সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজশাহী, খুলনা ও ময়মনিসিংহ এ তিন বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন চলবে আগামী ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট হতে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আবেদনের নিয়ম সম্পর্কে আলোচনা শুরু যাক।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজস্বখাতভুক্ত ও জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে নিয়োদ দেবে কর্তৃপক্ষ। এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলার/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দাগন আবেদন করতে পারবেন।
প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আবেদনের নিয়াম
প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের (http://dpe.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটের প্রদত্ত অনলাইনে Application Form পূরণের নির্দেশিকা মোতাবেক ফরমটি পূরণ করে Submit করতে হবে। ফরমটি সাবমিট করার প্রার্থীকে User ID সহ Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে উল্লেখিত তথ্য যাচাই করতে হবে।
আবেদন ফি জমা দেয়ার পূর্বে Draft Applicant’s তা সঠিক আছে কি না নিশ্চিত হবেন। কোনো ভুল তথ্য পাওয়া গেলে এই ফরমের বিপরীতে আবেদন ফি প্রদান করবেন না। প্রয়োজনে নতুন করে User ID সংবলিত Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy প্রিন্ট নিয়ে পূনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।
নির্ভূলভাবে পুরণ করা আবেদন ফরমের বিপরীতে User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকা সহ মোট ২২০ টাকা প্রদান করুন।
এসএমএস প্রেরণের পদ্ধতি:
১ম এসএমএস
DPE< Space>User ID send it to 16222
Reply Applicant’s Name, Tk. 166.50- will be charged as application fee. Your PIN is (12345678). To Pay Fee: Type DPE< Space>Yes< Space>PIN and send it to 16222.
২য় এসএমএস
DPE< Space> Yes < Space>PIN – send it to 16222 Number
An Example Here: DPE YES 12345678
Reply Example Here: Congratulations Applicant Name, payment completed successfully for DPE Application for XXXX User ID is (ABCDEF) an,d Password XXXX
আশা করছি আমাদের প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আবেদনের নিয়ম সম্পর্কিত লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। এ ধরনের আরো নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়মাবলী জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।