কাজে আসার মতো তিনটি গেজেট

আজ আপনাদের সামনে তিনটি গ্যাজেট নিয়ে হাজির হয়েছি। এগুলো আপনাদের দৈনন্দিন বিভিন্ন কাজে লাগতে পারে। কোনো কাজ সম্পাদন করতে আমাদের বিভিন্ন গেজেটের সাহায্য প্রয়োজন হয়। কিন্তু আমরা জানি না কোন গেজেট দিয়ে সেই কাজ সহজেই সম্পন্ন করা যাবে। এই তিনটি গেজেট আপনাদের কাছে থাকলে আশা করি কয়েকটা সমস্যার সমাধান হতে পারে। এই গেজেট সম্পর্কে জানতে Probangla-র সাথেই থাকুন।

১. Huenit

এটা দেখতে কিউট এবং ছোট্ট একটি রোবট। প্রথম দেখায় মনে হবে এটা বাচ্চাদের কোনো খেলনা। কিন্তু আসলে এটা খুবই কাজের জিনিস। রোবটিক্স প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। কিন্তু আমাদের সবার হাতের কাছে তো আর রোবট থাকে না। বড় বড় রোবটগুলো বিভিন্ন কারখানায় কাজে নিযুক্ত। তাই আপনিও যদি রোবট ব্যবহারের আনন্দ পেতে চান তাহলে এটা কিনতে পারেন।

এটা মানুষের হাতের মতো বিভিন্ন দিকে ভাঁজ হয়। এটা ২২০ ডিগ্রী পর্যন্ত ঘুরতে পারে। এর উপর লাগানো আছে একটি ক্যামেরা। যেটা দিয়ে প্রতিমুহূর্তের ছবি আপনার কাছে পাঠাতে পারে। এবং এর কাছে আছে শক্তিশালী প্রযুক্তির সেন্সর। যেটা দিয়েছে সামনে থাকা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারে। এটা হালকা বস্তু ওঠাতেও সক্ষম, যেমনঃ মোবাইল, চায়ের কাপ। এটাকে আপনি আপনার ল্যাপটপ বা মোবাইলের সাথে সংযোগ করে নিয়ন্ত্রণ করতে পারেন। এটার আরেকটি বিশেষ দক্ষতা হচ্ছে, এটা যে কোনো নকশা আঁকতে পারে। আপনি মোবাইলের মাধ্যমে এটাকে যে নকশা আঁকতে বলবেন সে একে দেবে।

Huenit
Huenit

আমরা অনেক সময় কাঠের উপর নিজের নাম কিংবা প্রতিষ্ঠানের নাম লেজার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে থাকি। লেজার প্রিন্টারের দাম অনেক। তাই দোকানে গিয়ে প্রিন্ট করাতে হয়। এর জন্য অবশ্য অনেক টাকা খরচ হয়। এছাড়া জরুরী প্রয়োজনে সাথে সাথে প্রিন্ট করা সম্ভব হয় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই রোবট আপনার ইচ্ছামাফিক কাঠের উপর লেজার লাইটের মাধ্যমে নকশা করতে পারবে। এটা আপনার ঘরে থাকলে যেমন ঘরকে আরো স্মার্ট লাগবে। তেমনি আপনি এর মাধ্যমে কিছু উপকারও পাবেন।

২. Power build tyre step

যাদের বড় গাড়ি আছে যেমনঃ জিপ, SUV, মাইক্রোবাস। তাদের প্রায় সময়ই গাড়ির ছাদ পরিষ্কার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। কেননা নিচে দাঁড়িয়ে গাড়ির ছাদ পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য আমরা চেয়ার বা টুলের ব্যবহার করি। কিন্তু সে চেয়ার বা টুল গাড়ির গায়ে লেগে গাড়ির রং উঠিয়ে ফেলে। তখন গাড়িটাকে অসুন্দর লাগে। কিন্তু ছাদ পরিষ্কার করতেই হবে।

Power build tyre step
Power build tyre step

এজন্য একটি খুব সিম্পল গেজেট বাজারে রয়েছে। এই power build tyre step আপনি আপনার টায়ারের উপর আটকাবেন। এবং সেটার উপর দাঁড়িয়ে খুব সহজেই গাড়ির ছাদ পরিষ্কার করতে পারবেন। এটা খুবই সহজেই প্রতিস্থাপন করা যায়। এটাকে রাখার জন্য খুব বেশি একটা জায়গার প্রয়োজন পড়ে না। মাঝেমধ্যে এমনই ধরণের কিছু সিম্পল গেজেট আছে যেগুলোর খুব তীব্র প্রয়োজন অনুভূত হয়। এছাড়া এটা আপনার টায়ারের কোনো ক্ষতিও করবে না। লোহার তৈরি এই গেজেট বহুদিন আপনি ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: জীবনকে সহজ করে দেয় এমন ৩টি গেজেট

৩. Pure port

আজকাল সবার কাছেই স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ আছেই। এমন খুব কম মানুষই আছে যাদের কাছে অন্তত স্মার্টফোন নেই। স্মার্ট ফোন ছাড়াও আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে থাকি যেমন মাউস, রাউটার, প্রিন্টার, স্ক্যানার।

স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপে অনেকগুলো সংযোগ দেওয়ার পোর্ট থাকে। যেমন ইউএসবি পোর্ট, চার্জার পোর্ট, হেডফোন পোর্ট ইত্যাদি। এছাড়া স্মার্টফোনে থাকে মাইক্রোফোন বা স্পিকার এর সরু ছিদ্র।

এগুলোতে প্রায় সময় ময়লা জমতে থাকে। ময়লা জমার দরুন অনেক সময় এগুলো ঠিকমতো কাজ করে না। বিশেষ করে চার্জার বা হেডফোনের পোর্টে ময়লা জমে গেলে স্মার্ট ফোন চার্জ হয় না কিংবা হেডফোন কাজ করে না।

Pure port
Pure port

আমরা সময়ের অভাবে কিংবা অলসতার কারণে এগুলো পরিষ্কার করতে চাই না। পরিষ্কার করতে চাইলেও হাতের কাছে এগুলো পরিষ্কার করার মতো বস্তু থাকে না। এগুলো এত সূক্ষ্ম ছিদ্র যে, খুব সাবধানতার সাথে এগুলো পরিষ্কার করতে হয়।

এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য বাজারে এসেছে ছোট্ট দেখতে এই pure port গ্যাজেটটি। এটার মধ্যে পাঁচটি ভিন্ন কাজের জন্য পাঁচটি আলাদা আলাদা টুলস আছে। সরু ব্রাশ, চার্জারের পিন পরিষ্কার করার জন্য আছে বিশেষ ধরনের ব্রাশ।

এটা খুবই হালকা ও ছোট। আপনি আপনার পড়ার টেবিলের এক কোণায় অনায়াসে রেখে দিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top