এক নজরে পদ্মা সেতু

এক নজরে পদ্মা সেতু (সাধারণ জ্ঞান)

এক নজরে পদ্মা সেতু (সাধারণ জ্ঞান) সম্পর্কে আজকের আলোচনা। বর্তমানে যারা বিসিএস অথবা যেকোন প্রকার চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের পদ্মা সেতু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। যেমন পদ্মা সেতুর পিলার কয়টি, সেতুর দৈর্ঘ্য কত, সেতুর স্প্যান কয়টি, সেতু কত কিলোমিটার এগুলো জানা থাকতে হবে। কারন এই তথ্যসমূহ এখন যেকোন পরীক্ষার প্রশ্নে থাকবে। তাই আমরা পদ্মসেতু সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিচে প্রদান করলাম।

এক নজরে পদ্মা সেতু

এক নজরে পদ্মা সেতু

পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন২৫ জুন, ২০২২
উদ্বোধন করেনমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকল্পের নামপদ্মা বহুমুখী সেতু প্রকল্প

প্রকল্পের অবস্থান: রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। দেশের মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলায় প্রকল্পের অবস্থান।

একনেক সভায় অনুমোদন: ২০০৭ সালে ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। সর্বশেষ প্রকল্পের মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকায় দাড়িয়েছে। এর পুরো টাকাই সরকারি অর্থায়ন।

প্রকল্পের মেয়াদ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত
মূল সেতুর ঠিকাদারচায়না মেজর ব্রিজ কোম্পানি
মূল চুক্তিমূল্য১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা
কাজ শুরু২৬ নভেম্বর, ২০১৪
রেল সংযোগপদ্মা সেতুর রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে
অফিসিয়াল নামপদ্মাসেতু
দৈর্ঘ্যপদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার
প্রস্থপদ্মা সেতুর প্রস্থ ৭২ ফুট
ভায়াডাক্টপদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার
ভায়াডাক্ট পিলার৮১ টি
ধরন পদ্মাসেতুর ধরন দ্বিতলবিশিষ্ট
প্রধান উপকরণকংক্রিট ও স্টিল
রক্ষণাবেক্ষণবাংলাদেশ ‍সেতু কর্তৃপক্ষ
পানির স্তর থেকে উচ্চতা৬০ ফুট
পাইলিং গভীরতা৩৮৩ ফুট
মোট পিলার৪২টি
মোট পাইলিং২৮৬টি
সংযোগ সড়কপদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।
মোট লোকবলপদ্মা সেতুর প্রকল্পে কাজ করেছে প্রায় চার হাজার মানুষ
প্রবৃদ্ধি বাড়বে১ দশমিক ২ শতাংশ
নদীশাসনপ্রকল্প এলকায় প্রায় ১৪ কিলোমিটার নদীশাসন করতে হচ্ছে
ঠিকাদানের নামসিনোহাইড্রো করপোরেশন লিমিটেড চায়না
চুক্তিমূল্য৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা
ভূমি অধিগ্রহণভূমি অধিগ্রহণের পরিমাণ ২ হাজার ৬৯৩ দশমিক ২১ হেক্টর
অ্যাপ্রোচ রোডজাজিরা ও মাওয়া
সেতু পাড়ে বৃক্ষরোপণলক্ষমাত্রা প্রায় ৪ লক্ষাধিক
পদ্মা সেতু জাদুঘর স্থাপনপদ্মা বহুমূখী সেতু নির্মাণ প্রকল্প

নকশা: আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এইসিওএমের (AECOM) নেতৃত্বে আন্তর্জাতিক পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল।

আশা করছি পদ্ম বহুমুখী সেতু সম্পর্কিত লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন, ধন্যবাদ।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *