honours results

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ রেজাল্ট প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সম্মিলিত ফলাফল প্রকাশ ২০২০। ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।

অনার্স ১ম, ২য়, ৩য় বর্ষে বিভিন্ন কোর্সে অকৃতকার্য পরীক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে তাদের CGPA সহ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results এবং SMS এর মাধ্যমে জানা যাবে।

SMS এর মাধ্যমে ফলাফল জানতে যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU <Space> H4 <Space> Roll Number লিখে 16222 নম্বরে Send করে Result জানা যাবে।

এছাড়াও অনলাইনে ফলাফল জানতে পারবেন (www.nu.ac.bd/results) থেকে রেজাল্ট জানা যাবে। CGPA দেখতে Consolidated Result দেখুন এজন্য রোল / রেজিষ্ট্রেশন নাম্বার,শিক্ষা সাল ,ক্যাপচা কোড দিয়ে সিজিপিএ রেজাল্ট দেখতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম:

  • ৮০ বা তদুর্ধ = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
  • ৭৫ থেকে ৭৯ = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
  • ৭০ থেকে ৭৪ = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
  • ৬৫ থেকে ৬৯ = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
  • ৬০ থেকে ৬৪ = B = ৩.০০ বা ১ম বিভাগ
  • ৫৫ থেকে ৫৯ = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
  • ৫০ থেকে ৫৪ = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
  • ৪৫ থেকে ৪৯ = C = ২.২৫ বা ২য় বিভাগ
  • ৪০ থেকে ৪৫ = D = ২.০০ বা ৩য় বিভাগ
  • ৩৯ থেকে ০ = Fail = ০.০০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top