেক করা যায়। My Robi এপ ব্যবহার করে মিনিট অফার দেখতে ও কিনতে পারলেও, সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। তবে USSD কোড ডায়াল করে মিনিট অফার চেক করতে পারবেন যেকোন বাটন বা স্মার্ট ফোন থেকে।

রবি মিনিট অফার চেক করার USSD কোড হলো *০#। এছাড়াও রবি আজকের অফার জানতে পারবেন *৯৯৯# বা *৯৯৯*১# ডায়াল করে। USSD কোড ব্যবহার করে রবি সিমের মিনিট অফার কিনতে চাইলে-

  • প্রথমে, মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করে, ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *০#। 
  • এবার মোবাইলে একটি সিস্টেম বেইজড মেসেজ পেজ দেখতে পাবেন।
  • এখানে আপনার পছন্দের মিনিট অফারটি সিলেক্ট করে, উত্তর হিসেবে সেই অফারের ক্রমিক নং লিখুন। 
  • তারপর Buy বাটনে ক্লিক করলে আপনার মোবাইল ব্যালেন্স থেকে সেই অফারের ফি কেটে নিবে।
  • ব্যাস, আপনার অফারটি চালু হয়ে যাবে।

এক্ষেত্রে অবশ্যই আপনার সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

রবি সিমের সকল কোড সমূহ একত্রে (A to Z)

রবি মোবাইল অপারেটর কোম্পানি, তার গ্রাহকদের বহু সার্ভিস দিয়ে থাকে। এ সকল সার্ভিস গ্রাহকের কাছে সহজলভ্য করে তুলতে, ভিন্ন ভিন্ন সার্ভিস এর জন্য আলাদা আলাদা USSD কোড দেওয়া হয়েছে। নিচে রবি সিমের সকল সার্ভিস সমূহের তালিকা এবং সেই সার্ভিস পাওয়ার শর্টকাট কোডসমূহ তুলে ধরা হলো:

সিমের সার্ভিস সমূহকোড
রবি নাম্বার চেক কোড*২#
রবির সকল সার্ভিস একত্রে পেতে USSD কোড*১২৩#
রবি মিনিট চেক কোড*২২২*২#
রবি ব্যালেন্স চেক*২২২#
রবি সর্বশেষ রিচার্জের পরিমাণ জানার কোড *৭৭৭#
রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড*৪#
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড*২২২*১৬#
রবি মিনিট অফার কেনার কোড*০#
রবি ফ্রি মিনিট চেক কোড *২২২*৩# বা *২২২*৪#
রবি এমবি চেক কোন *৮৪৪৪*৮৮#
রবি ইমারজেন্সি ইন্টারনেট নেওয়ার কোড*৮৮১১*১*১*১#
রবি ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড*১২৩*৩*৫#
ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স বন্ধ করার কোড ৮৮৮১১*২#
রবি এসএমএস চেক কোড *২২২*১১#
রবি এসএমএস অফার কেনার কোড*১২১*২*৭#
রবি বান্ডেল চেক কোড *১২৩*৩#
বিভিন্ন প্যাকেজ সমন্ধে জানতে*১৪০*২৪#
রবি কলরেট জানার কোড*৬#
রবি বোনাস ব্যালেন্স চেক করার কোড*২২২*১#
রবি সিম 4.5জি কি-না, তা চেক করার কোড *১২৩*৪৪#
রবি ইজি মেনু *১৪০#
রবি সিমের প্যাকেজ চেক কোড*140 *14#
রবি হেল্প লাইন কোড১২৩
রবি হেল্প লাইন নাম্বার০১৮১৯-৪০০৪০০
রবি হেল্প লাইন এসএমএস নাম্বার৮১২৩
রবি কল ইনফু সেন্টার১২০০
রবি কমপ্লেইন সেন্টার ১৫৮
রবি এফএনএফ মেনু চেক*১৪০*৫#
রবি ব্যালেন্স ট্রান্সফার কোডমেসেজে গিয়ে টাকার পরিমান লিখে, পাঠাতে হবে ১২১২০১৮xxxxx- এভাবে নাম্বারের পূর্বে ১২১২ লিখে
রবি আজকের অফার জানতে কোড*৯৯৯# বা *৯৯৯*১#
রবি রেডিও৮০৮০
রবি বন্ধ সিম কি-না চেকমেসেজে গিয়ে A লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নাম্বারে

শেষকথা 

রবি মিনিট, এমবি, এসএমএস এবং মেইন ব্যালেন্স চেক করার বিভিন্ন ইউএসএসডি কোড রয়েছে। তবে সর্বদা সেই সকল কোড মনে রাখা সম্ভব নয়। তাই রবি মিনিট চেক কোড (Robi minute check code) এর পরিবর্তে My Robi অ্যাপ ব্যবহার করা বেশি সুবিধাজনক।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *