রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (১০৮৬ পদে)

রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ সাম্প্রতিক ১০৮৬ জনকে খালাসী পদে নিয়োগ দিবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শুধুমাত্র এসএসসি পাশেই এ আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আপনিও। টেলিটক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ২৬ জানুয়ারি ২০২২ পর্যন্ত।

বাংলাদেশ রেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ রেলওয়ে
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদনযোগ্য জেলাসকল জেলা (২টি জেলা ব্যতীত)
পদের নামখালাসী
পদ সংখ্যা১০৮৬টি 
বয়স সীমা১৮-৩০ বৎসর
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে 
আবেদন শুরু২০ ডিসেম্বর, ২০২১
আবেদনের শেষ তারিখ২৬ জানুয়ারি, ২০২২
আবেদল লিংকhttp://br.teletalk.com.bd

আরো দেখুন: সরকারি চাকরির খবর ২০২১

খালাসী পদে চাকরি বাংলাদেশ রেল এর

শূন্য পদের নামঃ খালাসী
শূন্য পদের সংখ্যাঃ ১০৮৬ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ৮২৫০-২০০১০ টাকা
বয়সসীমাঃ ০১/১২/২০২১ তারিখে ১৮ বছর এবং ২৫/০৩/২০২০ তারিখে ৩০ বছর হতে হবে। কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর গ্রহণযোাগ্য।

আবেদনের পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীগণ br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সাথে যাবতীয় তথ্য প্রদাণ করত: নির্ধারিত স্থানে নির্দিষ্ট মাপের ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

রেলওয়ে খালাসী পদে নিয়োগ বিজ্ঞপ্তি

রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আরো দেখতে পারেন-

[feed url=”https://probangla.com/category/govt-job-bd/” number=”5″]

রেলওয়ে খালাসী পদের কাজ কি

খালাসী বাংলাদেশ রেলওয়ের চতুর্থ শ্রেণির একটি পদের নাম। ট্রেন/রেলের মাধ্যমে আসা মালামাল নামানো; ট্রেনের বগি ও ইঞ্জিন রুম পরিষ্কার, স্টেশন পরিস্কার, রেলের পাতের পাথর এলোমেলো বা সরে গেলে সেগুলোর লেভেল সমান করা এই খালাসী পদের মূল কাজ।

নিয়োগের শর্তাবলী

চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে এবং Departmental Candidate এর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে। এ ক্ষেত্রে অনাপত্তি ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষায় উপস্থাপন করতে হবে।

আবেদনকারী কোন রেলওয়ে কর্মচারীর পোষ্য হলে সম্পর্ক উল্লেখ পূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষরসহ প্রত্যয়ণত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক জমা দিতে হবে। পোষ্য অর্থ- বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অন্যুন ২০ বছর চাকরি সম্পন্নহয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে)

নিয়োগের জন্য সরকারের বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন তা অনুসরণযোগ্য হবে।

কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দিবে না কর্তৃপক্ষ।

পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে।

বাংলাদেশ রেল এর খালাসী পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট তথ্য পেতে আমাদের ফেসুবক পেজ– এ লাইক দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top