আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মোটরসাইকেল কিংবা সাইকেল চালাতে পছন্দ করেন। এতকাল শুধু এগুলো চালিয়েই এসেছেন। এখন ডিজিটাল যুগ। এই যুগের সাথে তাল মিলাতে মোটরসাইকেল ও সাইকেলের জন্য তৈরি হয়েছে কিছু আধুনিক গেজেট। এগুলো রাইডিংকে আরো সহজ করে তুলবে। আসুন আজ Probangla-র মাধ্যমে এই গেজেট গুলোর সাথে পরিচিত হই। আশা করছি এগুলো আপনাদের অনেক কাজে দেবে।
১. Raylier jacket
রাতের বেলা মোটরসাইকেল চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ। কেননা এটা দুই চাকার গাড়ি এবং আকৃতিতে ছোট। রাতের বেলা এটা নজরেও পড়ে কম। মোটরসাইকেল চালানোর সময় শীতল বাতাসে শরীর অবশ হয়ে আসতে শুরু করে। এর জন্য অনেকে জ্যাকেট পরিধান করে। কিন্তু এমন একটি জ্যাকেট যদি থাকে যেটা শীতল বাতাস থেকে শরীরকে রক্ষা করার পাশাপাশি সিগন্যাল হিসেবেও ব্যবহার করার যাবে।
এর জন্য বাজারে এসেছে এই Raylier jacket এটার পেছনে চারটি এলইডি লাইট আছে। যেগুলো সুইচ অন করা সাথে সাথে অনবরত জ্বলতে থাকবে। সামনে রয়েছে সাদা লাইট। দূর থেকেই বোঝা যাবে যে, সামনে কিছু একটা আছে।
এটার একটি বিশেষত্ব হচ্ছে, এটা দেখতে খুবই স্মার্ট।
২. Cross Helmet
মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই আমাদেরকে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। কেননা মোটরসাইকেল খুব সহজে কাত হয়ে পড়ে যায়। খুবই স্পিডে চলন্ত অবস্থায় তো এই ঝুঁকিটা আরো বৃদ্ধি পায়। এর জন্য অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।
হেলমেট বিভিন্ন ধরণের আছে। তবে বাজারে Cross Helmet এখন পাওয়া যাচ্ছে। এটার কিছু বিশেষত্ব আছে যার জন্য এটা অনন্য। এই হেলমেটের পেছনে একটি ছোট ক্যামেরা আছে। এবং হেলমেটের সামনে ছোট একটি স্ক্রিন রয়েছে। যেটায় আপনি পেছনের যানবাহন দেখতে পারবেন।
এর বাম পাশে একটি টাচ প্যাডেল রয়েছে। যেটা আপনি টাচ করে মিউজিক প্লেয়ার অন-অফ করতে পারবেন। ভলিউম কমাতে-বাড়াতে পারবেন। এটা আপনার মোবাইলের সাথে ব্লুটুথ দ্বারা সংযোগ স্থাপন করবে। আপনার মোবাইলে আসা কল এটার মাধ্যমে রিসিভ করতে পারবেন। হেলমেটের মধ্যে মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে। আপনি যদি বিপদে পড়েন তাহলে একটি বাটন প্রেস করা মাত্রই ইমারজেন্সি কল চলে যাবে। এটা আপনাকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি স্মার্টও করে তুলবে।
৩. Holding Cycling Airbag
আমরা অনেকেই সাইকেল চালাতে পছন্দ করি। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা খুব দ্রুতগতিতে সাইকেল চালায় এবং ভয়ংকর ভয়ংকর রাস্তায় সাইকেল চালাতে পছন্দ করে। বিশেষ করে পাহাড়ি রাস্তায়। সাইকেল চালালেই তো আর হবে না। নিরাপত্তার দিকটাও তো দেখতে হবে। এর জন্য অবশ্য আমরা সাইকেলের জন্য বিশেষভাবে নির্মিত হেলমেট ব্যবহার করি। কিন্তু এই হেলমেট কি আমাদের জন্য যথেষ্ট?
সাধারণ হেলমেটের একটি প্রধান সমস্যা হচ্ছে এটা আপনার চোয়াল এবং কান ঢাকতে সক্ষম না। এর ফলে আপনি সাইকেল থেকে পড়ে গিয়ে চোয়াল এবং কানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন। এই সমস্যা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য বাজারে এসেছে Hovling Cycling airbag
এটা গলায় পরিধান করতে হয়। একদম হালকা এটা। এর মাঝে আছে বিশেষ একটি সেন্সর। যখনই আপনি সাইকেল থেকে পড়ে যাবেন সাথে সাথে এটা বেলুনের মতো ফুলে উঠবে। আপনি নিচে পড়ে গেলেও মাথায় কোনো আঘাত পাবেন না। অন্যান্য হেলমেট মাথায় পড়লে মাথা গরম হয়ে যায়। এটা ব্যবহার করলে সে ধরণের সমস্যার সম্মুখীন হবেন না।
আরো পড়ুন: জীবনকে স্মার্ট করার তিনটি গেজেট
৪. Rideon Mobile charger
এই গেজেটে আহামরি কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়নি। কিন্তু এটা খুবই কাজের একটা গেজেট। আজকাল প্রায় সব গাড়িতে মোবাইল চার্জের অপশন রয়েছে। কিন্তু মোটরসাইকেলে সেই সুবিধাটি নেই। এরই জন্য এই ডিভাইস। এটা আপনার মোটরসাইকেলের ব্যাটারির সাথে সংযোগ করতে হবে। ব্যস হয়ে গেল। এবার আপনি ইউএসবি পোর্ট এর মাধ্যমে মোবাইল চার্জ করুন। এটা আপনার চলতি ফিরতি পাওয়ার ব্যাংক।