রেলওয়ে চাকরি

এসএসসি পাসেই রেলপথ মন্ত্রণালয়ে চাকরি

এসএসসি পাসেই রেলপথ মন্ত্রণালয়ে চাকরি। রেলপথ মন্তণালয় ০৫টি কাটাগরির পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ১৮ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত http:/mor.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এ বিজ্ঞপ্তি অনুযায়ী সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০২, কম্পিউটার অপারেটর-০৬, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৬, ক্যাশ সরকার-০১, অফিস সহায়ক-০২ পদ সমূহে নিয়োগ দেওয়া হবে। পদ ভেদে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে যথাক্রমে- স্নাতক, এইচএসসি, এসএসসি পাশে পদগুলোতে নিয়োগ দেবে রেলপথ মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

রেলপথ মন্ত্রণালয়ে চাকরি

প্রতিষ্ঠানের নামরেলপথ মন্ত্রণালয়
চাকরির ধরণসরকারি চাকরি
পদ সংখ্যা০৫টি পদে ১৭ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি/স্নাতক
বয়সসীমা১৮-৩০ বৎসর
আবেদন প্রক্রিয়াঅনলাইনে (ফি প্রদান- টেলিটক)
আবেদনের শেষ তারিখ১৮ এপ্রিল পর্যন্ত
এসএসসি পাসেই রেলপথ মন্ত্রণালয়ে চাকরি
রেলপথ মন্ত্রণালয়ে চাকরি

রেলপথ মন্ত্রণালয়ে চাকরি সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *