false chatting

চ্যাটিংয়ে মিথ্যা বললে বুঝবেন যেভাবে (False Chatting)

ইন্টারনেট ব্যবহার করেন আর মেসেজিং করেন না এমন লোক খুজে পাওয়া কঠিন হবে। ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে মেসেজিং এ যোগাযোগের সময় অপরপ্রান্তে থাকা ব্যক্তির সাথে সহজে কথা বলা যায়। তাছাড়া তথ্য আদান-প্রদান হয় এই মেসেজিং বা চ্যাটিং দিয়েই। কিন্তু চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা তা বোঝা মুশকিল।

বিষয়টি নিয়ে গবেষণা করেছেন বার্মিংহাম ইয়াং ইউনিভার্সিটি এর এক দল গবেষক। চ্যাটিংয়ে মিথ্যা বলছে কি/না তা বোঝার কয়েকটি উপায় বের করেছেন তারা।

উক্ত গবেষণা থেকে যে বিষয়গুলি পাওয়া গেল তা নিম্নরূপ:

  • চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় ব্যবহারকারীরা ধীরে ধীরে মেসেজ সেন্ড করেন যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
    গবেষণাটি সম্পর্কে ইউবিউটি ওয়েবসাইটে বলা হয়েছে, ১০০ জন শিক্ষার্থীর চ্যাটিং বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছান সমাজবিজ্ঞানের অধ্যাপকেরা।
  • ব্যবহারকারীরা চ্যাটিংয়ের সময় সংক্ষিপ্ত ভাবে জবাব করেন।

সাধারণভাবে কথা বরার সময় মিথ্যা বললে কখনো মানুষ দ্রুত কথা বলে, আবার কখনো বেশি ধীরে বলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version