এইচএসসি ফলাফল ২০২২ যেভাবে রিভিউ করবেন HSC Rescrutiny Process

HSC Rescrutiny Process : ২০২২ সালের এইচএসসি ফলাফল ০৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে । সারাদেশে গড় পাশের হার শতভাগ। এবার ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। যারা কৃতিত্ত্বের সাথে পাশ করেছেন তাদের সকলকে প্রোবাংলা পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তবে যারা এবার ভালো করতে পারেননি তাদের জন্যেই আজকের এই পোস্ট। আজকের পোস্টটি হলো ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন কিভাবে তা নিয়ে।

কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন?

  • মোবাইলের মাধ্যমে ঘরে বসে ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন সম্পন্ন করতে পারবেন। তার জন্যে যা যা প্রয়োজন হবেঃ
  • টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন।
  • মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স ( প্রতিটি বিষয়ে আবেদনের জন্যে আবেদন ফি বাবদ ১২৫ টাকা কর্তন করা হবে।)
  • যোগাযোগের জন্য ব্যক্তিগত মোবাইল নম্বর (যে কোন অপারেটরের নম্বর দিতে পারবেন)

এবার আবেদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক…

HSC Rescrutiny Process

এইচএসসি রেজাল্ট রিভিউ করতে এসএমএস করবেন যেভাবেঃ

HSC Rescrutiny Process
HSC Rescrutiny Process

HSC Result Review 2022

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
REV<space>বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর<space>রোল নম্বর

উদাহরণঃ সিলেট বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 123456 তার আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<space>SYL<স্পেস>123456
তারপর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠিয়ে দিন।

ফিরতি এসএমএস এ জানিয়ে দেওয়া হবে কত টাকা কর্তন করা হবে এবং আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে।
তারপর আবার ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
REV<space>YES<space>পিন নম্বর<space>আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর (যে কোন অপারেটরের)

উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ আসা আপনার পিন নম্বর হল 456789 এবং আপনার মোবাইল নম্বর 017XXXXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন

এভাবেঃ REV<space>YES<space>456789<স্পেস>017XXXXXXXX

তারপর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠিয়ে দিন।

তারপর ফিরতি এসএমএস এ Confirmation সংক্রান্ত একটি বার্তা আসবে আপনার মোবাইলে। সেখানে Track নম্বর দেয়া থাকবে; এই এসএমএস Reference হিসেবে সংরক্ষণ করে রাখতে পারেন।

আবেদনের সময়সীমাঃ ০৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে।

ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল কবে দেবে? 

সাধারণত ফলাফল পুনঃনিরীক্ষণ এর রেজাল্ট মূল ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই প্রত্যেক শিক্ষা বোর্ডের স্ব-স্ব ওয়েব পোর্টালে পিডিএফ ফাইল আকারে প্রকাশ করা হয়ে থাকে। তাছাড়াও এইচএসসি ফলাফল পুণঃনিরীক্ষণ ফলাফল প্রকাশ হওয়া মাত্র সকল শিক্ষা বোর্ড এর ফলাফল দেখা যাবে এই পোস্টে। তাই এই পোস্টে নিয়মিত চোখ রাখুন।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *