FAQ – প্রোবাংলা সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

প্রোবাংলা ওয়েবসাইট কত সালে প্রতিষ্ঠিত হয়?
বাংলা ভাষাভাষী মানুষকে তথ্য সুবিধা প্রদানের জন্য ২০১৮ সালে প্রোবাংলা ওয়েবসাইট তার যাত্রা শুরু করে।

প্রোবাংলা কি ধরনের ওয়েবসাইট?
প্রোবাংলা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা বাংলাদেশের সেরা একটি অনলাইন ম্যাগাজিন/ওয়েবসাইট/ওয়েব পোর্টাল, যা সর্বদা তার ভিজিটরের সকল ধরনের তথ্যের তৃষ্ণা মেটাতে কার্যরত আছে।

প্রোবাংলা কি ব্যক্তিগত ওয়েবসাইট?
হ্যাঁ, প্রোবাংলা একটি ব্যক্তিগত ও একমালিকানা ওয়েবসাইট। এই সাইটের প্রতিষ্ঠাতার তথ্য আহরণের প্রতি ভালোবাসা এবং বাংলা ভাষাভাষী মানুষের তথ্য চাহিদা পূরণ করতে এককভাবেই অক্লান্ত শ্রম দিয়ে প্রোবাংলা সাইটটি তৈরি করেছে।

প্রোবাংলা সাইটটি কেন প্রতিষ্ঠা করা হয়?
গুগলে বাংলা ভাষার প্রয়োজনীয় তথ্যবহুল আর্টিকেল ও ওয়েবসাইটের খুব অভাব ছিলো। ইংরেজি ভাষায় দক্ষ না হওয়ায় অনেকেই বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারতো না। তাই প্রায় ২৩৪ মিলিয়ন বাংলা ভাষাভাষী মানুষকে সঠিক ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতে প্রোবাংলা সাইট প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশের অল ইন ওয়ান ওয়েবসাইট কোনটি?
বাংলাদেশের সবচেয়ে বড় অল ইন ওয়ান ওয়েবসাইট হলো প্রোবাংলা ডট কম (ProBangla.com)। সকল শ্রেণীর মানুষের তথ্যের চাহিদা পূরণ করে এই সাইটটি।

প্রোবাংলা সাইটকে অল ইন ওয়ান সাইট বলা হয় কেন?
প্রোবাংলা সাইটে একই সাথে প্রযুক্তি, প্রতিদিনের টাকার রেট, রিভিউ, চাকরির খবর, ই-সেবা, সরকারি পরিষেবা, অনুদান ও ভাতা, ধর্ম, বিজ্ঞান, ক্যারিয়ার, লাইফস্টাইল, শিক্ষা, পাসপোর্ট ও ভিসা, শিশুর নাম, নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের বাজার মূল্য, সকল জেলা, উপজেলা, পোস্ট অফিস, বাংলাদেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার তালিকার আর্টিকেল রয়েছে। সকল প্রকার তথ্য প্রকাশের জন্যই প্রোবাংলা সাইটকে অল ইউনিয়ন সাইট বলা হয়।

প্রোবাংলায় কি কি ধরনের আর্টিকেল লেখা হয়?
প্রোবাংলায় প্রযুক্তি, অনলাইনে আয়, ই-সেবা, ভিসা চেক, টেকনোলজি রিভিউ আর্টিকেল, ভর্তি বিজ্ঞপ্তি, চাকরির খবর, টাকার রেট, শিশুর নাম, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সকল ধরনের আর্টিকেল লেখা হয়।

প্রোবাংলায় কি ইংরেজি আর্টিকেল রয়েছে?
হ্যাঁ, প্রোবাংলা সাইটে বেশ কিছু ইংরেজি আর্টিকেল রয়েছে। প্রোবাংলা সাইটের সার্চ অপশন থেকে English Blog লিখে সার্চ করলেই ইংরেজি আর্টিকেল গুলো দেখতে পাবেন।

এই সাইট থেকে আমি কিভাবে উপকৃত হতে পারি?
প্রোবাংলা সাইট বুঝতে সহজ করে দেয় প্রযুক্তি কিভাবে কাজ করে, অনলাইন ইনকাম করার উপায়, সরকারি পরিষেবা ও ই-সেবা কিভাবে পাবেন, চাকরির বিজ্ঞপ্তি, স্কুল-কলেজের প্রয়োজনীয় ঘোষণা ও বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তথ্য ও দৈনন্দিন প্রয়োজনে সকল তথ্য আপনার উপকারে আসবে।

এই সাইটে কতগুলো ক্যাটাগরি রয়েছে?
প্রোবাংলা সাইটে প্রায় সব ধরনের ক্যাটাগরির আর্টিকেলই পাওয়া যায়। প্রোবাংলার মেনুবারে পাওয়া ক্যাটাগরির সাথে রয়েছে বেশ কিছু সাব ক্যাটাগরি। সব মিলিয়ে প্রায় ৪০ টি ক্যাটাগরি এবং অনেকগুলো সাব ক্যাটাগরির আর্টিকেল পাবেন।

আজকের টাকার রেট কত?
প্রোবাংলা সাইটে প্রতিদিন সকল দেশের টাকার রেট পাবলিশ করা হয়। আপনি যে দেশের আজকের টাকার রেট জানতে চান প্রোবাংলা সাইটের সার্চ অপশনে গিয়ে সে দেশের নাম লিখে আজকের টাকার রেট জানতে পারবেন।

এখানে কি সকল দেশের আজকের টাকার রেট পাওয়া যায়?
হ্যাঁ, প্রোবাংলা সাইটে প্রয়োজনীয় সকল দেশের টাকার রেট জানতে পারবেন। বিশেষ করে বাংলাদেশ থেকে যে সকল দেশে প্রবাসী নিযুক্ত রয়েছে সে সকল দেশের টাকার রেটের আপডেট তথ্য প্রতিদিন পাবলিশ করা হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আজকের দাম কত?
এই সাইটে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস যেমন- তেল, চাল, আলু, লবণ বিভিন্ন প্রকার সবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পাবলিশ করা হয়। দ্রব্যমূল্য প্রকাশের ক্ষেত্রে পূর্বেই বাজারদর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিদিনের কি কি খবর পাওয়া যায়?
প্রোবাংলা সাইটে প্রতিদিনের বিভিন্ন দেশের টাকার রেট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, ট্রেন্ডিং খবর, চাকরির বিজ্ঞপ্তি ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ও ভর্তি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়।

এই সাইটে ইসলাম ধর্মের লেখাগুলো কি কি?
মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মুসলিম জনতার জন্য প্রতিদিনের নামাজের সময়সূচী, আরবি মাসের তারিখ, বিভিন্ন ইসলামিক দোয়া, ইতিহাস, আমলের ও ফজিলত সম্পর্কে এই সাইটে ইসলামিক লেখাগুলো পাবলিশ করা হয়।

আজকের আরবি কত তারিখ?
আজকের আরবি কত তারিখ জানতে প্রোবাংলা সাইটের সার্চ অপশন থেকে অনুসন্ধান করে প্রতিদিনের আরবি তারিখ জানতে পারবেন।

আজকের নামাজের সময়সূচী?
প্রোবাংলা সাইটে আজকের নামাজের সময়সূচী, নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিদিনের সময়সূচী জানতে পারবেন।

এই সাইটে কি ধরনের চাকরির খবর পাওয়া যায়?
প্রোবাংলা সাইটে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, কোম্পানি, ব্যাংক ইত্যাদি ক্ষেত্র গুলোর প্রতিদিনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির খবর পাওয়া যায়।

নির্দিষ্ট ক্যাটাগরির চাকরির খবর কিভাবে পাবো?
আপনার দক্ষতা অনুযায়ী প্রয়োজনীয় নির্দিষ্ট ক্যাটাগরির চাকরির খবর পেতে প্রোবাংলা সাইটের মেনুবারের ক্যাটাগরিতে চাকরির খবর অপশন থেকে চাকরির ধরন নির্বাচন করুন। অথবা, সার্চ অপশন থেকে নির্দিষ্ট চাকরির নাম লিখে সার্চ করেও জানতে পারবেন।

এই‌ সাইটে কি প্রতিদিন চাকরির খবর পোস্ট করা হয়?
প্রোবাংলা সাইটে প্রতিদিনই নিত্যনতুন চাকরির খবর পাবলিশ করা হয়। এখানে আজকের চাকরির খবর অপশন থেকে প্রতিদিনের নতুন চাকরির খবরগুলো দেখতে পাবেন।

নতুন চাকরির খবর কোথায় পাবো?
আজকের নতুন চাকরির খবর পেতে প্রোবাংলা সাইটের মেনুবারের চাকরির খবর ক্যাটাগরি অপশন থেকে আজকের চাকরি সিলেক্ট করুন।

সাইটে চাকরির খবরগুলো কি সঠিক?
প্রোবাংলা সাইটে চাকরির খবর পাবলিশ করার পূর্বে বেশ কয়েকটি মাধ্যমে তা যাচাই করা হয়। বিশ্বস্ত মাধ্যম থেকে বা সরাসরি কোম্পানির মাধ্যমে চাকরির খবর পেলে তার সত্যতা যাচাই করে এই সাইটে পাবলিশ করা হয়।

সরকারি চাকরির খবর কোথায় পাবো?
প্রোবাংলা সাইটে প্রতিদিনের প্রকাশিত সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি থেকে তথ্য নিয়ে পাবলিশ করা হয়। সাইটের চাকরির খবর ক্যাটাগরি থেকে সরকারি চাকরি অপশনে প্রবেশ করে বাংলাদেশের সরকারি চাকরিগুলো, চাকরির পরীক্ষা, প্রস্তুতি ইত্যাদি বিষয় নিয়ে আর্টিকেল পাবেন।

এনজিও চাকরির সার্কুলার?
এই সাইটে বিভিন্ন প্রকার এনজিওতে চাকরির খবর বিশ্বস্ত মাধ্যমের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করে পাবলিশ করা হয়। চাকরির খবর ক্যাটাগরি থেকে এনজিও চাকরি অপশনে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাবেন।

জব সার্কুলার প্রিপারেশন কিভাবে নিবো?
প্রোবাংলা সাইটে বিভিন্ন প্রকার চাকরির খবর প্রকাশের পাশাপাশি কিভাবে জব সার্কুলারের পরীক্ষার প্রিপারেশন নিবেন সে সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করা হয়। সাইটের সার্চ অপশন থেকে চাকরির প্রস্তুতি লিখে সার্চ করলে এ সকল আর্টিকেল পাবেন।

সরকারি চাকরির পরীক্ষার সময়সূচী?
বিভিন্ন প্রকার সরকারি চাকরির খবরের সাথে- চাকরির নিয়োগ কিভাবে দেওয়া হবে, নিয়োগ পরীক্ষার সময়সূচি, প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিয়ে আর্টিকেল প্রাবলিশ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে কিভাবে চাকরির খবর পাবো?
প্রোবাংলা সাইটের অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউবটু্ইটার ইত্যাদি মাধ্যমে চাকরির খবর পাবেন। নতুন চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করতে পারেন।

এখানে কি শিশুদের নাম পাওয়া যায়?
প্রোবাংলায় শিশুদের ইসলামিক নাম, মুসলিম ছেলেদের নামের তালিকা, মুসলিম মেয়েদের নামের তালিকা, হিন্দু শিশুদের নাম ও মনিপুরী শিশুদের প্রায় ১০,০০০ এর বেশি নামের বিশাল তালিকা রয়েছে। এই সাইটের শিশুদের নাম ক্যাটাগরি থেকে সকল প্রকার নামের তালিকা দেখতে পাবেন।

শিশুদের ইসলামিক নামের তালিকা কোথায়?
শিশুদের ইসলামিক সুন্দর নামের তালিকা পেতে প্রোবাংলা সাইটের মেনুবারের শিশুদের নাম ক্যাটাগরি অপশন থেকে আপনার ছেলে অথবা মেয়ে জন্য নামের তালিকা পাবেন। অথবা সার্চ বার থেকে সার্চ করেও পছন্দের নামটি খুঁজে নিতে পারেন।

মুসলিম ছেলেদের নামের তালিকা?
প্রোবাংলা সাইটে রয়েছে মুসলিম ছেলে শিশুদের জন্য নামের বিশাল তালিকা। এখানে ইসলামিক, কোরআনিক, আরবি অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা পাবেন।

মুসলিম মেয়েদের নামের তালিকা?
আপনার কন্যা সন্তানের জন্য প্রোবাংলা সাইটে পাবেন ইসলামিক মেয়েদের নামের তালিকা।

এই সাইটে কি রেজাল্টের খবর পাওয়া যায়?
প্রোবাংলা সাইটে স্কুল-কলেজের বোর্ড রেজাল্ট, ভর্তি পরীক্ষার রেজাল্ট, চাকরির পরীক্ষার রেজাল্ট ইত্যাদি সম্পর্কিত তথ্য পাবেন।

শিক্ষাভিত্তিক কি কি তথ্য এখানে পাওয়া যায়?
এই সাইটে পাবেন বাংলাদেশের আদ্যোপান্ত শিক্ষনীয় তথ্য, শিক্ষাভিত্তিক প্রশ্নের উত্তর, শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা, ভর্তির বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় ভর্তি, শিক্ষা ক্ষেত্রে সরকারি নোটিশ।

বাংলাদেশের সকল কলেজের নামের তালিকা কোথায় পাবো?
প্রোবাংলা সাইটেই রয়েছে বাংলাদেশের সকল কলেজের নামের তালিকা। সাইটের সার্চ অপশন থেকে আপনার জেলার সকল কলেজের নামের তালিকা জেনে নিতে পারবেন।

স্কুল কলেজের ইআইআইএন নম্বর কোথায় পাবো?
বাংলাদেশের সকল স্কুল কলেজের EIIN নম্বরের তালিকা রয়েছে আমাদের প্রোবাংলা সাইটে। আপনার প্রয়োজনীয় জেলার নাম লিখে সার্চ অপশন থেকে সকল স্কুল কলেজের ইআইআইএন নম্বর জানতে পারবেন।

EIIN নম্বর কি?
EIIN হলো- Educational Institution Identification Number. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আলাদা আলাদা ইআইএন নম্বর রয়েছে।

বাংলাদেশের সকল স্কুলের তালিকা?
বাংলাদেশের সকল স্কুলের তালিকা রয়েছে আমাদের প্রোবাংলা সাইটে। সার্চ অপশন থেকে স্কুলের নামের তালিকা লিখে সার্চ করলেই আপনার জেলা অনুযায়ী সকল স্কুলের তালিকা পাবেন।

বাংলাদেশের সকল মাদ্রাসার তালিকা কোথায় পাবো?
বাংলাদেশের সকল সুপরিচিত ‌ মাদ্রাসার তালিকা রয়েছে আমাদের প্রোবাংলা সাইটে। সার্চ অপশন থেকে মাদ্রাসার নামের তালিকা লিখে সার্চ করলেই আপনার জেলা অনুযায়ী সকল প্রাতিষ্ঠানিক মাদ্রাসার তালিকা পাবেন।

বাংলাদেশের সকল পোস্ট অফিসের তালিকা কোথায় পাবো?
প্রোবাংলা সাইটে রয়েছে বাংলাদেশের সকল পোস্ট অফিসের বিশাল বড় লিস্ট। আপনার স্থানীয় পোস্ট অফিসের প্রয়োজনীয় তথ্য পেতে সাইটের সার্চ অপশন থেকে আপনার জেলার নাম লিখে পোস্ট অফিসের তালিকা সার্চ করে জানতে পারবেন।

এই সাইটে কি বাংলাদেশের সকল পোস্ট অফিসের পোস্ট কোড তালিকা আছে?
পোস্ট কোড জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্থানীয় পোস্ট অফিসের পোস্ট কোড জানতে আমাদের সাইটের সার্চ অপশন থেকে আপনার জেলার নাম লিখে পোস্ট কোড সার্চ করুন।

বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি?
প্রোবাংলায় সরকারি, ন্যাশনাল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি, ভর্তির সময় ও এ সম্পর্কিত তথ্য পাবলিশ করা হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন প্রক্রিয়া?
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রোবাংলা সাইটে আর্টিকেল রয়েছে।

ফ্রিল্যান্সিং কিভাবে করবো?
বর্তমানে ফ্রিল্যান্সিং সকলেরই পছন্দের কাজ। আমাদের সাইটে রয়েছে ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক ধারণা থেকে শুরু করে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন সে সম্পর্কিত তথ্যবহুল আর্টিকেল।

অনলাইনে কিভাবে ইনকাম করবো?
বর্তমানে অনলাইনে ইনকামের উপায় রয়েছে অনেক। আপনার পছন্দের মাধ্যমে সহজে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন সে সম্পর্কিত তথ্য নিয়ে আর্টিকেল রয়েছে এই সাইটে।

অনলাইনে ইনকাম করার কোন বিশ্বস্ত মাধ্যম আছে কি?
অনলাইনে ইনকাম করার বেশ কিছু বিশ্বস্ত মাধ্যম রয়েছে। ব্লগিং, আর্টিকেল রাইটিং, প্রফেশনাল ফ্রিল্যান্সিং ইত্যাদি বিশ্বস্ত মাধ্যম গুলোর সম্পর্কে তথ্যমূলক আর্টিকেল পাবেন প্রো-বাংলায়।

মোবাইল দিয়ে আয় করার উপায় কি?
মোবাইল দিয়ে আয় করার বিভিন্ন উপায় রয়েছে। কন্টেন্ট রাইটিং, অনলাইন মার্কেটিং ও বিশ্বস্ত অ্যাপ থেকে মোবাইল দিয়ে আয় করার উপায় সম্পর্কে আর্টিকেল রয়েছে আমাদের সাইটে।

ফেসবুক থেকে ইনকাম করার উপায় কি?
ফেসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এডসেন্স থেকে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ই-কমার্স ইত্যাদি উপায়ে ইনকাম করতে পারবেন। আমাদের সাইটে সম্পর্কিত আর্টিকেল দেখতে পারেন।

এই সাইটে টেকনোলজির বিষয় কি কি?
এই সাইটে টেকনোলজির কম্পিউটিং, স্মার্টফোন, প্রতিদিনের প্রযুক্তি, কিভাবে প্রযুক্তি কাজ করে, ফিউচার টেক, ইন্টারনেট, অসাধারণ সব গ্যাজেট, বা বিজ্ঞানের আশ্চর্যকর টার্ম গুলো নিয়ে লেখা।

মোবাইল রিভিউ আর্টিকেল?
আপনার বাজেট অনুযায়ী পছন্দের সেরা মোবাইল ফোনটি বেছে নিতে দেখতে পারেন প্রোবাংলা সাইটের মোবাইল রিভিউ সম্পর্কিত আর্টিকেল গুলো।

এখানে কি প্রযুক্তি সম্পর্কে জানা যায়?
প্রোবাংলা সাইটের প্রধান একটি ক্যাটাগরি হলো প্রযুক্তি। প্রযুক্তি কিভাবে কাজ করে, মোবাইল, কম্পিউটার ও প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং অসাধারণ সকল গেজেট নিয়ে রয়েছে আর্টিকেল।

এখানে কি কি ধরনের ই-সেবা আর্টিকেল পাওয়া যায়?
এই সাইটে জন্ম নিবন্ধন, NID, অনুদান ও ভাতা, পাসপোর্ট, ভূমি সংক্রান্ত তথ্য, ভ্যাট রেজিস্ট্রেশন, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সম্পর্কিত ই-সেবার আর্টিকেল পাওয়া যায়।

জন্ম নিবন্ধন কিভাবে করবো?
বর্তমানে জন্ম নিবন্ধন একটি বাধ্যতামূলক নথিপত্র। অনলাইনে আবেদন করে/ স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন। এ সম্পর্কিত আর্টিকেল রয়েছে আমাদের সাইটের ই সেবা ক্যাটাগরিতে।

জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবো?
জন্ম নিবন্ধনে ভুল থাকলে তা অনলাইনে আবেদন করে ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে সংশোধন করতে হয়। কিভাবে আবেদন করবেন সে প্রক্রিয়া সম্পর্কিত আর্টিকেল রয়েছে আমাদের সাইটে।

মৃত্যু নিবন্ধনের আবেদন কিভাবে করবো?
ওয়ারিশ হিসেবে পৈতৃক সম্পত্তি পেতে মৃত্যু সনদ বাধ্যতামূলক। মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন এর তথ্য, মৃত্যুর প্রত্যয়ন পত্র ও অন্যান্য ডকুমেন্টস নিয়ে মৃত্যু নিবন্ধন আবেদন করতে হয়। এ সম্পর্কে তো আর্টিকেল দেখতে পারেন আমাদের সাইটের ই-সেবা ক্যাটাগরি থেকে।

ভোটার আইডি কার্ড সংশোধন করবো কিভাবে?
ভোটার আইডি কার্ডে ভুল হলে প্রয়োজনে ডকুমেন্টস নিয়ে অনলাইনে আবেদন ও সংশোধন কি পরিশোধ করে সংশোধন করতে হয়। বিস্তারিত প্রক্রিয়াটি দেখতে পারেন আমাদের ই-সেবা ক্যাটাগরির আর্টিকেলে।

ভোটার আইডি কার্ড কিভাবে করবো?
নাগরিক সেবা পেতে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক ডকুমেন্ট। সরকারি ভোটার হালনাগাদ প্রক্রিয়া শুরু হলে আবেদনের মাধ্যমে অথবা অনলাইনে আবেদন করে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত জানতে আমাদের সাইটের আর্টিকেলটি দেখতে পারেন।

কি কি প্রবাসী সেবা পাওয়া যায় এই সাইটে?
পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত প্রক্রিয়া, দৈনন্দিন বিদেশি টাকার রেট ও প্রবাদ সম্পর্কিত সরকারি ঘোষণার তথ্য সেবা পাওয়া যায় এই সাইটে।

পাসপোর্ট করার নিয়ম কি?
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী www.epassport.gov.bd সাইট থেকে অনলাইনে আবেদন করে প্রয়োজনের ডকুমেন্টস পাসপোর্ট অফিসের জমা দিয়ে পাসপোর্ট করতে পারবেন। বিস্তারিত প্রক্রিয়াটি রয়েছে আমাদের সাইটের ই সেবা ক্যাটাগরির আর্টিকেল।

ভিসা চেক করার নিয়ম কি?
পাসপোর্ট নম্বর ও ভিসা রেফারেন্স নম্বর দিয়ে নির্দিষ্ট দেশের ভিসা সম্পর্কিত সাইট থেকে ভিসা চেক করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাইটের ভিসা চেক ক্যাটাগরি দেখতে পারেন।

ভিসা কি?
এক দেশের নাগরিক অন্য দেশের প্রবেশের জন্য একটি অনুমতি পত্র প্রয়োজন। সে অনুমতি পত্রকেই ভিসা বলা হয়।

ভিসার জন্য আবেদন করার নিয়ম কি?
পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট দেশের ই-ভিসা ওয়েবসাইট থেকে অথবা বাংলাদেশ জনশক্তি ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের কার্যালয়ে ও আমি প্রবাসী অ্যাপ থেকে ভিসার আবেদন করতে পারবেন। সে সম্পর্কিত বিস্তারিত আর্টিকেল রয়েছে আমাদের সাইটে।

এখানে ভূমি সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যায়?
ভূমির মালিকানা যাচাই, খতিয়ান ও পর্চা বের করা, ভূমির রেকর্ড সংশোধন ইত্যাদি প্রয়োজনে আর্টিকেল পাওয়া যায় আমাদের সাইটের ই-সেবা ক্যাটাগরি থেকে।

সরকারি অনুদান কি?
সরকার দেশের গরীব, দুঃখী, অসহায় ও প্রতিবন্ধী মানুষদের মানুষদের বিভিন্ন প্রকার সাহায্য ভাতা প্রদান করে, তাকে সরকারি অনুদান বলে।

সরকারি অনুদান কিভাবে পাবো?
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গরিব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ইত্যাদি ভাতা পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের সাইটের ই-সেবা ক্যাটাগরির আর্টিকেলে।

এখানে কি কি অনুদানের তথ্য পাওয়া যায়?
আমাদের সাইটে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তি সম্পর্কিত অনুদানের তথ্য পাওয়া যায়।

এই সাইটে ব্যাংকিং এর তথ্য জানতে পারবো কি?
হ্যাঁ, আমাদের সাইটের ব্যাংকিং সম্পর্কিত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম ও ব্যাংক লোন কিভাবে পাবেন সে সম্পর্কিত আর্টিকেল রয়েছে।

বীমা কি?
অর্থের বিনিময়ে জীবন, সম্পদ কিংবা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি ব্যবস্থাপনা করাই বীমা।

বীমা কিভাবে করবো?
বীমা কি, কোন বীমা প্রতিষ্ঠান ভালো ও বীমা কিভাবে করবেন সে সম্পর্কিত আর্টিকেল রয়েছে আমাদের সাইটে।

সরকারি সেবার তথ্য কোথায় পাবো?
সরকারি বিভিন্ন সেবা, অনুদান ও গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে তথ্য পাবেন আমাদের প্রোবাংলা সাইটে।

ওয়েবসাইটের সার্চ বাটনের ব্যবহার কিভাবে করবো?
ওয়েবসাইটের সার্চ বাটনে আপনার প্রয়োজনীয় তথ্য লিখে সার্চ করলেই নির্দিষ্ট তথ্যের আর্টিকেল পাবেন।

কম্পিউটার কিভাবে কাজ করে?
কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটারের বেসিক নলেজ, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার এর ব্যবহার ইত্যাদি প্রয়োজনীয় বিষয় আর্টিকেল রয়েছে আমাদের সাইটের টেক কেটাগরিতে।

কোন প্রযুক্তি কিভাবে কাজ করে?
প্রযুক্তির এই যুগে কোন প্রযুক্তি কিভাবে কাজ করে, প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্যই পাবেন আমাদের সাইটে।

ক্যারিয়ার সম্পর্কিত আর্টিকেল গুলো কি কি?
চাকরির খবর, চাকরির প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার গঠনে বিবেচ্য বিষয় সম্পর্কে আর্টিকেল রয়েছে আমাদের সাইটে।

এই সাইটে কি বিউটি টিপস পাওয়া যায়?
হ্যাঁ, প্রোবাংলা সাইটে ত্বকের বিভিন্ন প্রকার বিউটি টিপস ও ঘরোয়া উপায়গুলো সম্পর্কে বেশ কিছু আর্টিকেল রয়েছে।

পুষ্টিকর খাবারের তালিকা কি?
স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুষ্টিকর খাবারের তালিকা, উপকারিতা ও গুনাগুন সম্পর্কে আর্টিকেল রয়েছে আমাদের সাইটে।

স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল গুলো কি কি?
পুষ্টিকর খাবারের তালিকা, উপকারিতা, BMI পরিমাপ, বিভিন্ন অসুখের ঘরোয়া উপায়, সিলেটের সকল হাসপাতালের ঠিকানা ও ফোন নাম্বারের তালিকার বিশাল তথ্য রয়েছে আমাদের সাইটে।

সিলেটের সকল হাসপাতালের লিস্ট কোথায় পাবো?
সিলেটের সকল হাসপাতালের তালিকা, যোগাযোগের ফোন নাম্বার ও ডাক্তারের লিস্ট পেয়ে যাবেন প্রোবাংলা সাইটে।

প্রোবাংলায় ইতিহাসের আর্টিকেল আছে কি?
হ্যাঁ, প্রোবাংলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত আর্টিকেল রয়েছে।

গল্প আর্টিকেল আছে কি?
হ্যাঁ, আমাদের সাইটে বিনোদনের জন্য রয়েছে কিছু গল্প বিষয়ক মজার আর্টিকেল।

এই সাইটে কি কবিতা পাওয়া যায়?
প্রোবাংলা সাইটে বিভিন্ন কবির নামকরা কবিতা ও আধুনিক কিছু কবিতার ভান্ডার রয়েছে।

প্রোবাংলায় কি বক্তব্যের নমুনা পাবো?
স্কুল কলেজের নবীনবরণ অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠানের আর্টিকেল পাবেন প্রো-বাংলা সাইটে।

এই সাইটে কি ফেসবুকে স্ট্যাটাস পাওয়া যায়?
প্রোবাংলা সাইটে জন্মদিনের শুভেচ্ছা, কষ্টের স্ট্যাটাস, ভালোবাসার স্ট্যাটাস, ইসলামিক স্ট্যাটাস, মিস ইউ স্ট্যাটাস ইত্যাদি স্ট্যাটাস ও শুভেচ্ছা এসএমএস এর আর্টিকেল রয়েছে।

শুভেচ্ছা এসএমএস কোথায় পাবো?
শুভ নববর্ষ, জন্মদিনের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, মাহে রমজান শুভেচ্ছা, শুভ সকাল ও শুভ রাত্রির শুভেচ্ছা ইত্যাদি শুভেচ্ছা এসএমএস পাওয়া যায়, প্রোবাংলা সাইটে।

এই সাইটে কি ধরনের এসএমএস পাওয়া যায়?
এই সাইটে সকল প্রকার প্রয়োজনীয় ফেসবুক স্ট্যাটাস ও শুভেচ্ছা এসএমএস পাওয়া যায়।

প্রোবাংলায় কি মনিষীদের উক্তি পাওয়া যায়?
প্রোবাংলায় বিভিন্ন উক্তি সম্বলিত স্ট্যাটাস পাওয়া যায়। এছাড়াও ইতিহাস সম্পর্কিত আর্টিকেলে মনীষীদের উক্তি পাবেন।

প্রোবাংলায় কি কি ধরনের ইতিহাস পাওয়া যায়?
বাংলাদেশের সকল জেলার প্রতিষ্ঠাকাল ও ইতিহাস, যুদ্ধের ইতিহাস, ভাষা দিবসের ইতিহাস, প্রাচীন গুরুত্বপূর্ণ যুদ্ধের ইতিহাস, বদর যুদ্ধ, বিভিন্ন দেশের প্রতিষ্ঠা ইত্যাদি নানা ধরনের বিষয়বস্তু নিয়ে শতাধিক ইতিহাসের আর্টিকেল রয়েছে প্রোবাংলায়।

প্রোবাংলার আয়ের উৎস কি?
প্রোবাংলার আয়ের উৎস বিজ্ঞপ্তি প্রকাশ। ভিজিটরের এক্সপেরিয়েন্স ঠিক রেখে ওয়েবসাইটের পেইজে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রোবাংলা আয় করে থাকে।

প্রোবাংলার মাসিক ভিজিটর কত?
বর্তমানে আপনার প্রিয় প্রোবাংলার মাসিক ভিজিটর প্রায় ৩.৫ লক্ষ। প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে ভিজিটরের সংখ্যা।

প্রোবাংলায় প্রতি মাসে কত পেজ ভিউ হয়?
প্রোবাংলায় প্রতি মাসে পেজ ভিউ হয় প্রায় ৬-৭ লক্ষেরও বেশি। এখানে ৮৫% ভিজিটরদের বয়স ১৮-৩৫ বছর।

প্রোবাংলায় আর্টিকেল লিখতে পারব কি?
হ্যাঁ, আপনার যদি আর্টিকেল লেখার পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে প্রোবাংলায় আর্টিকেল লিখতে পারবেন।

সাইটের আর্টিকেল শেয়ার করবো কিভাবে?
প্রোবাংলায় আর্টিকেলের শেষ অংশর সোশ্যাল মিডিয়া শেয়ার অপশন থেকে গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

প্রোবাংলায় কি আমার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিতে পারবো?
অবশ্যই, বাংলাদেশের সেরা অনলাইন ম্যাগাজিনে বেশি সংখ্যক লোকের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে প্রোবাংলায় অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারবেন।

প্রোবাংলায় বিজ্ঞাপন দিতে কত টাকা লাগে?
আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনের ধরন ভেদে প্রোবাংলায় অর্থ প্রদান করতে হবে। সেজন্য বিজ্ঞাপন নীতিমালা পেজটি দেখতে পারেন।

প্রোবাংলায় কমেন্টে নীতিমালা কি?
প্রোবাংলায় কমেন্টস পলিসি অনুযায়ী যে কেউ তার ইমেইল এড্রেস ব্যবহার করে কমেন্ট করতে পারবেন। তবে ভিজিটরদের জন্য ক্ষতিকর লিংক কমেন্টে প্রকাশ করা যাবে না।

প্রোবাংলা কিভাবে ভিজিটরের নিরাপত্তা দিয়ে থাকে?
প্রোবাংলা ভিজিটরের পার্সোনাল তথ্য সংরক্ষণ করে না। এছাড়াও ভিজিটরের কমেন্টে ইমেইলও গোপন রাখা হয়। প্রয়োজনে প্রোবাংলা গোপনীয়তা নীতিমালা দেখুন।

প্রোবাংলার ফেসবুক পেজ আছে কি?
প্রায় ৩০০০০ ফলোয়ারের একটি ফেসবুক পেইজ রয়েছে,ফ্যান পেইজটিতে প্রতিনিয়ত ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্য গুলো শেয়ার করা হয়ে থাকে।

আপনাদের সাথে কি যোগাযোগ করতে পারবো?
হ্যাঁ, আমাদের সাইট, প্রকাশিত আর্টিকেল, লেখক হিসেবে কাজ করতে কিংবা অন্য কোন প্রয়োজনে প্রোবাংলা সাইটের Contact us পেজে ফরম পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

প্রোবাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।

Exit mobile version