বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনক্রু লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদে ১৭০০ জনকে নিয়োগ দেবে। বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীগন আবেদন করতে পারবেন। নিচে পদের নাম ও শূন্য পদের সংখ্যা, প্রার্থীল বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলোঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্য পদের সংখ্যা | ১৭০০+১৯৫টি |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদন ফি | ১০০ টাকা |
ওয়েবসাইট | www.reb.gov.bd |
বয়স | ১৮-২১ বছর |
আবেদনের শেষ তারিখ | ৩০ অক্টোবর, ২০২১ |
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
পদের নাম: সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১৮৮টি (কম/বেশি) হতে পারে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর
পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি)
পদ সংখ্যা: ০৭টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সািইন্সে এন্ড টেকনোলজি বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর
পদের নামঃ লাইনক্রু লেভেল-১ (চুক্তিভিত্তিক)
শূন্য পদের সংখ্যা: ১৭০০ টি (তবে নিয়োগ প্রদান কালে এ সংখ্যা কম-বেশি হতে পারে।)
বয়সসীমা: ০১/১০/২০২১ খ্রি: তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম ম্যাসেনঞ্জারদের লাইনক্রু হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স ২৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি জিপিএ ৩.০০ (বিজ্ঞান)। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম ম্যাসেনঞ্জারগনের মধ্যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ হতে উত্তীণ প্রার্থীরা আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
বেতন: সর্বসাকুল্যে- ২৫০০০ টাকা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২১
পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগের গুরুত্বপূণ শর্তাবলী
নির্ধারিত চাকরির আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে (পূরণযোগ্য প্রবেশপত্রসহ)। আবেদন পত্র A4 কাগজে প্রিন্ট করত: আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে।
উপরে উল্লেখিত আবেদন ফরম ব্যতীত অন্য কোন আবেদন ফরম-এ আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্র অসম্পূর্ণ বা আংশিক পূরণ করা হলে বা ভূল তথ্য প্রদান অথবা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোন ধরনের ভুল তথ্য পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ শারীরিক পরীক্ষা/লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোন সময় প্রার্থীতা বাতিল করা হবে। কোন ক্ষেত্রে আবেদনপত্রের কোন অংশ পূরণ করা প্রয়োজন না হলে প্রযোজ্য নয় লেখতে হবে।
লাইনক্র লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদে চাকুরীতে যোগদানের সময় ১০০০০ টাকা সিকিউরিটি বা জামানত হিসেবে জমা দিতে হবে।
আবেদনপত্রের সংগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়) এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং ১০০ টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার/পে অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার (নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতি) এর অনুকুলে প্রেরণ করতে হবে।
শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময় তারিখ ও আবেদনপত্রসহ উপস্থিতির স্থান-
উপস্থিতির তারিখ: ৩০/১০/২০২১ খ্রি:
উপস্থিতির সময়: ৯:০০ ঘটিকা।
উপস্থিতির স্থান: নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে আবেদনপত্র ও চাহিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে।
আরো দেখতে পারেন:
[feed url=”https://probangla.com/category/govt-job-bd/” number=”5″]
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিন।