পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পূবালী ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী পদসমূহে পুরুষ মহিলা উভয় প্রার্থীগণ যোগ্যতা থাকা শর্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগন আবেদন করতে পারবেন। পূবালী ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে চাকরির জন্য আবেদন করতে আহবান করা হয়েছে। এ আবেদন চলবে আগামী ২৬ মে ২০২২ তারিখ পর্যন্ত। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো-
পূবালী ব্যাংক নিয়োগ ২০২২
প্রতিষ্ঠানের নাম | পূবালী ব্যাংক লিমিটেড |
চাকরির ধরন | ব্যাংক চাকরি |
পদ সংখ্যা | বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে |
ওয়েবসাইট | www.pubalibangla.com |
বয়স সীমা | সর্বোচ্চ ৩২ বছর |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬ মে, ২০২২ |
আরো পড়ুন: সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
Post Name: Head of Division in the rank of General Manager/Deputy General Manager, Assistant General Manager/Senior Principal Officer (Unit Head) for Marketing Unit, Assistant General Manager/Senior Principal Officer (Unit Head) for Card Sales Unit, Assistant General Manager /Sinior Principal Officer (unit head) for Merchant Acquistion/EMI/Discount partner Unit, Assistant General Manager /Senior Principal Officer (Unit head) for recovery Unit.
পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনের পদ্ধতি:
আবেদন করার পূর্বে আবেদনের নিয়ম ও অন্যান্য শর্তাবলী পূবালী ব্যাংকের ওয়েবসাইট থেকে ভালভাবে পড়ে নিবেন। প্রার্থীদেরকে http://www.pubalibangla.com/career.asp লিংকে প্রবেশ করতে হবে। তারপর নির্ধারিত আবেদনফরমটি পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য পাসপোর্ট সাইজের এক কপি ছবি স্ক্যান করতে হবে। সঠিক ভাবে আবেদন প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীকে আইডেনটিফিকেশন নম্বরসহ একটি মানি রিসিপ্ট প্রদান করবে পূবালী ব্যাংক অনলাইন আবেদন সিস্টেম। এটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে কাজে লাগবে।
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে শুধুমাত্র শর্ট লিস্টেড প্রার্থীদেরকে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হবে।
আরো পড়ুন:
- আজকের টাকার রেট (বিভিন্ন দেশের)
- আজকের সোনার দাম কত 2022
- জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- আসন্ন সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী-Job Exam Notice
পূবালী ব্যাংক সম্পর্কে: পূবালী ব্যাংক লিমিটেড স্বায়ত্বশাসিত বাণিজ্যিক একটি ব্যাংক। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংক বর্তমানে ৪৮২টি অনলাইন ব্রাঞ্চ, ১৭টি ইসলামিক ব্যাংকিং জানালা এবং ৩১ সাব-ব্রাঞ্চ রয়েছে।
পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর যাবতীয় আপডেট যেমন- নিয়োগ পরীক্ষার নোটিশ (এমসিকিউ, লিখিত, ভাইভা ও ব্যবহারিক) এ সংক্রান্ত সকল তথ্য প্রকাশ করা হবে এই পেজে। তাই নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং লাইক দিয়ে রাখুন ফেসবুক পেজে।
Diploma in Engineering complited
আবেদন করা যাবে জুনিয়র অফিসার পদের জন্য জানাবেন।
অগ্রিম ধন্যবাদ
ওকে