প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ

প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ ২০২৩ সার্কুলার

প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ ২০২৩ সার্কুলার: (Promi Agro Foods Job) প্রমি গ্রুপে সেলস্ অফিসার (এস.ও), এরিয়া সেলস্ ম্যানেজার (এ.এস.এম) পদে জনবল নিয়োগ দেবে। এসএসসি এবং বিবিএ অথবা এমবিএ পাস শিক্ষার্থীদের নিকট হতে আবেদন আহবান করছে কোম্পানীটি। ০২ থেকে ১৬ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে সাক্ষাতকার।

অন্যান্য যোগ্যতা হিসাবে এসও নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও শারীরিক গঠন ৫ ফুট ৪ ইঞ্চি ও সুঠাম দেহ এবং সুস্বাস্থের অধিকারী হতে হবে। তাছাড়া স্ব ভোটার আইডি দিয়ে রকেট একাউন্ট থাকা জরুরী।

এই আর্টিকেলটির মাধ্যমে আমরা প্রমি এগ্রো ফুডস নিয়োগ বিজ্ঞপ্তি’র সকল তথ্য প্রদান করবো। কিভাবে আবেদন করবেন, সাক্ষাতকারের সময় কি কি কাগজপত্র প্রয়োজন হবে। সকল যাবতীয় বিষয় আলোচনা করা করবো এখানে। 

প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ ২০২৩ সার্কুলার

কোম্পানীর নামপ্রমি এগ্রো ফুডস লিমিটেড
চাকরির ধরনকোম্পানী চাকরি / বেসরকারি চাকরি
জেলাসমূহসমগ্র বাংলাদেশ
পদের সংখ্যাউল্লেখ করা হয় নাই
বয়সসীমা১৮-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি/বিবিএ/এমবিএ
সাক্ষাতকারের তারিখ০২ থেকে ১৬ মার্চ ২০২৩

প্রমি এগ্রো ফুডস নিয়োগ 2023

প্রমি এগ্রো ফুডস নিয়োগ 2023

প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ

সদ্য তোলা ২ কপি রঙ্গি ছবিসহ জীবন বৃত্তান্ত। সকল পরীক্ষার মূল সদনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এর মূলকপি ও ফটোকপি। বাংলাদেশের যেকোন জেলায় প্রমি কোম্পানীর সেলস্ টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কোম্পানী পরিচিতি:

Prome Agro Foods Limited.
487, Gobindapur, Moinertek, Uttarkhan, Dhaka -1230
Phone:+88 02 58953286, 8932856, 58950719, 58954683
Fax:+88 02 8953947
Email:info@prome.com.bd

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *