GSB Job Circular 2021
GSB Job Circular : বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ৩ ক্যাটাগরিতে ৩২ পদে নিয়োগ দেবে কর্তৃপক্ষে। GSB Job এর বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা থাকা সাপেক্ষে পুরুষ-মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিম্নে দেওয়া হল। সকল বাংলাদেশ ব্যাংক চাকরির তথ্য পড়তে আমাদের চাকরি পেইজে নিয়মিত ভিজিট করুন।
Geological Survey of Bangladesh Job Circular 2021
ক্রমিক নং | পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
১ | ড্রাইভার | ৭টি | জেএসসি বা সমমান পাশ |
২ | অফিস সহায়ক | ১৪টি | এসএসসি পাশ |
৩ | নিরাপত্তা প্রহরী | ১১টি | জেএসসি বা অষ্টম শ্রেণি পাশ |
সর্বমোট | ৩২টি |
আরও পড়ুন-
- চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
- আসন্ন সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
- অনলাইনে আবেদন শুরুঃ ১১ ফেব্রুয়ারি ২০২১ (সকাল ১০টা) থেকে।
- অনলাইনে আবেদন শেষঃ ০৫ মার্চ ২০২১ (বিকাল ৫টা) পর্যন্ত।
- মোট পদ সংখ্যাঃ ৩২টি
- আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা।
- অফিসিয়াল ওয়েবসাইটঃ www.gsb.gov.bd
- আবেদন লিংকঃ http://gsb.teletalk.com.bd
জিএসবি নিয়োগ সার্কুলার
(GSB Niyog Biggopti) সার্কুলারটি নিচে ছবি আকারে যুক্ত করা হল ।
অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী
http://gsb.teletalk.com.bd ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান
১ম এসএমএস
GSB<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: GSB ABCDEF and Send 16222
২য় এসএমএস
GSB<space>YES<space>Pin Number লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: GSB YES 12345678 and Send 16222
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড
পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কিত নোটিশ http://gsb.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইলে জানানো হবে। তারপর http://gsb.teletalk.com.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
- অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
- যে ইউনিয়ন/পৌরসভার বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
- মহিলা কোঠা ব্যতিত অন্যান্য সকল কোটা দাবীর সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃক প্রদত্ত সনদপত্র/কাগজপত্রাদি/ প্রমানাদির ফটোকপি (সত্যায়িত)।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
- অনলাইনে পুরণকৃত আবেদনপত্রের কপি।