কারারক্ষী পদের লিখিত পরীক্ষার সূচি

কারা অধিদপ্তর এর কারারক্ষী পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পত্র নং ৫৮, তারিখ ০৬-০২-২০২৩ এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কারা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১১-০২-২০২৩ তারিখ বিকাল ০৩:০৯০ ঘটিকায় ঢাকার নিম্নে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠিত হবে।

  • শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজয়েট কলেজ, নাজিমুদ্দীন রোড, ঢাকা-১১০০।
  • আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, নাজিমুদ্দীন রোড, ঢাকা-১১০০।
  • ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ৩, রাশেদ খান মেনন সড়ক (নিউ ইস্কাটন রোড), মগবাজার, ঢাকা-১১০০।
  • মগবাজার গার্লস হাই স্কুল, ৫২, সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা-১২১৭।

মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ সঙ্গে আনতে হবে।

চলমান সকল পরীক্ষার সময়সূচি জেনে নিন

লিখিত পরীক্ষার এডমিট কার্ড prison.teletalk.com.bd থেকে প্রিন্ট (রঙ্গিন কপি) করে সাথে নিয়ে এডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে নিম্নবর্ণিত শর্তাধীনে উপস্থিত থাকতে হবে।

শর্তসমূহ: পরীক্ষা শুরু ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এডমিট কার্ডের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ এবং টেলিযোগাযোগ করা যায় এমন কোন ইলেকট্রনিক ডিভাইস /যন্ত্রসহ প্রবেশ করতে পারবে না। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

dl tutorials

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *