হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হীড বাংলাদেশ চাকরির জন্য শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০৫ জনকে নিয়োগ দেবে কর্তৃপক্ষ। হীড বাংলাদেশে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি বৃহত একটি সুযোগ। হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি এর পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ-মহিলা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি
হীড বাংলাদেশ নিয়োগ সার্কুলারে আবেদন করা যাবে ২২ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত । হীড বাংলাদেশ এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। এছাড়াও সরকারি-বেসরকারি, এনজিও সহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
|
সদ্য প্রকাশিত অন্যান্য এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
হীড বাংলাদেশ নিয়োগ সার্কুলারে নিয়োগের পদসংক্রান্ত তথ্যাবলী
হীড বাংলাদেশ চাকরির বিজ্ঞপ্তি ২০২১ এর পদের নাম, শূন্যপদ সংখ্যা, বেতন ও গ্রেড নিম্নে উপস্থাপন করা হলো।
ক্র: নং | পদের নাম | পদ সংখ্যা | বয়স | বেতন |
১ | District Supervisor | ০১ টি | ৪৫ বৎসর | ৩৪,০০০/- |
২ | Labratory Technician | ০৩ টি | ৩৫ বৎসর | ১৯,৮৬৮/- |
৩ | TB Control Assistant (TCA) | ০১ টি | ৩৫ বৎসর | ১৬,৩০০/- |
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:
(১) মাস্টার্স পাশ ও স্বাস্থ্য প্রোগ্রাম ব্যবস্থাপনায় ৩ বৎসরের অভিজ্ঞতা।
(২) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিতে এবং সংশ্লিষ্ট বিষয়ে ২ বৎসরের অভিজ্ঞতা।
(৩) স্নাতক পাশ ও ০১ সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা।
হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2021
আবেদন পদ্ধতি
হীড বাংলাদেশ চাকরির পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীকে আগামী ২২ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, কভার লেটার সহ সিভি এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি Manager-HRM, HEED Bangladesh, Main Road, Plot-19, Block-A, Section-11, Mirpur, Dhaka-1216 বরাবরে প্রেরণ করতে হবে অথবা jobsheed@gmail.com এ সেন্ড করতে হবে।
আরো পড়ুন:
- সেরা ৫টি লাভজনক আধুনিক ব্যবসা আইডিয়া
- লাভজনক কয়েকটি গ্রামের ব্যবসা আইডিয়া
- লাভজনক কয়েকটি উৎপাদনমুখী ব্যবসায় আইডিয়া
- আজকের নামাজের সময়সূচী – ১১ ডিসেম্বর ২০২৪
- সিলিন্ডার গ্যাসের দাম – এলপিজি গ্যাসের দাম ২০২৪
নিয়মিত এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন।
স্বীকারোক্তিঃ হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি এর সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু ভুল মানুষ করবে এটাই স্বাভাবিক, সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। তাই সকল ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আরও উল্লেখ থাকে যে, প্রাপ্ত কোন ভুল তথ্যের জন্য আমরা কোনভাবেই দায়ী নাই। কোন প্রকার ভুল আপনি পেলে আমাদের যোগাযোগ মাধ্যমে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।