শুভ নববর্ষ ১৪৩১ শুভেচ্ছা এসএমএস

শুভ নববর্ষ ১৪৩১ যাদের প্রয়োজন তারা সঠিক পোর্টালে এসেছেন। নিচে আমরা বেশ কয়েকটি শুভ নববর্ষ ২০২২  (Noboborsho Shuveccha SMS) তালিকা তুলে ধরলাম।

প্রিয় পাঠক, শুভ নববর্ষ। নতুন বছরে শুভ নববর্ষ ১৪৩১ নিয়ে আপনাদের জন্য রইলো সেরা কিছু স্ট্যাটাস ও এসএমএস।

নতুন বছরে বৈশাখের আগমনে বাংলা নববর্ষের রূপরেখায়, হালকা ঝড়ো হাওয়ায় চলছে চৈত্র সংক্রান্তির আয়োজন। বাঙালি সংস্কৃতির উদার আহ্বানে উৎসবে, গল্পে-আড্ডায়, আহারে-বিহারে পড়েছে নতুন বছরকে বরণ করার ধুম। বাঙালি ভাষাভাষী সকলেই মেতে উঠে একে অন্যকে উত্তম তম রূপে শুভেচ্ছা জানানোর প্রয়াসে।

শুভ নববর্ষ ১৪৩১ নিয়ে চারিদিকের উৎসব মুখর পরিবেশে সকল বাঙালির মাঝেই কাজ করে বিশেষ আবেগ, অনুভূতি ও ভালোলাগা। নববর্ষকে স্বাগত জানাতে তরুণীদের পরনে থাকে লাল পাড় ওয়ালা সাদা শাড়ি, হাতে চুড়ি ও খোপায় ফুল, থাকে গলায় ফুলের মালা। ছেলেরা পড়ে পাঞ্জাবি ও পায়জামা। চারিদিকে বসে নানা রকমের বর্ষবরণ মেলা। প্রকৃতিও এ সময় সাজে নতুন সৌন্দর্যে। প্রকৃতির অপার মায়ায়, নববর্ষের আবেগে ও পছন্দের মানুষের প্রতি ভালবাসায় তৈরি হয় এক অন্যরকম অনুভূতি।

এমন পরিবেশে কাছের ও প্রিয় মানুষদের হৃদয় গভীর থেকে শুভেচ্ছা জানাতে মন থেকে বেরিয়ে আসে ভালোবাসার বুলি। কখনো কখনো আমরা প্রিয় মানুষটিকে কিভাবে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাবো সে বিষয় নিয়ে সৃষ্টি হয় অপর ভাবনার। প্রিয় মানুষকে কিভাবে সবার আগে এসএমএস এর মাধ্যমে শুভ নববর্ষ ১৪৩১ জানানো যায় তা নিয়ে তো প্রচেষ্টার শেষই নেই।

নববর্ষের শুভেচ্ছা ও এসএমএস

বর্তমানে ফেসবুক সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। আশেপাশের প্রিয় মানুষজন ও ফেসবুক বন্ধুদের শুভেচ্ছা জানাতেও প্রয়োজন হয় ভালো মানের শুভ নববর্ষ ১৪৩১ এর ফেসবুক স্ট্যাটাস। নববর্ষের শুভেচ্ছা জানাতে নিজের স্ট্যাটাসটি যেন অন্য সকলের থেকে আলাদা হয় এবং নিজের ব্যক্তিত্বের পর্যায় কে উন্নতভাবে মানুষের কাছে প্রকাশ করে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হয়।

তাই আজকে আমরা জানবো, শুভ নববর্ষ ১৪৩১ নিয়ে সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস ও এসএমএস, যা আপনার এবং আপনার প্রিয় মানুষের কাছে অত্যন্ত পছন্দনীয় হবে।

নববর্ষের শুভেচ্ছা প্রকাশের জন্য কিছু আকর্ষনীয় এসএমএস: 

  • আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো , আর আমার কথাটি মনে রেখ। “শুভ নববর্ষ”
  • দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে, তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা,
    ববর্ষের এটাই আমার প্রত্যাশাম, শুভ নববর্ষ।।
  • পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরোনো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে; সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই, নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!
  • বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। *শুভ নববর্ষ*
  • ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই, “শুভ পহেলা বৈশাখ”

শুভ পহেলা বৈশাখ

  • নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন। *শুভ নববর্ষ*
  • আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই… শুভ নববর্ষ!!
আরো পড়ুন: সুপ্রভাত এসএমএস তালিকা
  • পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম, বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান, পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট, নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়। এই কামনায় তোমাই জানাই, -হ্যাপি নিউ ইয়ার।
  • শরৎতের হাওয়ায় দোলে কাশফুল, নদির দু কোল তাই আনন্দে বেকুল… এক চিলতে মেঘের এক টুকরো আলো, কিছুই চাইনা, শুধু থেক অনেক ভাল… শুভ নববর্ষ!!
  • ব্যালেন্স জিরো,নেটওয়ার্ক বিজি, কল ওয়েটিঃ, মিস’ড কল, নো আন্সার, মেমরি ফুল, ব্যাটারি লো এই সব কিছুর আগে তোমাকে জানাই অগ্রিম “হ্যাপি নিউ ইয়ার ১৪৩১ “
  • তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি, Happy new year. Good bye বলে শেষ করছি, পুরোনো বছরের আশা, নতুন বছরের, নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা !! ধন্যবাদ
  • লাইফ কে সুন্দর কর। মন কে ফ্রেশ কর, হৃদয়কে কে নরম কর। টাইম কে ইউস কর, লাভ কে মিস্স কর। বন্ধু কে এস এম এস কর, হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম কর, *হ্যাপি নিউ ইয়ার*।
  • দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত, যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু, আমি থাকব তোমাদের পাশে। !!!, Happy New Year

বাংলা নববর্ষ ১৪৩১

  • আগের সব কষ্ট , করে ফেল নষ্ট , নতুন দিনে সবার প্রাণে , কেউ রেখনা দুঃখ মনে, শুভ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন, হ্যাপি নিউ ইয়ার, ইলিশ মাছের ৩০ কাঁটা”, বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের ১ তারিখে, আইসো আমার বাড়ি, ছেলে হলে পানজাবি, মেয়ে হলে শাড়ি করব বরন বন্ধু তোমায়, ইসো আমার বাড়ি, আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল।
  • নতুন বছর নতুন আলো, বন্ধুরা সব কই গেল?, পাখিরা সব ডানা মেলে, ১৪২৮ ঘরে এল, দুঃখ গুলো যাই ভুলে, যাতে সুখের সন্ধান মেলে। এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি। সবাই মিলে একসাথে, ১৪২৮ দেব পাড়ি , *হ্যাপি নিউ ইয়ার*
  • ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সবমলিনতা , বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায়, “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি॥

সর্বশেষ

নববর্ষ আমাদের জীবনে ভালোলাগার এক বিশেষ দিন। এই দিনে সকলকে হাসিখুশি রাখাও আমাদের কর্তব্য। কথায় কথায় মনের ভাব প্রকাশ করার জন্য এবং অন্যকে শুভ নববর্ষ ১৪৩১ এর শুভেচ্ছা জানানোর জন্য উপরোক্ত স্ট্যাটাস গুলো থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের স্ট্যাটাস। পছন্দের মানুষটিকেও সবার আগে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন শুভ নববর্ষ ১৪৩১ এর শুভেচ্ছা।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *