ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও

ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও এবং প্রথম ব্যক্তি!

ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও-First Youtube Video Uploader: সাধারণত আমরা সকলেই ৬-৭ বছর আগে আপলোড করা ভিডিওগুলো দেখেছি, কিন্তু ১৯ বছর আগে আপলোড করা কোনো ভিডিও এর আগে চোখে পড়েনি হয়তো। তাই ভাবলাম এই ভিডিও সম্পর্কে কিছু লেখা যাক- দেখে নেয়া যাক ভিডিওটা আসলে কী নিয়ে৷

ভিডিওটার টাইটেল ছিল- ‘Me at the zoo’. ভিডিওটি ওপেন করার পর তেমন আকর্ষণীয় কিছু পাওয়া না গেলেও ১৯ সেকেন্ডের এই ভিডিও, সেখানে একজন চিড়িয়াখানায় যেয়ে হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে কিছু বলছেন বলে মনে হচ্ছিল। তার কথা ছিল অনেকটা এরকম-

“All right, so here we are in front of the, uh, elephants, and the cool thing about these guys is that is that they have really, really, really long, um, trunks, and that’s, that’s cool, and that’s pretty much all there is to say.”

যার বাংলা বললে যা হয়- “আমরা হাতির সামনে দাঁড়িয়ে আছি, আর এদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো তাদের লম্বা শুঁড়। এখানে এতটুকুই বলার আছে।”

এখানে একটি কথা বলে নেয়া উচিত এই ভিডিওতে যাকে দেখা গেল তিনি হলেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাওয়াদ করিম!” চ্যানেলের নাম হচ্ছে ”Jawed”. এছাড়াও এই আর্টিকেলটি লেখা অবধি ভিডিওটির ভিউ প্রায় ৩০১ মিলিয়ন +।

৩০টি অনলাইন থেকে ইনকাম করার উপায় জেনে নিন

ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা আমাদের বাংলাদেশিদেরই একজন, তার কথা আমরা কয়জনই বা জানি? শুধু নিজে নিজে জানলেই তো হয় না, অন্যদেরকেও জানানো উচিত। তাই আর দেরি না করে জাওয়াদ করিমকে নিয়ে একটি ব্লগ লিখলাম।

ইউটিউব:

আসলে সত্যি কথা হলো ইউটিউব কী, তা তো আমরা সবাই জানি। ইউটিউব নিয়ে কিছু বলা লাগবে বলে আমি মনে করি না তারপরও দু একটি কথা লেখি-

ইউটিউব হলো ভিডিও শেয়ার করার একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম। ইউটিউব বর্তমান ইন্টারনেট দুনিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। এই সাইটটিতে কেহ আপলোড করছে ভিডিও আবার কেহ ভিডিও দেখার জন্য আসেন। এছাড়াও ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদান সহ নানা প্রয়োজনীয় সুবিধা রয়েছে ইউটিউব প্লাটফর্মে।

প্রযুক্তিপ্রণেতা, পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি চ্যাড হারলি, স্টিভ চ্যান আর বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম তিনজনের অক্লান্ত পরিশ্রমে ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এই ইউটিউব ।

কয়েক মাসের চেষ্টায় তৈরি হওয়া ইউটিউব ভিডিও ফাইলের আকার ছোট করে প্রদর্শনের বিশেষ প্রযুক্তির জন্য বিশ্বে অনন্য সাধারণ অবস্থান নিয়েছে। বর্তমানে ইউটিউবে প্রতিদিন কমপক্ষে ৩ বিলিয়ন বার ভিডিও দেখা হয়। প্রতি মিনিটে আপলোড হয় ৪৮ ঘণ্টার ভিডিও। ১ কোটি ১৫ লাখ ডলারে নির্মাণ করা ইউটিউব এক বছরের মধ্যেই গুগল কিনে নেয় ১৬৫ কোটি ডলারে।

ইউটিউব সম্পর্কে একটা ধারণা তো পেলেন, এবার তাহলে জানা যাক জাওয়াদ করিম সম্পর্কে।

জন্ম ও বেড়ে ওঠা:

জাভেদ করিম পূর্ব জার্মানির মার্সবার্গে ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা বাংলাদেশের প্রবাসী বিজ্ঞানী নাইমুল করিম ও মা ক্রিস্টিনা করিম ইউনিভার্সিটি অব মিনেসোটার বায়োকেমিস্ট্রির বিজ্ঞানী ছিলেন । ১৯৯২ সালে স্বপরিবারে নাইমুল করিম আমেরিকা পাড়ি দেন।

ছোট বেলা থেকেই জাওয়াদ ছিলেন একটু চুপচাপ প্রকৃতির এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনাশীল একজন মানুষ। ছোটবেলা থেকেই আবিষ্কারের নেশা সবসময় তার মনের ভিতর কাজ করতো, যার ফলস্বরূপ আজকের এই ইউটিউব।

জাওয়াদ করিমের ১৩ বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠা জার্মানিতে। কিন্তু পরবর্তীতে লেখাপড়া করেন আমেরিকায়। জাভেদ কম্পিউটার বিজ্ঞানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ২০০৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছিলেন।

ইউটিউবের শুরুর গল্প:

জাভেদের মাথায় প্রথম আসে ইউটিউব তৈরি করার আইডিয়াটা। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ২০০৪ সালে একজন অভিনেত্রীর একটি ভিডিও ক্লিপ অনলাইনে অনেক খোঁজার পরও পাননি। তখন চিন্তা করেন একটি ওয়েবসাইটের কথা, কোন রকম ঝামেলা ছাড়াই, যেখানে সবাই ভিডিও শেয়ার বা আপলোড করতে পারবে।

কম্পিউটার সায়েন্সে পড়ার পাশাপাশি ২০০৪ সালে পেপ্যালে চাকরি করার সময় চ্যাড হার্লি এবং স্টিভ চেনের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। স্টিভ ছিলেন একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র। হার্লি মূলত পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ডিজাইন বিভাগের ছাত্র ছিলেন। এই তিন জনই নতুন কিছু করতে চাইতেন। এমনকিছু করতে চাইতেন, যাতে পুরো পৃথিবী অবাক হয়ে যায়।

তাই সান ফ্রান্সিস্কোতে স্টিভ চেনের বাসায় আলোচনার জন্য স্থান নির্ধারণ করা হল । রাতের খাবারের সময় সিদ্ধান্ত গ্রহণ করা হল তারা ইউটিউব নামক ভিডিও শেয়রিং সাইট তৈরি করবেন। এর একটিই কারণ তখন ভিডিও শেয়ারিং এর কোন উল্লেখযোগ্য সাইট ছিলোনা।

“ঝুঁকি নাও,সফল হও”
-জাওয়াদ করিম

আইডিয়া হলো, অসামান্য প্রতিভাবান দুজন বন্ধু ও আছে, কিন্তু এরকম ভিডিও সাইট চালাইতে অনেক টাকার প্রয়োজন, সেজন্য দরকার এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যিনি টাকা ইনভেস্ট করবেন। ‘সেকুয়া ক্যাপিটাল’ নামে একটি প্রতিষ্ঠান ১১.৫ মিলিওন ডলার ইনভেস্ট করলো। এরপর তারা শুরু করে দিলেন তাদের কাজ।

২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি তারা youtube.com ডোমেইনটি রেজিস্ট্রেশন করলেন। তিন প্রকৌশলী কয়েক মাসের মধ্যে এর কাজও শেষ করে ফেললেন। নভেম্বর মাসে ‘ব্রডকাস্ট ইওরসেলফ’ শ্লোগানে অফিশিয়ালি উন্মুক্ত করা হলো ইউটিউব সাইটটি।

২০২৪ সালে ইউটিউবের প্রগতি

ইউটিউব বর্তমানে গুগলের অধীনস্থ অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। ইউটিউব মূলত সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি বৈশ্বিক অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও, বর্তমানে এটি বিশ্বব্যাপী প্রচারিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন ১২২ মিলিয়নেরও বেশি মানুষ ইউটিউবের ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে ভিজিট করে।  ইউটিউব ২০২৩ সালে বিজ্ঞাপনের মাধ্যমে $১৪.৩৫৮ বিলিয়ন উপার্জন করেছে। 

পৃথিবীর সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহারকারী রয়েছে ভারতে। যেখানে প্রায় ৪৬৭ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২৪৭ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। ২০২৩ সালে, YouTube -এর ব্র্যান্ড ভ্যালু ২৯.৭১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।  কিন্তু মাত্র ১ বছর আগেও এর মূল্য অনুমান করা হয়েছিল ২৩.৮৯ বিলিয়ন ডলার। বর্তমানে YouTube হলো বিশ্বব্যাপী সবচেয়ে মূল্যবান ৮টি মিডিয়া ব্র্যান্ডের একটি।

সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ত্রৈমাসিক বিজ্ঞাপনের রাজস্বের ভিত্তিতে ইউটিউবের বার্ষিক আয় ১,৫০০ কোটি মার্কিন ডলার অনুমান করা হয়। তবে ২০২৩ সালে ইউটিউবের সর্বমোট রেভিনিউ ছিল প্রায় ৭.৯৫২ বিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে ইউটিউবের জন্য গুগলের ইনভেস্টমেন্টটি বর্তমানে সত্যিই অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে।

ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও:

২০০৫ সালের ২৩ এপ্রিলে ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম ভিডিওটি আপলোড করেছিলেন জাভেদ। ওইদিনই ইউজার একাউন্ট ‘jawed’ নামক চ্যানেলটি প্রথম তিনিই তৈরি করেন। সেখানে ‘Me at the zoo’ নামের একটা ১৯ সেকেন্ডের পরীক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওটি ছিল সান ডিয়াগোর এক চিড়িয়াখানায়, বয়স্ক হাতি মেসার সামনে। আর ইয়াকভ লাপিস্কি ভিডিওটি শ্যুট করেছিলেন। তিনি ছিলেন জাভেদ এর হাইস্কুলের বন্ধু।

তিনি এখন টলেডো ইউনিভার্সিটির কেমিক্যান অ্যান্ড এনভয়রমেন্টাল ইঞ্জিনিয়রিংয়ের অধ্যাপক । নভেম্বর ২০২৪ পর্যন্ত এই ভিডিওর ভিউ ছাড়িয়েছে ৩০১ মিলিয়ন, আর কমেন্ট প্রায় ১০ মিলিয়ন! বর্তমানে ইউটিউবে প্রতি মিনিটে ৫০০ ঘন্টারও বেশী ভিডিও আপলোড করা হয়ে থাকে!

ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও:

 

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *