honours routine 2018

অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিন ২০১৮ ডাউনলোড

অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিন ২০১৮ pdf ডাউনলোড (NU Honours 2nd Year Routine 2018) – অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষার সময়সূচি ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচীও কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুসারে উক্ত পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে শুরু হয়ে সকল বিষয় সমূহের পরীক্ষা ০৭ মার্চ ২০২১ তারিখে শেষ হবে।

পরীক্ষার প্রকাশিত সময়সূচীতে উল্লেখ করা হয়েছে প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল অনুসারে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি পরীক্ষা দুপুর ১:৩০ টায় শুরু হবে। ২৮ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশবোর্ডে উক্ত সময়সূচী প্রকাশ করা হয়। অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচী ২০১৮ আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে।

NU Honours 2nd Year Routine 2018honours routine 2018

routine 2018

qna

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pro Bangla-প্রো বাংলা