বর্তমান দৈনন্দিন জীবনে মোবাইল একটি নিত্য প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য অংশ। মোবাইল ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। যখন প্রয়োজন হয় অনলাইন এবং অফলাইন শপ থেকে ফোন /মোবাইল ক্রয় করে থাকি। কিন্তু আমরা আদৗ কি জানি ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? আজ আমরা অফিসিয়াল ফোন চেনার উপায় সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করবো। আমরা আরও জানতে পারবো- আসল মোবাইল চেনার কোড অথবা অফিসিয়াল ফোন চেনার কোড।
অফিসিয়াল ফোন চেনার উপায়
অফিসিয়াল ফোন বলতে আমরা বুঝি, বৈধভাবে সরকারকে ট্যাক্স ও ভ্যাট প্রদান করে যে সকল ফোন বাংলাদেশে আমদানি হয় অথবা বিদেশ থেকে আসে অর্থাৎ বাংলাদেশ সরকারের আওতাধীন বিটিআরসি এর অনুমোদনকৃত ফোনটিকেই অফিসিয়াল ফোন বলে। তাই আপনাকে অবশ্যই অফিসিয়াল ফোন ক্রয় করতে হবে। চলূন অফিসিয়াল ফোন চেনার উপায় গুলো সম্পর্কে নিচে আলোচনা করবো।
আনঅফিসিয়াল ফোন চেনার উপায়
আনঅফিসিয়াল ফোন: যে সকল ফোন সরকারী ভ্যাট ও ট্যাক্স প্রদান না করে আমদানি বা আসে সেই ফোন গুলোকে আনঅফিসিয়াল ফোন বলে। আনঅফিসিয়াল ফোন যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
আসল মোবাইল চেনার কোড | অফিসিয়াল ফোন চেনার কোড
- প্রথমে আপনার মোবাইলে ১৫ ডিজিটের IMEI নম্বরটি সংগ্রহ করতে হবে। এর জন্য আপনার মোবাইলে ডায়াল করুন *#06#। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে আপনার IMEI কোডটি দৃশ্যমান হবে।
- আপনার ফোনের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন KYD [স্পেস] ১৫ ডিজিটের IMEI নাম্বার, তারপর পাঠিয়ে দিন 16002 নাম্বারে।
- কিছুক্ষণের মধ্যে আপনাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার হাতে থাকা ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।
আপনি যখন মোবাইল ফোন ক্রয় করতে যাবেন তখন অবশ্যই উপরের বিষয়গুলি ফলো করার চেষ্টা করবেন। এতে আপনি জানতে পারবেন যে ফোনটি কিনতে চাচ্ছেন সে ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।
আরো পড়ুন: মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২
অফিসিয়াল মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধা
অফিসিয়াল ফোন ক্রয় করলে যেসব সুবিধা পাবেন তা নিচে আলোচনা করলামঃ-
- আপনার ফোনটি কখন কোন কারণে যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে ফোনের IMEI নাম্বারের মাধ্যমে খুব সহজে ট্রাকিং করে ফোনটি বের করা সম্ভব হবে।
- আসল বা অফিসিয়াল ফোন ক্রয় করা হলে, ফোনটি অফিসিয়ালি ভাবে আপনার নামে নিবন্ধিত থাকবে।
- অফিসিয়াল ফোন ক্রয় করলে আপনি কোম্পানীর অরিজিনাল ফোনটি পাবেন।
- অফিসিয়াল ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সময়ে সময়ে মোবাইল ফোন কোম্পানীগুলো নানা প্রকারের আপডেট নিয়ে আসে। সে আপডেটটি অতি সহজে আপনি পেয়ে যাবেন।
- মাথায় রাখবেন, আনঅফিসিয়াল ফোন এর তুলনায় অফিসিয়াল ফোনের দাম একটু বেশি হওয়াটা স্বাভাবিক।
ব্যবহৃত ফোনের বর্তমান অবস্থা যাচাই প্রক্রিয়া | অফিসিয়াল ফোন চেনার কোড
আপনার হাতে বর্তমান ব্যবহৃত ফোনটি যদি যাচাই করতে চান ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তাহলে নিচের অফিসিয়াল ফোন চেনার কোড এবং ধাপ গুলো অনুসরণ করতে পারেন।
- আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে ডায়াল করুন *16161#
- লক্ষ্য করুন, আপনার স্ক্রীনে আসা অপশনগুলোর উপর, সেখান থেকে Status Check অপশনটি নির্বাচন করুন।
- কিছুক্ষণের মধ্যে আপনার সামনে একটি ইনপুট বক্স দৃশমান হবে। এতে আপনি IMEI নাম্বারটি টাইপ করুন।
- তারপর আপনি পপআপ বক্স হতে হ্যাঁ অপশনটি নির্বাচন করুন।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।
তাছাড়াও বিটিআরসি ওয়েব পোর্টাল neir.btrc.gov.bd হতে কাষ্টমার কেয়ারের নাম্বারটি কালেক্ট করুন। তারপর তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন।
প্রিয় ভিজিটর, অফিসিয়াল ফোন চেনার উপায় কি -আসল মোবাইল চেনার কোড (অফিসিয়াল ফোন চেনার কোড) সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি উপকৃত হবেন। যদি আমাদের লেখাটি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন। আমরা যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
আমাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদেরকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।