হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ১২ ক্যাটাগরিতে মোট ২৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (HBRI Niyog Biggopti) বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। HBRI Job Cicrcular এর অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।

Housing and Building Research Institute job circular 2021

ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা
রিসার্চ অফিসার /রিসার্চ ইঞ্জিনিয়ার (বিল্ডিং মেটেরিয়েলস ডিভিশন)  ০৩টি 
রিসার্চ অফিসার /রিসার্চ ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এন্ড কন্সট্রাকশন ডিভিশন)  ০২টি
রিসার্চ এসোসিয়েট (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এন্ড কন্সট্রাকশন ডিভিশন) ০৩টি 
রিসার্চ এসোসিয়েট (সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার ডিভিশন)  ০২টি 
রিসার্চ এসোসিয়েট (বিল্ডিং মেটোরিয়েলস ডিভিশন)  ০২টি 
রিসার্চ এসোসিয়েট (হাউজিং ডিভিশন)  ০১টি 
রিসার্চ এসিসটেন্ট (বিল্ডিং মেটেরিয়েলস ডিভিশন)  ০১টি 
সিনিয়র ড্রাফটসম্যান ০১টি 
জুনিয়র ড্রাফটসম্যান  ০১টি 
১০ সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর  ০১টি 
১১ ক্যাশিয়ার  ০১টি 
১২ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক  ০৩টি 
১৩ ড্রিলিং এসিসটেন্ট  ০১টি 
১৪ পাম্প ড্রাইভার  ০১টি 
সর্বমোট  ২৩টি 

আরও পড়ুন-

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠানের নামঃ হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
  • অনলাইনে আবেদন শুরুঃ ০১ ফেব্রুয়ারি ২০২১ থেকে।
  • অনলাইনে আবেদন শেষঃ ২৮ ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত।
  • মোট পদ সংখ্যাঃ ২৩টি।
  • আবেদন ফীঃ সার্কুলারে দেখুন।
  • বয়স সীমাঃ ০১ জানুয়ারি ২০২১ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.hbri.gov.bd
  • আবেদন লিংকঃ http://career.hbri.gov.bb
  • পরীক্ষার ধরণঃ এমসিকিউ ও লিখিত পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে। MCQ পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর থাকবে।

HBRI Job Circular 2021

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ সার্কুলারটি নিচে ছবি আকারে যুক্ত করা হল ।

hbri jobঅনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী

কেবলমাত্র অনলাইনে http://career.hbri.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন আকেবদনকালে প্রয়োজনীয় কাগজপত্রাদি, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন ফি জমাদান: আবেদন ফি অনলাইনে নগদ সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে।

(hbri niyog biggopti) পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড

পরীক্ষার প্রবেশপত্র www.hbri.gov.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে ১০ মার্চ, ২০২১ তারিখের মধ্যে।

মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং
  • অন্যান্য কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে।

qna

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top