স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ স্বাস্থ্য অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হেলথ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। অনলাইনে দরখাস্ত পূরণের মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ২১ এপ্রিল ২০২২ পর্যন্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠান | স্বাস্থ্য অধিদপ্তর |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদসংখ্যা | ০২ জন |
আবেদন পদ্ধতি | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ২২ মে, ২০২২ |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৭ এপ্রিল ২০২২ |
ওয়েবসাইট | dghs.gov.bd |
চলমান নিয়োগ আরও নিয়োগ বিজ্ঞপ্তিসমূহঃ
- আজকের টাকার রেট (বিভিন্ন দেশের)
- আজকের সোনার দাম কত 2022
- জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
স্বাস্থ্য অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
অধ্যাপক ডাঃ গোলাম মোস্তাফা স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন এইচপিএনএসপি এর আওতায় ন্যাশনাল আই কেয়ার অপারেশনাল প্লানের সম্পূর্ণ অস্তায়ী (প্রকল্প বাস্তবায়নকালীন সময় পর্যন্ত ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ী সাকুল্য বেতনে সরাসরি নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য
এই সেকশন থেকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য জেনে নিতে পারবো।
পদের নামঃ হিসাবরক্ষক
পদের সংখ্যাঃ ০১টি
পদের প্রকৃতিঃ অস্থায়ী (উন্নয়ন বাজেট)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রি (বাণিজ্য)
অভিজ্ঞতাঃ হিসাব রক্ষন, ক্যাশ বুক লিখন ও ব্যাংকিং কাজে ২ বছরের অভিজ্ঞতা।
কম্পিউটার অভিজ্ঞতাঃ অফিস প্রোগ্রাম পরিচালনাসহ ইন্টারনেট কাজ করার অভিজ্ঞতা।
বেতন স্কেলঃ ১২৫০০-৩০২২০/- টাকা।
গ্রেডঃ ১১
মাসিক সাকুল্য বেতনঃ ২১৭০০/- টাকা।
পদের নামঃ স্টোর কিপার
পদের সংখ্যাঃ ০১টি
পদের প্রকৃতিঃ অস্থায়ী (উন্নয়ন বাজেট)
শিক্ষাগত যোগ্যতাঃ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতাঃ স্টোর কিপার হিসাবে ২ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী।
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- টাকা।
গ্রেডঃ ১১
মাসিক সাকুল্য বেতনঃ ১৮৩২০/- টাকা।
আরো দেখুন:
- আজকের টাকার রেট (বিভিন্ন দেশের)
- আজকের সোনার দাম কত 2022
- জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- আসন্ন সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী-Job Exam Notice
হেলথ নিয়োগ ২০২২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা ইনস্টিটিউটে নিম্নলিখিত পদসমূহে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিক পুরুষ-মহিলাদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।
The interested candidates are requested to send an application via postal/courier with cover letter, 02(Two) PP size color photographs, copies of all academic and experience certificates (with attestation) to the following address: Director, Disease Control, and Line Director, Communicable Disease Control (CDC), National Malaria Elimination & ATD Control Program, House No-442 (5th floor), Road No-30, New DOHS, Mohakhali, Dhaka-1206 or through email to nmephr@gmail.com by within 15 days after the publication of the vacancy announcement in the newspaper.
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022
আবেদন সংক্রান্ত সকল তথ্য
স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী আবেদন সংক্রান্ত সকল বিষয়ে এই সেকশনের নিম্নে আলোচনা করা হয়েছে।
অনলাইনে আবেদন করার নিয়ম
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনে ইছুক প্রার্থীগণ dghsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে Online এ Apply করতে হবে। নিচে Apply করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
ধাপ-১ঃ dghsc.teletalk.com.bd ওয়েবসাইট ওপেন করুন।
ধাপ-২ঃ Application Form এ ক্লিক করুন।
ধাপ-৩ঃ এই ধাপে আপনার কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এ উল্লিখিত পদের লিস্ট দেখতে পাবেন। আপনার পছন্দের পদটি Select করে “Next”-এ ক্লিক করুন।
ধাপ-৪ঃ আবেদন ফরমটি পূরণ করে যাচাইপূর্বক Online এ Submit করুন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি হল ১১২/- টাকা।
• ১ম SMS: DGHSC <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
• ২য় SMS: DGHSC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
User ID/Password পুনরুদ্ধার করার পদ্ধতি
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সিম থেকে আবেদনকারীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে স্ব স্ব User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে | PIN Number জানা থাকলে |
DGHSC <স্পেস> Help <স্পেস> User <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। | DGHSC <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number লিখে Send করতে হবে 16222 নম্বরে। |
আরও পড়ুন: চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
নিয়োগ পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত যাবতীয় তথ্য dghsc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে অযোগ্য বলে বিবেচিত প্রার্থীদের কোন SMS প্রদান করা হবে না।
নিয়োগ পরীক্ষা এবং পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য www.dghs.gov.bd ওয়েবসাইটের নোটিশ সেকশনে প্রদান করা হবে। পরীক্ষার প্রবেশ পত্র প্রকাশ হলে ডাউনলোড করতে পারবেন http://dghsc.teletalk.com.bd/admitcard/index.php এই ঠিকানায় ভিজিট করে।
হেল্পলাইন/যোগাযোগ
স্বাস্থ্য অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে dghsc.gov.bd@gmail.com বা vas.query@teletalk.com.bd ঠিকানায় Mail পাঠাতে পারেন। Mail এ অবশ্যই User ID, পদের নাম, আপনার মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট: www.dghs.gov.bd
বিঃদ্রঃ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার পূর্বে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ভাল করে এবং যত্ন সহকারে পড়ে নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।