বিপিএড কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) শারিরিক শিক্ষক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্সে ভর্তি চলছে নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার এ। আর নয় ঢাকা-ময়মনসিংহ এখন আপনার এলাকা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাস্থ রবিরবাজারে বিপিএড কোর্স (BPED Admission) করুন।

  • আর কত ঢাকা শহরে দৌড়াদৌড়ি করবেন?
  • আর কত টাকা ঢালবেন অন্যের ট্রেনিং সেন্টারে?
  • এবার আপন এলাকার নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার এ ভর্তি হন।

MPO ভুক্ত হাই স্কুলের শিক্ষক হওয়ার জন্য তৈরি তো?

আপনি স্নাতক, ফাজিল, অনার্স বা সমমানের যেকোনো বিষয়ের শিক্ষার্থী হন না কেন, আপনার জন্যই রয়েছি আমরা।

আপনার কাছে— আপনারই পাশে। আপনি কি হাই স্কুল ও কলেজের প্রাথমিক বিদ্যালয়ের (প্রাইমারি) শারিরিক শিক্ষক হতে চান? শরীর চর্চা শিক্ষক হওয়ার জন্য ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ১ বছর মেয়াদি কোর্সে (Physical Education BPEd Admission) এখনই ভর্তি হন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত “নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার” কোড-৬২০২৯ এ বিপিএড কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশন চলছে। ভর্তি ও রেজিস্ট্রেশনের শেষ তারিখ: চলমান

কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ফিজিক্যাল এডুকেশন কোর্স প্রাপ্ত হয়েছে। কারিগরি বোর্ডের আদেশ কপি দেখুন।

বিপিএড কোর্সে ভর্তি – BPED Admission

বিপিএড কোর্সে ভর্তি

ফিজিক্যাল এডুকেশন কোর্সে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থগণ বিপিএড কোর্সে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করার অনুরোধ করা হলো। ফিজিক্যাল এডুকেশন কোর্সে ভর্তি ২০২৪ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নিচে তুলে ধরা হলোঃ

কোর্সের নামফিজিক্যাল এডুকেশন বিপিএড
সেশনজানুয়ারি-ডিসেম্বর
আবেদনের যোগ্যতাস্নাতক/সমমান পাশ
আবেদনের সময়সীমাঃচলমান
আবেদন প্রক্রিয়া01711910731 (এই নাম্বারে যোগাযোগ করুন)
ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্সে ভর্তি

বাড়ির পাশে নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার

প্রাথমিক বিদ্যালয়ের শারিরিক শিক্ষক ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) এর কোর্সের জন্য ঢাকা শহরে যেতে হয় আমাদের। সেখানে গিয়ে থাকা খাওয়ার বিরাট এক ঝামেলা এবং খরচও অনেক।

কিন্তু সে সমস্যা থেকে মুক্তি দিতে সিলেট বিভাগের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠান “নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার (Neer Computer Training Center)” আপনাদের জন্য নিয়ে এলো “ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্স (BPED Course Admission)। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা খুবই যত্ন সাথে ট্রেনিং করানো হয়।

ঢাকা শহরে এই ট্রেনিং করার জন্য অনেক টাকা খরচ করতে হবে আপনাকে। সেই সাথে রয়েছে যাওয়া আসার খরচ। থাকা খাওয়ার খরচ তো আছেই। কিন্তু আপনার বাড়ির পাশে এই ট্রেনিং সেন্টারে তুলনামূলক খুব কম টাকায় ট্রেনিং সম্পন্ন করতে পারবেন। নিজের বাড়ি থেকে প্রতিদিন এসে ট্রেনিং করতে পারবেন, আসন সীমিত।

তাই আর দেরি নয়, আজই যোগাযোগ করুন

নিজস্ব ক্যাম্পাস- নীড় কম্পিউটার ট্রেনিং সেন্টার (৬২০২৯)

সৈয়দ ইউনুস রাজিয়া প্লাজা, ২য় তলা
উত্তর রবিরবাজার, পৃথিমপাশা, কুলাউড়া, মৌলভীবাজার।
পরিচালক: 01711910731
অফিস: 01793503366

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *