সম্প্রতি বিমান বাহিনীতে এসএসসি পাসে এমওডিসি জিডি ও ক্লার্ক ট্রেডে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) ও এমওডিসি (জিডি) এবং এমওডিসি (ক্লার্ক) ট্রেডে কিছু সংখ্যক লোক দেয়া হবে। এ সকল পদের জন্য যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০। আগ্রহী আবেদনকারীগণ ২৪ নভেম্বর ২০২২খ্রি: হতে ০৩ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে অনলাইনে https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
About Juyel Ahmed Liton
সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....